বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ঢালিউড পাড়ায় বেশ পরিচিত এবং সমালোচিত নাম। তিনিই সেই নায়িকা যে সিনেমা মুক্তির আগেই ২৫ সিনেমার কাজ হাতে পাওয়ার রেকর্ড করেছেন। বাংলা চলচিত্রের কিভাবে তার পদার্পণ, কিভাবে এত সিনেমায় অভিনয় করার সুযোগ পেল, আজকে আপনাদের জন্য লিখব জনপ্রিয় নায়িকা পরীমনির ব্যক্তি জীবন ও চলচিত্র জীবন।
জন্ম ও শৈশবঃ
জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ২৪ অক্টোবর, ১৯৯২ ইং তারিখে নড়াইল জেলায় জন্ম গ্রহণ করেন। মা বাবা হীন পরীমনি শৈশব কাটে তার নানুর বাড়িতে। নানা নানুর আদরেই বড় হয়েছেন পরীমনি। বর্তমানে তিনি ঢাকা বসবাস করেন।
পড়াশুনা ও স্বপ্নঃ
পরীমনি বরিশাল সরকারী মহিলা কলেজ থেকে এইস এস সি পাস করেছেন। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল নায়িকা হওয়ার,তবে পুলিশ অফিসার বাবার মেয়ে পুলিশ অফিসার হওয়ার স্বপ্নও ছিল। শেষ পর্যন্ত ছেলেবেলার ইচ্ছেটাই সত্য হয়ে গেল।
চলচিত্রে আগমন ও সাফল্যঃ
শাহ আলম মন্ডল এর মাধ্যমে ২০১১ সালে চলচিত্র পাড়ায় পা রাখেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। শাহ আলম মন্ডলের “ভালবাসা সীমাহীন” সিনেমার মাধ্যমে তার চলচিত্র যাত্রা শুরু হয় । এই বছর তার প্রথম ছবি “ভালবাসা সীমাহীন” মুক্তি পায়। এই সিনেমায় পরীমনির সাথে নায়ক হিসাবে ছিলেন জায়েদ খান এবং মিলন। ছবি আশাস্বরুপ ব্যবসা করতে পারেন নি। তবে এরপর পরই মুক্তি পায় তার দ্বিতীয় ছবি “পাগলা দিওয়ানা”। এই সিনেমা ব্যাপক ব্যবসা সফল হয়। এই বছরের ব্যবসা সফল সিনেমার নামের তালিকায় “পাগলা দিওয়ানা” সিনেমা নাম লিখায়। এই সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়াজ। শাহরিয়াজের পাগলামি মাতিয়ে রাখে সারা সিনেমা। এরপর আর কোন সিনেমা মুক্তি পায়নি ঢালিউডের হার্টথ্রব নায়িকা পরীমনির। এখন বেশ কয়েকটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এরমাঝে একটি সিনেমা এইবার রোজার ঈদে মুক্তি পাবে। এস এ হক অলিক পরিচালিত “আরো ভালবাসব তোমায়” সিনেমা এবারের ঈদে বেশ সংখ্যক সিনেমা হলে মুক্তি পাবে। এই সিনেমায় পরীমনির বিপরীতে আছেন ঢালিউড কিং শাকিব খান।
এছাড়া আরো কিছু সিনেমা সেন্সর ছাড়পত্র নিয়ে মুক্তির অপেক্ষায় আছে। কিছু সিনেমার শুটিংএর কাজ করেছেন।
পরীমনির সব তথ্য একসাথে একনজরেঃ
পরীমনি অভিনিত সিনেমার তালিকাঃ
জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ২৪ অক্টোবর, ১৯৯২ ইং তারিখে নড়াইল জেলায় জন্ম গ্রহণ করেন। মা বাবা হীন পরীমনি শৈশব কাটে তার নানুর বাড়িতে। নানা নানুর আদরেই বড় হয়েছেন পরীমনি। বর্তমানে তিনি ঢাকা বসবাস করেন।
পড়াশুনা ও স্বপ্নঃ
পরীমনি বরিশাল সরকারী মহিলা কলেজ থেকে এইস এস সি পাস করেছেন। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল নায়িকা হওয়ার,তবে পুলিশ অফিসার বাবার মেয়ে পুলিশ অফিসার হওয়ার স্বপ্নও ছিল। শেষ পর্যন্ত ছেলেবেলার ইচ্ছেটাই সত্য হয়ে গেল।
