আজ এক বন্ধুর হাতের রান্না খেলাম। মাংশতে এত ঝাল দিয়েছে যে, আমার চোখ দিয়ে জল বের হচ্ছিলো।বন্ধুকে বললাম, 'এত ঝাল খাও কেন?' বন্ধুর জবাব টা ছিলো এই রকম, "ছোট বেলায় খুব অভাব ছিলো, প্রায়ই শুধু মরিচ দিয়ে ভাত খেতাম আর সেই থেকে অভ্যাস হয়ে গেছে।" কথাগুলো শোনার পর বন্ধুর দিকে তাকাতে না তাকাতেই আমার কিছুু স্মৃতি আমায় অশ্রুপাত করালো। ভাবতে থাকলাম, আমরা বর্তমান জেনারেশনের বেশির ভাগই সব পেয়েছির দলে। তাই কেউ কেউ চাহিবা মাত্র সব পেয়ে জীবনটাকে বিভিন্ন রং এর সাথে গুলিয়ে ফেলছি। আমাদের কাছে জীবন মানে একটা সেলফি, চেকইন, ডিজে পার্টি, হ্যাং আউট, বারবিকিউ, কিংবা ভার্চুয়াল কিছু অনূভুতি। আমরা কি জানি, বাস্তবটা কতটা কঠিন? হয়তো কেউ কেউ জানি, আর হ্যাঁ, সবাই কেনোই বা জানবো। আসলে একটা স্ট্যাটাস কিংবা দুইটা সেলফি দিয়ে সবকিছু আপডেট রাখা যায় না। বাস্তব জীবনটাকে আপডেট দেওয়ার জন্য প্রতিনিয়তই আমি ছুটছি। ছুটতে গিয়ে হোঁচট খাই, ব্যথা পাই, চোখেও জল আসে। চোখের জল মুছে উঠে দাঁড়াই- আবার ছুটি। নইলে জীবনতো আমাকে খরচের খাতায় ফেলে দিবে আর আমিতো হারিয়ে যাবো বেহিসাবের আবর্জনায়।
বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
Home »
লাইফ স্টাইল
» পরে যাই, চোখের জল মুছে উঠে দাড়াই, আবার ছুঁটে চলি -অনুজ মজুমদার
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন