দেখতে চান সেই নেত্রীকে

আমার দেখা সব থেকে বড় মনের মানুষ বাংলাদেশের প্রাইমিনিস্টার শেখ হাসিনা।

বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় সানি লিওন Sunny Leone


বিবিসির প্রকাশিত পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ১০০ নারীর এ বছরের তালিকায় স্থান করে নিয়েছেন সাবেক পর্নোতারকা এবং বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওন। উদ্যোক্তা, প্রকৌশলী, খেলোয়াড়, ব্যবসায়িক ব্যক্তিত্ব, ফ্যাশন আইকন এবং চিত্রশিল্পীদের নিয়ে তৈরি করা হয়েছে এই তালিকা। এনডিটিভির খবরে জানা গেল, এই তালিকায় সানি লিওন ছাড়াও রয়েছেন আরো চারজন ভারতীয় নারী।
৩৫ বছর বয়স্ক সানি লিওনের প্রকৃত নাম করণজিৎ কৌর ভোরা। কানাডিয়ান-ইন্ডিয়ান বংশোদ্ভুত এই তারকা একসময় নীল ছবির জগতে পরিচয় গড়ে তোলেন। পরে এই ক্যারিয়ারকে বিদায় জানিয়ে ২০১২ সালে ভাট ক্যাম্পের ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বন’-এর ২০১১ সালের মৌসুম দিয়েই বলিউডে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল তাঁর।
এরই মধ্যে সানি লিওন অংশ নিয়েছেন জ্যাকপট, এক পহেলি লীলা, হেইট স্টোরি ২, সিং ইজ ব্লিং, কুচ কুচ লোচা হ্যায়, ওয়ান নাইট স্ট্যান্ডসহ আরো কিছু ছবিতে। অভিনয়শিল্পীর চেয়ে আইটেম গার্ল হিসেবেই সফল প্রতিষ্ঠা পেয়েছেন তিনি। সম্প্রতি বিগ বসের একটি পর্বে ‘বিশেষ বিচারক’ হিসেবেও অংশ নিয়েছেন তিনি।
এর আগে ২০১৫ সালে গুগলে ‘সবচেয়ে বেশি খোঁজা’ ভারতীয় তারকাদের তালিকায় সবাইকে পেছনে ফেলে শীর্ষে আসেন সানি লিওন। এ বছরে পেলেন বিবিসির বিশেষ স্বীকৃতি।
বেশ কয়েক মাস আগে একটি টেলিভিশন অনুষ্ঠানে সানি লিওনকে সরাসরি কিছু বিব্রতকর প্রশ্ন করা হয়। তবে এসব প্রশ্নের জবাব স্পষ্ট এবং সাহসীভাবে দেওয়ার কারণে প্রশংসিত হন তিনি। আমির খানের মতো তারকাও সানির প্রশংসা করে জানান, সানির সঙ্গে অভিনয় করতে মোটেও আপত্তি নেই তাঁর।
সানি লিওন ছাড়াও অন্য কিছু ক্যাটাগরিতে এই তালিকায় স্থান পেয়েছেন চারজন ভারতীয় নারী—গৌরি চিন্দরকার, নেহা সিং, মল্লিকা শ্রীনিবাসন এবং সালুমারাদা থিম্মাকালা।
আগামী বছরের শুরুতে শাহরুখ খানের বহুল আলোচিত ‘রইস’ ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে সানি লিওনকে। এ ছাড়া বরুণ ধাওয়ান-আলিয়া ভাটের সঙ্গে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিতেও দেখা যাবে এই তারকাকে
Share:

বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬

রাজনিতির ছবি শেষ হল সাকিব এবং অপু বিশ্বাসের বিস্তারিত দেখুন এখানে....


ছবির বর্তমান অবস্থা জানতে চাইলে ‘রাজনীতি’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির শুটিং শেষ করেছি। গত পরশু আমরা এফডিসিতে একটি কবরস্থানের শুটিংয়ের মধ্য দিয়ে ছবির ক্যামেরা ক্লোজ করা হয়েছে। বর্তমানে ছবির ডাবিং শেষ হচ্ছে। আজ অভিনেতা অমিত হাসানের ডাবিং চলছে। কয়েকদিনের মধ্যে শাকিব খানের ডাবিং করলেই শেষ হয়ে যাবে।’
ছবির নায়িকা অপু বিশ্বাসের অংশের শুটিং, ডাবিং শেষ হয়েছিল কি না জানতে চাইলে পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘ডিসেম্বরেই দিদির অংশের শুটিং শেষ হয়ে গিয়েছিল। আর উনি খুব কম ছবিতেই নিজে ডাবিং করে থাকেন।

অবশেষে শেষ হয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবির সব কাজ। সম্প্রতি বিএফডিসির কয়েকটি সিক্যুয়েন্সের শুটিং করেন নায়ক শাকিব খান। এই শুটিংয়ের মধ্য দিয়ে ছবির শুটিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। এখন ছবির ডাবিংয়ের কাজ চলছে।

গত বছরের ডিসেম্বরে নিজের অংশের শুটিং শেষ করে দিয়েছিলেন নায়িকা অপু বিশ্বাস। এর পর থেকেই দীর্ঘ সময় ধরেই কাজ থেকে অনুপস্থিত রয়েছেন অপু বিশ্বাস। তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

দিদির অনুমতি নিয়েই আমরা ডাবিং শিল্পী দিয়ে ওনার অংশের ডাবিং করিয়েছি।’   
‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ। ছবিটির গান করছেন ফুয়াদ ও অদিত।
Share:

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

Top 10 in 2 Hottest Bangladeshi Women Now Here.....

1. Nusraat Faria Mazhar
This gorgeous lady is a Bangladeshi actress, model, TV presenter and radio jockey. Nusraat Faria Mazhar is only 22 years old but she’s already appeared in many TV commercials and radio programs. You might know her as the host of Fair and Handsome: The Ultimate Man. She also starred in 2 movies called Aashiqui and Hero 420.
the-10-hottest-bangladeshi-women-01

2. Nusrat Imroz Tisha
Nusrat Imroz Tisha is a model and an actress. She has been in quite a few Bangladeshi TV shows and movies, but you probably remember her most from Third Person Singular Number and Television.
In case you didn’t know Bangladesh is home to some pretty good looking women. If you’ve ever watched some Dhallywood movies you’ve probably noticed that those actresses are always so hot. Well if you want to know more and see more beautiful Bangladeshi women you’ve come to the right place. Today we’re taking a look at the 10 hottest Bangladeshi Women.
the-10-hottest-bangladeshi-women-02
Share:

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

জাকির হোসেন রাজু ও আরিফিন শুভর হ্যাটট্রিক! বিস্তারিত দেখুন..........