চলচিত্রে আগমন ও সাফল্যঃ
শাহ আলম মন্ডল এর মাধ্যমে ২০১১ সালে চলচিত্র পাড়ায় পা রাখেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। শাহ আলম মন্ডলের “ভালবাসা সীমাহীন” সিনেমার মাধ্যমে তার চলচিত্র যাত্রা শুরু হয় । এই বছর তার প্রথম ছবি “ভালবাসা সীমাহীন” মুক্তি পায়। এই সিনেমায় পরীমনির সাথে নায়ক হিসাবে ছিলেন জায়েদ খান এবং মিলন। ছবি আশাস্বরুপ ব্যবসা করতে পারেন নি। তবে এরপর পরই মুক্তি পায় তার দ্বিতীয় ছবি “পাগলা দিওয়ানা”। এই সিনেমা ব্যাপক ব্যবসা সফল হয়। এই বছরের ব্যবসা সফল সিনেমার নামের তালিকায় “পাগলা দিওয়ানা” সিনেমা নাম লিখায়। এই সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়াজ। শাহরিয়াজের পাগলামি মাতিয়ে রাখে সারা সিনেমা। এরপর আর কোন সিনেমা মুক্তি পায়নি ঢালিউডের হার্টথ্রব নায়িকা পরীমনির। এখন বেশ কয়েকটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এরমাঝে একটি সিনেমা এইবার রোজার ঈদে মুক্তি পাবে। এস এ হক অলিক পরিচালিত “আরো ভালবাসব তোমায়” সিনেমা এবারের ঈদে বেশ সংখ্যক সিনেমা হলে মুক্তি পাবে। এই সিনেমায় পরীমনির বিপরীতে আছেন ঢালিউড কিং শাকিব খান।
এছাড়া আরো কিছু সিনেমা সেন্সর ছাড়পত্র নিয়ে মুক্তির অপেক্ষায় আছে। কিছু সিনেমার শুটিংএর কাজ করেছেন।
পরীমনির সব তথ্য একসাথে একনজরেঃ
পূর্ণনামঃ পরীমনি
অন্যনামঃ পরী, স্মৃতি
জন্মস্থানঃ নড়াইল,বরিশাল
জন্ম তারিখঃ ২৪ অক্টোবর, ১৯৯২
বাসস্থানঃ ঢাকা
পেশাঃ অভিনেত্রী এবং মডেল
কর্মক্ষেত্রঃ বিএফডিসি
পরীমনি অভিনিত সিনেমার তালিকাঃ
ক্রমিক | সিনেমার নাম | সহশিল্পী | পরিচালক | মুক্তিসাল |
০১ | ভালবাসা সীমাহীন | জায়েদ খান,মিলন | শাহ আলম মন্ডল | ২০১৪ |
০২ | পাগলা দিওয়ানা | শাহ রিয়াজ | ওয়াজেদ আলী সুমন | ২০১৪ |
০৩ | আরো ভালবাসব তোমায় | শাকিব খান | এস এ হক অলিক | নির্মাণাধীন |
০৪ | রানা প্লাজা | সাইমন | নজরুল ইসলাম খান | নির্মাণাধীন |
০৫ | ধুমকেতু | শাকিব খান | শফিক হাসান | নির্মাণাধীন |
০৬ | ইনোসেন্ট লাভ | জেফ | অপূর্ব রানা | নির্মাণাধীন |
০৭ | মহুয়া সুন্দরী | সুমিত | রওশন আরা নিপা | নির্মাণাধীন |
০৮ | লাভার নাম্বার ওয়ান | বাপ্পি | ফারুক ওমর | নির্মাণাধীন |
০৯ | পুড়ে যায় মন | সাইমন | অপূর্ব রানা | নির্মাণাধীন |
১০ | নগর মাস্তান | জায়েদ খান,শাহরিয়াজ | রকিবুল আলম রকিব | নির্মাণাধীন |
১১ | আমার প্রেম আমার প্রিয়া | আরজু | শামীমুল ইসলাম শামীম | নির্মাণাধীন |
১২ | নদীর বুকে চাঁদ | সাইমন | সাখাওয়াত হোসেন | নির্মাণাধীন |
১৩ | দুনিয়া কাঁপানো প্রেম | বাপ্পি | নজরুল ইসলাম খান | নির্মাণাধীন |
১৪ | দরদিয়া | আরেফিন শুভ | ওয়াজেদ আলী সুমন | নির্মাণাধীন |
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন