সবার আগে বিশেষ পদ্ধতিতে রেজাল্ট পেতে ক্লিক করুন -
PSC/EBT Result -
If You Have Any Problem To See Your Result! - [Click Here]
মোবাইলে SMS এর মাধমে ফলাফল: ২৯, ডিসেম্বর প্রকাশিত হচ্ছে জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফল - ২০১৬
SMS Method of JSC Result:
JSC<Space>First 3 Letters of Your Board<Space>Roll Number<Space>Passing Year and send SMS 16222
Example: JSC DHA 123456 2016 and send SMS 16222
SMS Method of JDC Result:
JDC<Space>First...
দেখতে চান সেই নেত্রীকে
আমার দেখা সব থেকে বড় মনের মানুষ বাংলাদেশের প্রাইমিনিস্টার শেখ হাসিনা।
বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬
How to free Verified Your FaceBook Fan Page In 1Hour 100% Working.
(এই কাজগুলা করার সময় সর্বদা Vpn/ip
connected থাকতে হবে)
১. প্রথমে ফোনের জন্য প্লে স্টোর থেকে Hola
vpn ডাউনলোড দুন। পিসির জন্য যেকোন
ভালো vpn বা Hola ও ব্যবহার করতে পারেন।
২. একটি ফেইসবুক আইডি দরকার। যেটা সম্পূর্ণ
USA এর নাম এবং ঠিকানা দিয়ে করতে হবে।
Hola VPN অথবা যেকোন ভালো Vpn
Connected রেখে আইডি বানাতে হবে। USA
এর যেকোন নাম এবং ঠিকানা ব্যবহার করতে
পারেন।
৩. আইডি খোলার পর পেজ বানাতে হবে। পেজ
বানানোর জন্য Create a page এ যাবেন।
Local Business...
আবারো রবি ফ্রি নেট চালান UC Handler Browser দিয়ে ( ডাউনলোড এবং ব্রাউসিং)

আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহ্র রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে
কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন আমার টিউন শুরু করছি
গত কাল রাত ৮ টায় post করার কথা ছিল কিন্তুসময় পাই নি
কথা না বাড়িয়ে কাজে চলে যায়,খেলা দেখতে হবে।
কোন Setting লাগবে না ফোনের ডিফল্ট Access point দিয়েই হবে
টাকা বা এম্বি রাখলে কাটবে।
তাই ২ টাকা দিয়ে *8444*4#...
শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬
মেয়েরা ছেলেদের কি মনে করে
মোবাইলের ব্যালেন্স শেষ দোকানে গেলাম লোড দিতে। গিয়ে দেখি আমার আগে দুজন দাড়িয়ে আছে, এর ভিতর একজন মেয়েও আছে। . আমি--ভাই একটু জলদি করেন আমার তাড়া আছে। . দোকানদার--আপনার আগে ঔ আপা এসেছে উনাকে আগে দিতে হবে। কি আর করা আমি উদাস মনে দাড়িয়ে আছি। . দোকানদার--আপা নাম্বার বলেন। . মেয়ে-- 017032 তারপর আমার দিকে আড় চোখে তাকিয়ে বললো লোড লাগবেনা আমাকে বিশ টাকার কার্ড দিন, দিন কাল ভালো না কাউকে বিশ্বাস নাই। . বন্ধুরা বলেন কেমন লাগে? আমার কিজে ইচ্ছা...
বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
পরে যাই, চোখের জল মুছে উঠে দাড়াই, আবার ছুঁটে চলি -অনুজ মজুমদার

আজ এক বন্ধুর হাতের রান্না খেলাম। মাংশতে এত ঝাল দিয়েছে যে, আমার চোখ দিয়ে জল বের হচ্ছিলো।বন্ধুকে বললাম, 'এত ঝাল খাও কেন?' বন্ধুর জবাব টা ছিলো এই রকম, "ছোট বেলায় খুব অভাব ছিলো, প্রায়ই শুধু মরিচ দিয়ে ভাত খেতাম আর সেই থেকে অভ্যাস হয়ে গেছে।" কথাগুলো শোনার পর বন্ধুর দিকে তাকাতে না তাকাতেই আমার কিছুু স্মৃতি আমায় অশ্রুপাত করালো। ভাবতে থাকলাম, আমরা বর্তমান জেনারেশনের বেশির ভাগই সব পেয়েছির দলে। তাই কেউ কেউ চাহিবা মাত্র সব পেয়ে জীবনটাকে বিভিন্ন রং এর...
শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
লুকানো প্রতিভাকে বিকষিত করো...

আমাদের প্রত্যেকের মধ্যেই আকাশের মতো বড় সম্ভাবনা রয়েছে। তুমি জিজ্ঞেস করবে-- তাই যদি সত্যি, তাহলে সকলে রবি ঠাকুর, সুভাষ বসু বা বিবেকানন্দ হয় না কেন ?
-
তোমার অনেক টাকা রয়েছে ; কিন্তু সেগুলো তুমি কেবল ব্যাঙ্কে ফেলে রাখলে। তাহলে-- তোমার টাকা থেকেও, তোমার কোন কাজে লাগলো না। কিন্তু তুমি যদি সেই টাকা দিয়ে ভালো জায়গায় পড়াশুনা করতে যাও ; বা সেই টাকায় তুমি যদি বাচ্চাদের জন্য একটা স্কুল বানিয়ে দাও। তাহলে সেই টাকা তোমাকে-- অনেকটা উচ্চতায় নিয়ে যাবে। কোন কিছু...
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
মুশফিকদের স্বস্তির জয়
টানা ছয় ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছেন মুশফিকরা। কাল রাজশাহী কিংসকে বরিশাল বুলস হারিয়েছে ১৭ রানে।
টানা হারের পর জয়টা স্বস্তি দিয়েছে। তবে আক্ষেপও আছে বরিশাল বুলস অধিনায়ক মুশফিকের, ‘স্বস্তি তো অবশ্যই। আমরা শেষ চারে যাওয়ার দল ছিলাম, নিজেদের প্রমাণ করার অনেক কিছু ছিল। কিছু খেলোয়াড় ভালোও খেলছিল। শুধু দল হিসেবে ভালো করতে পারিনি। আজ (কাল) সেটা করতে পেরেছি। আর একটা ম্যাচ আছে আমাদের। সেটি ভালোভাবে শেষ করাই লক্ষ্য আমাদের।’
মুশফিকদের...