দেশীয় চলচ্চিত্রের গুণী পরিচালক হিসেবে সমাদৃত হয়েছেন জাকির হোসেন রাজু। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণের জন্য প্রশংসিত হয়েছেন। আবার অন্যদিকে চিত্রনায়ক হিসেবে সাড়া জাগিয়েছেন আরিফিন শুভ। এই নির্মাতা ও নায়ক জুটি এবার একসঙ্গে তাঁদের তৃতীয় চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। এর মাধ্যমে রাজু-শুভ জুটির হ্যাটট্রিক হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসির আট নম্বর শুটিং ফ্লোরে জাকির হোসেন রাজুর নতুন ছবি ‘ভালো থেকো’-এর শুভ মহরত অনুষ্ঠিত হবে। এই ছবিতে অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

গত ১২ আগস্ট মুক্তি পেয়েছিল জাকির হোসের রাজু পরিচালিত ‘নিয়তি’ ছবিটি। এই ছবিতে অভিনয় করেন আরিফিন শুভ ও জলি। এ ছাড়া শেষ পর্যায়ে রয়েছে প্রেমী ও প্রেমী ছবির কাজ। জাকির হোসেন রাজুর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। আজ ‘ভালো থেকো’ ছবির মহরতের মধ্য দিয়ে পরিচালক রাজুর পরিচালনায় তৃতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন শুভ।

এ প্রসঙ্গে কথা হয় পরিচালক জাকির হোসের রাজুর সঙ্গে। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘আরিফিন শুভ এমন একজন অভিনেতা যে ছবির গল্প পড়ে চরিত্র অনুযায়ী নিজেকে তৈরি করে, পরিচালকের চাওয়াটা বুঝে ক্যামেরার সামনে যায়। কাজ করার যে আগ্রহ তার মাঝে আমি দেখেছি সেটি অনেক নায়কের মাঝেই নেই। শুভর লুক ভালো, শারীরিকভাবেও সে আকর্ষণীয় আর নাচেও পারদর্শী। সব কিছু মিলিয়ে শুভকে নায়ক মনে হয়। বাংলাদেশের চলচ্চিত্রে এখন শিল্পী সংকট চলছে। একজন নায়ক শাকিব খান অনেক দিন ধরে একাই কাজ করে যাচ্ছেন, তাঁর পর চলচ্চিত্রকে কিছু দেবে এমন নায়ক কেউ নেই। আমি মনে করি শুভ সেই জায়গাতে যাওয়ার যোগ্যতা রাখে। সব ধরনের দর্শকদের কাছে শুভর একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আমি মনে করি এ ধরনের শিল্পীকে নিয়ে সিনিয়র পরিচালকরা ছবি নির্মাণ করলে শিল্পীরা কিছু শিখতে পারবে।’

নায়ক আরিফিন শুভ এনটিভি অনলাইনকে বলেন, “রাজু স্যার একজন শিক্ষক, একজন বন্ধু ও একজন পরিচালক।  সব কিছুর ঊর্ধ্বে তিনি একজন ভালো মানুষ। উনার সাথে কাজ করা আগ্রহ আমার অনেক আগে থেকেই। উনার সাথে আমি প্রথম কাজ করি ‘নিয়তি’ ছবিতে। তখন আমি সবাইকে বলেছিলাম এটা আমার নিয়তি। আল্লাহ আমাকে ভালোবেসে এই ছবির সঙ্গে যুক্ত করেছেন। এরপর ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে যুক্ত হলাম। সেটি শেষ করতে না করতেই আবার ‘ভাল থেকো’ ছবিতে কাজ করছি। আজ সন্ধ্যায় ছবির মহরত। চলতি মাসেই শুটিং শুরু হবে। আমার অনেক ভালো লাগছে জাকির হোসেন রাজু স্যারের সাথে কাজ করতে পারছি। আমার চলচ্চিত্র ক্যারিয়ার টেনে নেওয়ার মতো অনেক কিছু পেয়েছি স্যারের সাথে কাজ করতে পেরে। আশা করি পরবর্তী ছবিগুলোতে দর্শকরা প্রমাণ পাবেন।”
Share:

নায়িকা পরিমনির জীবন বৃত্তান্ত ও চলতি সেসনের ফিল্ম তালিকা।

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ঢালিউড পাড়ায় বেশ পরিচিত এবং সমালোচিত নাম। তিনিই সেই নায়িকা যে সিনেমা মুক্তির আগেই ২৫ সিনেমার কাজ হাতে পাওয়ার রেকর্ড করেছেন। বাংলা চলচিত্রের কিভাবে তার পদার্পণ, কিভাবে এত সিনেমায় অভিনয় করার সুযোগ পেল, আজকে আপনাদের জন্য লিখব জনপ্রিয় নায়িকা পরীমনির ব্যক্তি জীবন ও চলচিত্র জীবন।
জন্ম ও শৈশবঃ
জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ২৪ অক্টোবর, ১৯৯২ ইং তারিখে নড়াইল জেলায় জন্ম গ্রহণ করেন। মা বাবা হীন পরীমনি শৈশব কাটে তার নানুর বাড়িতে। নানা নানুর আদরেই বড় হয়েছেন পরীমনি। বর্তমানে তিনি ঢাকা বসবাস করেন।
Image result for porimoni
পড়াশুনা ও স্বপ্নঃ
পরীমনি বরিশাল সরকারী মহিলা কলেজ থেকে এইস এস সি পাস করেছেন। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল নায়িকা হওয়ার,তবে পুলিশ অফিসার বাবার মেয়ে পুলিশ অফিসার হওয়ার স্বপ্নও ছিল। শেষ পর্যন্ত ছেলেবেলার ইচ্ছেটাই সত্য হয়ে গেল।
চলচিত্রে আগমন ও সাফল্যঃ
শাহ আলম মন্ডল এর মাধ্যমে ২০১১ সালে চলচিত্র পাড়ায় পা রাখেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। শাহ আলম মন্ডলের “ভালবাসা সীমাহীন” সিনেমার মাধ্যমে তার চলচিত্র যাত্রা শুরু হয় । এই বছর তার প্রথম ছবি “ভালবাসা সীমাহীন” মুক্তি পায়। এই সিনেমায় পরীমনির সাথে নায়ক হিসাবে ছিলেন জায়েদ খান এবং মিলন। ছবি আশাস্বরুপ ব্যবসা করতে পারেন নি। তবে এরপর পরই মুক্তি পায় তার দ্বিতীয় ছবি “পাগলা দিওয়ানা”। এই সিনেমা ব্যাপক ব্যবসা সফল হয়। এই বছরের ব্যবসা সফল সিনেমার নামের তালিকায় “পাগলা দিওয়ানা” সিনেমা নাম লিখায়। এই সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়াজ। শাহরিয়াজের পাগলামি মাতিয়ে রাখে সারা সিনেমা। এরপর আর কোন সিনেমা মুক্তি পায়নি ঢালিউডের হার্টথ্রব নায়িকা পরীমনির। এখন বেশ কয়েকটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এরমাঝে একটি সিনেমা এইবার রোজার ঈদে মুক্তি পাবে। এস এ হক অলিক পরিচালিত “আরো ভালবাসব তোমায়” সিনেমা এবারের ঈদে বেশ সংখ্যক সিনেমা হলে মুক্তি পাবে। এই সিনেমায় পরীমনির বিপরীতে আছেন ঢালিউড কিং শাকিব খান।
এছাড়া আরো কিছু সিনেমা সেন্সর ছাড়পত্র নিয়ে মুক্তির অপেক্ষায় আছে। কিছু সিনেমার শুটিংএর কাজ করেছেন।
পরীমনির সব তথ্য একসাথে একনজরেঃ
পূর্ণনামঃ পরীমনি
অন্যনামঃ পরী, স্মৃতি
জন্মস্থানঃ নড়াইল,বরিশাল
জন্ম তারিখঃ ২৪ অক্টোবর, ১৯৯২
বাসস্থানঃ ঢাকা
পেশাঃ অভিনেত্রী এবং মডেল
কর্মক্ষেত্রঃ বিএফডিসি
Image result for porimoni
পরীমনি অভিনিত সিনেমার তালিকাঃ
ক্রমিক সিনেমার নাম সহশিল্পী পরিচালক মুক্তিসাল
০১ ভালবাসা সীমাহীন জায়েদ খান,মিলন শাহ আলম মন্ডল ২০১৪
০২ পাগলা দিওয়ানা শাহ রিয়াজ ওয়াজেদ আলী সুমন ২০১৪
০৩ আরো ভালবাসব তোমায় শাকিব খান এস এ হক অলিক নির্মাণাধীন
০৪ রানা প্লাজা সাইমন নজরুল ইসলাম খান নির্মাণাধীন
০৫ ধুমকেতু শাকিব খান শফিক হাসান নির্মাণাধীন
০৬ ইনোসেন্ট লাভ জেফ অপূর্ব রানা নির্মাণাধীন
০৭ মহুয়া সুন্দরী সুমিত রওশন আরা নিপা নির্মাণাধীন
০৮ লাভার নাম্বার ওয়ান বাপ্পি ফারুক ওমর নির্মাণাধীন
০৯ পুড়ে যায় মন সাইমন অপূর্ব রানা নির্মাণাধীন
১০ নগর মাস্তান জায়েদ খান,শাহরিয়াজ রকিবুল আলম রকিব নির্মাণাধীন
১১ আমার প্রেম আমার প্রিয়া আরজু শামীমুল ইসলাম শামীম নির্মাণাধীন
১২ নদীর বুকে চাঁদ সাইমন সাখাওয়াত হোসেন নির্মাণাধীন
১৩ দুনিয়া কাঁপানো প্রেম বাপ্পি নজরুল ইসলাম খান নির্মাণাধীন
১৪ দরদিয়া আরেফিন শুভ ওয়াজেদ আলী সুমন নির্মাণাধীন
Share:

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

অবিবাহিতা মেয়ে কিভাবে চিনবেন দেখে নিন এখনই !!


পরিবর্তন মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। জন্মের পর কৈশোরে পদার্পন থেকে বিয়ের আগ পর্যন্ত একটামেয়ের শারীরিক গঠন যেরকম থাকে বিয়ের পরে সেটা আর সেরকম থাকে না।
শারীরিক প্রয়োজনেই পরিবর্তন হয়ে যায় সব। বিয়ের আগে অনেক পুরুষই কুমারী মেয়ে চেনা নিয়ে উদ্বেগে থাকেন। অনেকে আবার অক্ষতযোনী মেয়ে না পেলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলেন।
তাদের অবগতির জন্য আমাদের আজকের আয়োজন।আগেই বলে রাখি কুমারী মেয়ে চেনার জন্য সাধারণত তেমন কোন লক্ষণ নেই। তবে মেয়েদের যোনী এবং স্তন দেখে মোটামুটি কমারী মেয়ে চেনা যায়। তবে অনেক মেয়ের বংশগতভাবেই স্তন বড় থাকে। এমনও ঘটনা দেখা গেছে যে, একটি মেয়ের স্তন বেশ বড়, কিন্তু কোন ছেলেকে চুম্বন করা তো দূরের কথা, কখনো হস্তমৈথুন এবং সেক্স পর্যন্ত করেনি। তার মানে কী এই দাড়াঁবে যে, মেয়েটি কুমারীত্ব হারিয়েছে? মোটেই নয়। আবার এমনও ঘটনা রয়েছে যে, কোন মেয়ে তার জীবনে প্রথম সেক্স করেছে, কিন্তু কোন রক্তপাত হয়নি। তার মানে কিন্তু এই নয় যে, আপনার আগে কোন পুরুষ তার কুমারীত্ব নিয়েছে। তবে আসলেই কুমারী মেয়ে চেনার তেমন কোন লক্ষণ নেই।
Share:

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

‘এক্সট্রা’ শিল্পীদের জন্য পরীর কোরবানি দেখে নিন বিস্তারিত!!!.....

কোরবানি নিয়ে ব্যস্ততা চলছে ঢালিউডের তারকাদের। এরই মধ্যে অনেকে দেশের বাড়িতে চলে গেছেন, পশু কোরবানি করে পরিচিত আত্মীয়দের নিয়ে আনন্দ করছেন। ব্যতিক্রম নায়িকা পরী মণি। গতকাল নিজে গরুর হাটে গিয়ে কোরবানির পশু কিনলেন। আজ ঈদের দিন সকাল ১০টায় গরু নিয়ে বিএফডিসিতে চলে এলেন। সেখানে যাঁরা ‘এক্সট্রা’ নামে পরিচিত, সেই সহকারী শিল্পীদের সঙ্গে নিয়ে কোরবানি তদারকি করেছেন, বিলিয়েছেন মাংস। পরী মণির এমন ঈদ উদযাপনে খুশি বিএফডিসির অবহেলিত সহকারী শিল্পীরা, যাঁরা চিরকাল ‘অতিরিক্ত’ নামেই পরিচিত।
১৯৭৮ সাল থেকে এফডিসিতে সহশিল্পী হিসেবে কাজ করেন মর্জিনা। মাংস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন খুশিমুখে। এনটিভি অনলাইনকে বললেন, ‘প্রায় ত্রিশ বছর আগে, অভিনেতা রাজীব সাহেব বেঁচে থাকতে কোনো এক সমিতি আমাদের জন্য গরু কোরবানি দিয়েছিল। এরপর আর কেউ আমাদের জন্য কোরবানি দেয়নি। গতকাল শুনলাম নায়িকা পরী মণি আমাদের জন্য কোরবানি দেবেন এফডিসিতে। শুনে প্রথমে বিশ্বাস করিনি। পরে খবর নিয়ে জানলাম সত্যি আমাদের জন্য কোরবানি দিচ্ছেন। অনেক আনন্দ পাচ্ছি। আল্লাহ তাঁকে অনেক বড় করুক।’
এফডিসিতে কোরবানি না হলে কোথা থেকে মাংস পেতেন জানতে চাইলে মর্জিনা বলেন, ‘আমরা এফডিসিতে কাজ করি, টাকা না থাকলেও মান-ইজ্জত আছে। কারো বাসায় গিয়ে মাংস চাইতে পারি না। আশপাশের মানুষ যারা থাকে, তাদের অধিকাংশই কোরবানি দিতে পারে না। তার পরও দিন শেষে দেখা যায় এক-দুই কেজি মাংস আশপাশে থেকে চলে আসে। আর যদি না আসে তা হলে ঢাকার কিছু জায়গা আছে যেখানে সন্ধ্যার দিকে টুকাইন্না (সারা দিন বিভিন্ন বাসা থেকে সংগ্রহ করা মাংস) মাংস বিক্রি হয় কম দামে। সেখান থেকে রাতে কিনে আনি।’
গরু কোরবানি দেন এফডিসি মসজিদের ইমাম মাওলানা ইসহাক। তিনি বলেন, ‘মসজিদ খালি ফেলে তো আর বাড়ি যেতে পারি না। এ কারণে এখানেই ঈদ করছি। সকালেই আমাকে একজন গিয়ে বলল, কোরবানি দেওয়া লাগবে। প্রথমে বুঝতে পারিনি, পরে এসে দেখলাম একজন নায়িকা দুঃস্থ শিল্পীদের জন্য এই কোরবানি দিচ্ছেন। আমার অনেক ভালো লাগল বাবা। ১৯৬৭ সাল থেকে এখানে কাজ করছি। মনে পড়ে না শেষ কবে এফডিসিতে কোরবানি দিয়েছি। ৩০-৩৫ বছর আগে কে যেন কোরবানি দিয়েছিল মনে নেই।’
নায়িকা পরী মণি বলেন, ‘আমি প্রতিবছরই কোরবানির ঈদ নানুবাড়িতে করি। সেখানে যাঁরা আমাকে বুকেপিঠে করে মানুষ করেছেন, তাঁরা আমার জন্য অপেক্ষা করেন। এখন যেহেতু চলচ্চিত্রের অবস্থা ভালো নয়, তাই অনেক শিল্পী-কলাকুশলীর কোরবানি দেওয়ার মতো অবস্থা নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এবারের কোরবানির ঈদটা আমি এফডিসিতে করব। যাঁরা কোরবানি দিতে পারেননি, তাঁদের জন্যই এই কোরবানি দেওয়া।’
পরী আরো বলেন, ‘আমি কখনো কোরবানি দেখতে পারতাম না। ভয় করত। আজকেই জীবনের প্রথম কোরবানি দেখলাম। একদমই ভয় করেনি, মনে একধরনের আনন্দ কাজ করছে। এই ঈদটা আমার সার্থক হলো মনে হচ্ছে।’








Share:

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

জীবন বাস্তবতায় হাড়িয়ে যাওয়ার গল্প !! বিস্তারিত দেখে নিন এখনই..............

প্রজাপতির মতো বৃষ্টিতে ভিজতে ভিজতে তুমি যখন এসে বসলে আমার বিছানায়। তখন বুনো অন্ধকার ধীরে ধীরে লুকিয়ে পড়লো তোমার আগমনে। বাতাসে ছড়িয়ে পড়লো তোমার শুভ্রতা। ততক্ষনে আমার হৃদয়ের সমস্ত স্পন্ধন হাড়িয়ে গেল তোমায় দেখে। তোমার শরীর বেয়ে ঝির ঝির বৃষ্টি ঝড়ছে। আমি বললাম সেকে নাও তোমার শরীর।
প্রজাপতির মতন বৃষ্টিতে ভিজতে ভিজতে তুমি যখন এসে দাড়ালে আমার সামনে। তখন বুনো  অন্ধকার ধীরে ধীরে লুকিয়ে
পড়লো তোমার আগমনে। বাতাসে ছড়িয়ে পড়লো তোমার শুভ্রতা। ততক্ষনে আমার হৃদয়ের সমস্ত স্পন্ধন
হাড়িয়ে গেল তোমায় দেখে। তোমার শরীর বেয়ে ঝিরঝির বৃষ্টি ঝড়ছে।
আমি বললাম সেকেনাও তোমার শরীর। তুমি বললে না লাগবে না। আমি বললাম এখোনো পুষিয়ে রেখেছো সেই চাপা রাগগুলো? তুমি মুচকি হেসে বললে এখোনো মনে আছে ? আমি তোমার সেই প্রিয় গানের দুই কলি গেয়ে উঠলাম। তোমার মনে পড়লো হাড়ানো দিনের সেই ছেড়া-ফাটা দিন গুলো। যা তুমি কখোনো কল্পনাও করোনি। আমি বললাম থেকে যাও। তুমি বললে যে যাবার সে যায়, ফিরে আসে না।
প্রজাপতির মতো উড়তে উড়তে তমি চলে গেলে অন্য কোথাও। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম তোমার পথের পানে।
আবার কবে তুমি আসবে আমার আকাশে। এক পশলা বৃষ্টি হয়ে...


Share:

গোল্ডেন এলিগেন্ট মেকআপ করবেন যেভাবে দেখে নিন আর নিজেই করুন বাড়িতে বসেই !!!

ধাপ : ১
প্রথমে হাতের ওপর সামান্য লিকুইড ফাউন্ডেশন নিয়ে একটি থিক ব্রাশ দিয়ে পুরো মুখে ভালোভাবে ব্লেন্ড করে দিন। ব্রাশ দিয়ে এমনভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করে দিন যাতে ত্বকের সঙ্গে মিশে যায়। নিজেই নিজের মেকওভার করেছেন ফারনাজ আলম।
এন টিভি থেকে নেওয়া ।
Share:

ইদের ছুটিতে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখলেন মিম !!!


জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঈদের ছুটিতে সপরিবার অস্ট্রেলিয়ায় ঘুরতে গিয়েছিলেন গত ৩০ আগস্ট। আগামী ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সফর শেষ করে ঢাকায় ফিরবেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন মিম।
Share:

আমাদের সেই চির চেনা মুখ পরিচিতো পরিমনি দেখে নিন তার অবাক জীবন কাহিনী !!!

খনো ভাবিনি সিনেমায় অভিনয় করব। নাটকে কাজ করছিলাম। তা নিয়েই সন্তুষ্ট ছিলাম। নাটকে কাজ করতে গিয়ে চম্পা (এক সময়ের জনপ্রিয় নায়িকা চম্পা) ম্যাডামের সঙ্গে পরিচয়। শুটিংয়ের ফাঁকে প্রায়ই তিনি আমাকে নায়িকা হওয়ার কথা বলতেন। অনেক উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। প্রতিনিয়ত তাঁর বলা কথাগুলো আমাকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখায়। আমিও আত্মবিশ্বাসী হয়ে উঠি।’ কথাগুলো এ সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণির।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত ‘আরো ভালোবাসবো তোমায়’র মহরত অনুষ্ঠানে এসব কথা বলেন পরীমণি। এস এ হক অলীকের নতুন এই ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে ছবিতে জুটি হলেন পরীমণি।
ঢাকাই চলচ্চিত্রে এখনো পরীমণির অভিষেক ঘটেনি। মুক্তি পায়নি তাঁর কোনো ছবি। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি যে, তিনি এরই মধ্যে অভিনয় করে ফেলেছেন ১৩টি ছবিতে। চুক্তিবদ্ধ হয়েছেন ১৭টির বেশি ছবিতে, সংখ্যাটি জানিয়েছেন পরীমণি নিজেই।
পরীমণি বললেন, ‘এখনো কোনো ছবি মুক্তি না পেলেও বিষয়টি নিয়ে আমি মোটেও বিচলিত নই। আমার কাজ হচ্ছে অভিনয় করা। আমি তা মন দিয়েই করে যাচ্ছি। আমি মনে করি, ছবিতে যখন কাজ করছি কোনো না কোনো একদিন সেগুলো আলোর মুখ দেখবেই। কাজ করতে করতে আমি চলচ্চিত্রের প্রেমে পড়ে গেছি। এখন আর চাইলেও এ মাধ্যম থেকে বের হতে পারব না। কেউ যদি আমাকে চলচ্চিত্রজগৎ​ থেকে বের করেও দিতে চান, তাও আমি এ জগৎ​কেই আঁকড়ে ধরে থাকতে চাই। মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর।’
পরীমণি অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। ছবি দুটি হচ্ছে ওয়াজেদ সুমনের ‘পাগলা দিওয়ানা’ এবং শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’। এরই মধ্যে ‘পাগলা দিওয়ানা’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ৩ এপ্রিল ছবিটি মুক্তির তারিখও চূড়ান্ত হয়েছে। পরীমণি বললেন, ‘কিছু ছবির কাজ একেবারেই শেষ। এখন সেগুলো একে একে জমা পড়বে সেন্সরে। অন্যদিকে বাকি ছবিগুলোর কাজ একে একে শেষ করছি।’
Share:

শীতের রাতে গোপাল ভাঁড়ের সাথে রাজার কি কথা হয়ে ছিল দেখে নিন এখনই!!!

একদিন রাজা ও গোপাল  বসে আছেন তখন রাজা বললেন, শীতের রাতে কেউ কি সারা রাত এই পুকুরে গলাজলে ডুবে থাকতে পারবে? যদি কেউ পারে, আমি তাকে অনেক টাকাপয়সা, ধনরত্ন পুরস্কার দেব।
এক ছিল গরিব দুঃখী মানুষ। সে বলল, আমি পারব।
সে মাঘ মাসের তীব্র শীতে সারা রাত পুকুরের জলে গলা ডুবিয়ে দাঁড়িয়ে রইল। ভোরের বেলা সে উঠল জল থেকে।
রাজার কাছে গিয়ে সে বলল, আমি সারা রাত পুকুরের জলে ছিলাম। আপনার সান্ত্রী-সেপাই সাক্ষী। এবার আমার পুরস্কার দিন।
রাজা বললেন, সেকি, তুমি কেমন করে এটা পারলে!
গরিব লোকটা বলল, আমি জলে সারা রাত দাঁড়িয়ে রইলাম। দূরে, অনেক দূরে এক গৃহস্থ বাড়িতে আলো জ্বলছে। আমি সেই দিকে তাকিয়ে রইলাম। সারা রাত কেটে গেল।
মন্ত্রী বলল, পাওয়া গেছে। এই যে দূরের প্রদীপের আলোর দিকে ও তাকিয়ে ছিল, ওই প্রদীপ থেকে তাপ এসে তার গায়ে লেগেছে। তাই তার পক্ষে সম্ভব হয়েছে এই শীতেও ওই পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে রেখে দাঁড়িয়ে থাকা।
রাজা বললেন, তাই তো! তাহলে তো তুমি আর পুরস্কার পাও না। যাও। বিদায় হও।
গরিব লোকটা কাঁদতে কাঁদতে বিদায় নিল। সে গেল গোপাল ভাঁড়ের কাছে। অনুযোগ জানাল তাঁর কাছে। সব শুনলেন গোপাল ভাঁড়।
তার পর গোপাল ভাঁড় বললেন, ঠিক আছে, তুমি ন্যায়বিচার পাবে।
গোপাল ভাঁড় নিমন্ত্রণ করলেন রাজাকে, দুপুরে খাওয়াবেন। রাজা এলেন গোপাল ভাঁড়ের বাড়ি। গোপাল ভাঁড় বললেন :
আসুন আসুন। আর সামান্যই আছে রান্নার বাকি। কী রাঁধছি দেখবেন, চলুন।
গোপাল ভাঁড় রাজাকে নিয়ে গেলেন বাড়ির পেছনে। সেখানে একটা তালগাছের ওপর একটা হাঁড়ি বাঁধা আর নিচে একটা আগুন জ্বালানো।
গোপাল ভাঁড় বললেন, ওই যে হাঁড়ি, ওটাতে জল, চাল, ডাল, নুন সব দেওয়া আছে। এই তো খিচুড়ি হয়ে এলো বলে। শিগগিরই আপনাদের গরম গরম খিচুড়ি খাওয়াচ্ছি।
রাজা বললেন, তোমার বাড়িতে নিমন্ত্রণ খাব বলে সকাল থেকে তেমন কিছু খাইনি। খিদেয় পেট চোঁ চোঁ করছে। এখন এই রসিকতা ভালো লাগে!
রসিকতা কেন, রান্না হয়ে এলো বলে।
রাজা বললেন, তোমার ওই খিচুড়ি জীবনেও হবে না, আমার আর খাওয়াও হবে না। চলো মন্ত্রী, ফিরে যাই।
গোপাল বললেন, মহারাজ, কেন খিচুড়ি হবে না। দূরে গৃহস্থবাড়িতে জ্বালানো প্রদীপের আলো যদি পুকুরের জলে ডুবে থাকা গরিব প্রজার গায়ে তাপ দিতে পারে, এই প্রদীপ তো হাঁড়ির অনেক কাছে। নিশ্চয়ই খিচুড়ি হবে।
রাজা তার ভুল বুঝতে পারলেন। বললেন, আচ্ছা পাঠিয়ে দিও তোমার ওই গরিব প্রজাকে। ওর প্রতি আসলেই অন্যায় করা হয়েছে। ওকে দুগুণ পুরস্কার দেব।
সে তো আপনি দেবেনই। আমি জানতাম। আসুন, ঘরে আসুন। দুপুরের খাওয়া প্রস্তুত।
তার পর রাজা সত্যি সত্যি গরিব লোকটাকে অনেক পুরস্কার দিয়েছিলেন।
(সংগৃহীত)
Share:

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

পরীর সঙ্গে প্রথম প্রেম করতে চেয়েছিলামঃ আনন্দ খালেদ !!!

অভিনেতা আনন্দ খালেদ।
জনপ্রিয় টিভি অভিনেতা  আনন্দ খালেদ প্রথম অভিনয় করেছিলেন মঞ্চ নাটকে। তবে এখন মঞ্চ নাটকে তাঁর উপস্থিতি একেবারেই নেই। এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে প্রথম অভিনীত নাটকের  কথা ছাড়াও জীবনের উল্লেখযোগ্য প্রথম অনেক ঘটনার কথা বলেছেন আনন্দ খালেদ।
প্রথম  স্কুল : উইলস  লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। ঢাকার কাকরাইলে স্কুলটি অবস্থিত।
প্রথম শিক্ষক : লিন্ডা ম্যাম। খুবই চমৎকার একজন মানুষ।  ম্যামের হাতের লেখা অনেক সুন্দর ছিল। কিন্তু ছাত্র  হিসেবে  আমি  অনেক গাধা ছিলাম। ছোটবেলায় পড়াশোনায় মনোযোগ ছিল কম ।
প্রথম অভিনীত নাটক : গাজী  রাকায়েতের নির্দেশনায়  প্রথম  মঞ্চ নাটকে অভিনয় করেছিলাম। নাটকের নাম ছিল  ‘জন্মসূত্র’। ভাগ্যক্রমে  নাটকটির প্রধান একটি চরিত্রে অভিনয় করার সুযোগ আমার হয়েছিল।  একটি  যুদ্ধ শিশুর কাহিনী নিয়ে নাটকটির গল্পটি তৈরি হয়েছিল।  কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ। আর প্রথম টিভি নাটকের নাম ছিল ‘আংশিক সাদা কালো’। নাটকটি পরিচালনা করেছিলেন সায়েম জাফরি। এখন টিভি নাটক নিয়েই বেশি ব্যস্ত।  মঞ্চ  নাটক আর করা হয়নি।
প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা : খুব বেশি  নাভার্স ছিলাম। আমার  এখনো স্পষ্ট মনে আছে, নাটকের শুটিংয়ের সময় আমি মাস্টার শট দিতে পারলেও ক্লোজ শট  ঠিকমতো দিতে পারিনি। বার বার এনজি শট হয়েছিল।  অনেক কষ্টে  শুটিং শেষ করেছিলাম।  খুব ভয়াবহ ছিল সেই অভিজ্ঞতা।
প্রথম  পারিশ্রমিক : কলেজে  পড়ার সময়  টিউশনি করে প্রথম পারিশ্রমিক পেয়েছিলাম দুই হাজার টাকা। প্রথম পারিশ্রমিক পাওয়ার আনন্দ আজো ভুলতে পারিনি।  সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে চটপটি ও ফুচকা খেয়েছি। খাওয়া শেষে অনেক ঘুরেছি সবাই মিলে।
প্রথম পড়া বই : আমি ছোটবেলায় বইয়ের পোকা ছিলাম। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের বইগুলো প্রথম পড়েছিলাম। এ ছাড়া  অনেক  বিখ্যাত লেখকের বইও আমি পড়েছি।
প্রথম প্রেম : পরীর সঙ্গে প্রথম প্রেম করতে চেয়েছিলাম। মানে, আমি যে মেয়েটাকে ভালোবাসতাম সেই মেয়েটা একদম পরীর মতো দেখতে ছিল। ক্লাস এইটে পড়ার সময় মেয়েটির প্রেমে পড়েছিলাম আমি। ওর জন্য প্রেমপত্রও লিখেছিলাম। কিন্তু মেয়েটির বড় ভাইয়ের ভয়ে তাঁকে কখনো সেই চিঠিগুলো দেওয়া হয়নি। আমাদের বাড়ির পাশে ইস্কাটনের গলিতে মেয়েটির বাসা ছিল। মেয়েটির নাম আমার এখনো মনে আছে কিন্তু এখন সেটা আর বলতে চাই না। সে এখন কোথায় আছে সেটাও জানি না। তবে এটুকু বলতে পারি সেই মেয়েটিই ছিল আমার জীবনের প্রথম প্রেম।
প্রথম অভিনীত চলচ্চিত্র : শিহাব শাহীন পরিচালিত চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। ছবির নায়ক আরিফিন শুভর বন্ধু ছিলাম আমি। ছবিটিতে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছিলাম। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো রোমান্টিক একটি ছবি ‘ছুঁয়ে দিলে মন’।
Share:

নতুন ছবিতে জুটি বাঁধছেন আরফিন শুভ-তানহা তাসনিয়া !!!

নায়ক আরিফিন শুভ ও নায়িকা তানহা তাসনিয়া প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন নতুন ছবিতে। জাকির হোসেন রাজু পরিচালিত ‌‘ভালো থেকো’ নামে ওই ছবির মহরত অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর, বিএফডিসির ৮ নম্বর শুটিং ফ্লোরে।
জাকির হোসেন রাজুরই আরেকটি ছবি ‘প্রেমী ও প্রেমী’ ছবির কাজও শেষ হচ্ছে এ মাসেরই ২৪ তারিখ। এতেও নায়ক হিসেবে কাজ করেছেন আরিফিন শুভ। এই ছবির কাজ শেষ করেই নতুন ‌‘ভালো থেকো’ ছবির কাজ ধরবেন বলে জানিয়েছেন পরিচালক।
নতুন ছবিতে কাজ করা প্রসঙ্গে নায়িকা তানহা এনটিভি অনলাইনকে বলেন, “আমার অনেক ভালো লাগছে যে শুভ ভাইয়ের সঙ্গে কাজ করছি। গতকাল আমরা ছবির জন্য একটা ফটোশুটে অংশ নিয়েছি। শুভ ভাইয়ের ব্যবহারে আমি মুগ্ধ। উনি অনেক সহযোগিতা করেন, অনেক জলি মাইন্ডের একজন মানুষ। তারচেয়ে বড় পাওয়া আমি চলচ্চিত্রে দুজন তারকার ফ্যান—একজন শাকিব খান, আরেকজন আরিফিন শুভ। শাকিব ভাইয়ের সঙ্গে এরই মধ্যে ‘ধূমকেতু’ নামে একটি ছবিতে কাজ করেছি। ছবির সিক্যুয়েন্সের শুটিং শেষ। বাকি আছে শুধু তিনটি রোমান্টিক গান। এর পরই শুভ ভাইয়ের সঙ্গে কাজ করছি। এটা আমার অনেক বড় পাওয়া।”
‘ভালো থেকো’ ছবি নিয়ে তানহা আরো বলেন, “চলতি মাসেই ছবির শুটিং করার কথা রয়েছে। তবে কবে থেকে শুটিং শুরু হবে, ঠিক তারিখ বলতে পারছি না। কারণ, ছবির পরিচালক রাজু স্যার বর্তমানে শুভ ভাইকে নিয়ে ‘প্রেমী ও প্রেমী’ নামে একটি ছবি নির্মাণ করছেন। সেটি শেষ না করে তিনি নতুন ছবি শুরু করবেন না বলে জানিয়েছেন।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে পরিচালক জাকির হোসের রাজু এনটিভি অনলাইনকে বলেন, “আমি আগামী ২১ থেকে ২৪ তারিখ, এই চার দিন ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং করব। এরই মধ্য দিয়ে এই ছবির শুটিং শেষ হবে। আর ২০ তারিখ নতুন ছবি ‘ভালো থেকো’র মহরত করব। তবে শুটিং শুরু করব মাসের শেষে। কারণ, নায়ক শুভ এখন যে লুক নিয়ে ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে কাজ করছে, সেই লুক পরিবর্তন করে নতুন একটা লুকে দর্শকের সামনে হাজির করতে চাই। ২৬ তারিখ থেকে ‘ভালো থেকো’ ছবির শুটিং শুরু করার চিন্তা রয়েছে।”    
টাইগার মিডিয়া প্রযোজিত এই ছবির শুটিং বাংলাদেশ ও মালয়েশিয়ায় করা হবে। আগামী বছর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বি,দ্রঃ আরও সুন্দর ও নুতন পোষ্ট পেতে আমাদের সাথে খাকুন !!!
Share:

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬

‘কাউকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবি না’


Share:

নোমানী ময়দানে সাকিব ঈদের নামাজ !!!


উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ মঙ্গলবার মাগুরায় পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ঈদ জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন।
 
এ ছাড়াও এ সময়ে জেলা প্রশাসক মাহবুবর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলার সর্বস্তরের মানুষ এখানে নামাজ আদায় করেন। ঈদের নামাজ পরিচালনা করেন জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. রইস উদ্দিন।
 
এর পর একে একে শহরের জজ কোর্ট মসজিদ, ভায়না এতিমখানা, পিটিআই, পূর্বপাড়া, পরলা, পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী, শিবরামপুর, দরি মাগুরা এতিমখানা, পৌর গোরস্থান মসজিদ, নতুন বাজার দারুল কোরআন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 
ঈদ জামাতে মুসল্লিরা মানব কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির শান্তি এবং মঙ্গল কমানায় মহান আল্লাহতালার কাছে দু’হাত তুলে মোনাজাত করেন।
 
ক্রিকেটার সাকিব আল হাসান কোরবানীর ঈদ করতে স্ত্রী-কন্যাকে নিয়ে মাগুরায় এসেছেন। নোমানী ময়দানে ঈদের নামাজ পড়ে সাকিব শহরের কেশব মোড়ের বাড়িতে ফিরে পশু কোবানীতে শরিক হন।  সাকিবের বাবা মাসরুর রেজা জানান, সাকিব এবার দুটি গরু কোরবানী দিয়েছেন। কোরবানীর জন্য কুষ্টিয়া থেকে ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে দুটি গরু কিনেছে। পাশাপাশি তিনি ৫০ হাজার টাকায় কেনা ৪টি ছাগল কোরবানী দিয়েছেন।
 
গত ৯ সেপ্টেম্বর সাকিব স্ত্রী ও কন্যাকে নিয়ে মাগুরায় আসেন। এবার তিনি মাগুরা শহরের কেশব মোড়ের নিজ বাড়িতে পরিবারের সাথে ঈদ করছেন। বাসস।
Share:

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

অবশেষে প্রকাশ্যে এলেন দীপিকার স্বামী!



বেশ কিছুদিন ধরে বলিউডের আলোচনার শীর্ষে সঞ্জয় লীলা বানসালির আগামী ছবি ‘পদ্মাবতী’। এই ছবিতে যে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং অভিনয় করছেন, তা তো চূড়ান্ত ছিলই। কিন্তু ছবিতে ‘পদ্মাবতী’র স্বামীর ভূমিকায় কে থাকছেন, তা নিয়ে চলছিল নানা অদল বদল।
এই চরিত্রের জন্য শোনা গিয়েছিল ফাওয়াদ খান ও শাহরুখ খানের নামও। তবে সব জল্পনা সরিয়ে এবার প্রকাশ্যে এল দীপিকার স্বামীর নাম। তিনি ‘উড়তা পাঞ্জাব’ খ্যাত শহীদ কাপুর। শোনা গেছে, বানসালির সঙ্গে শহীদের নাকি চুক্তিও হয়ে গেছে।
Share:

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

এবার ফারুকীর দুই সিনেমা !!


৩ জুন চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেললনে সিনেমা দুটির নাম ও অভিনয় শিল্পীদের পরিচয় করিয়ে দেন তিনি। এতে জানানো হয় ‘পিঁপড়া বিদ্যা’তে অভিনয় করছেন মুকিত জাকারিয়া, সাব্বির হাসান, নূর ইমরান মিঠু এবং ভারতের মডেল শীনা চৌহান প্রমুখ। ‘ডুবোশহর’-এ অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও মেহজাবীন চৌধুরী। চলচ্চিত্রটির অন্যান্য অভিনয় শিল্পীদের নাম এখনো চূড়ান্ত হয়নি।
সিনেমা দুটি সম্পর্কে ফারুকী বলেন, “পিঁপড়াবিদ্যা বর্তমান সময়ের গল্প যা মধ্যবিত্ত পরিবারের এক যুবকের আশা, না-পাওয়া, অবদমিত বিষণœতা, সীমাবদ্ধতা, লোভ ও লোভের পঙ্খিরাজের লাগামহীন বিচরণকে তুলে ধরবে। অন্যদিকে ‘ডুবোশহর’ চলচ্চিত্রে দেখা যাবে দুই উঠতি তরুণীর বন্ধুত্ব, তাদের প্রেম, প্রেমের নানা অলিগলি, পথের বাঁক ও বাঁক থেকে সামনে যাত্রা। এর আগে ২০১২ সালে চিত্রনাট্যটি ‘বিস্কুট রেস’ নামে ভারতের গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের ফিল্ম বাজার কো-প্রডাকশন মার্কেটে ২৬টি প্রজেক্টের সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কৃত হয় এবং দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কো-প্রডাকশন মার্কেটে অংশ নেয়।”
সিনেমা দুটির সিনেমাটোগ্রাফি করছেন গোলাম মওলা নবী, সম্পাদনা খালেদ মাহমুদ রাজন, লোগো ও পোস্টার করবেন তৌহিন হাসান। মিউজিক করবেন বেশ কয়েকজন মিউজিশিয়ান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিক্রয় ও বিপণন পরিচালক ইবনে হাসান খান প্রমুখ।
এবারের ঈদের বিশেষ অনুষ্ঠান সাজু সাবধান। সাজু খাদেমের পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা ও ছোটপর্দার আরেক অভিনেত্রী নওরিন আফরোজা।
মাছরাঙা টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালার জন্য তৈরি হচ্ছে 'সাজু সাবধান'। এর ভাবনা, পরিকল্পনা, পাণ্ডুলিপি সাজানোর ক্ষেত্রেও মুখ্য ভূমিকা রাখছেন সাজু খাদেম। এ আয়োজনের সমন্বয়কারী রুম্মান রশীদ খান।
নওরিন বলেন, সাজু সাবধান বেশ মজার একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গিয়ে সুবর্ণা ম্যাডামের সাক্ষাৎ পেয়েছি। অনেকগুলো গেমে অংশ নিয়েছি। সব মিলিয়ে ভালো লেগেছে। দর্শদেরও ভালো লাগবে।
জেড আই ফয়সাল ও মনিরুজ্জামান খানের প্রযোজনায় 'সাজু সাবধান' প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন, রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।
- See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2016/09/11/404481#sthash.YLohH8mq.dpuf
এক সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখন তাঁর নাম উঠেছে মাদক মামলায়। বলিউডের প্রাক্তন ডিভা মমতা কুলকার্নির দাবি তিনি যোগিনী এবং নির্দোষ। বর্তমানে কেনিয়ার মোম্বাসাতে রয়েছেন। সেখান থেকে এক ভিডিও টেপ বার্তায় মমতা কুলকার্নি বলেছেন, আমি একজন যোগিনী। গত ২০ বছর ধরে তিনি আধ্যাত্মিক জগত নিয়েই রয়েছি। আমি নির্দোষ। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে আমি আহত।
ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর কাছে মমতা কুলকার্নি চিঠি লিখে তাঁকে মাদক মামলায় টেনে আনার জন্য মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পাঠানো বার্তায় তিনি বলেছেন, আমি কখনই ভারতীয় আইনের অবমাননা করিনি। আমাকে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ও থানা পুলিশের যড়যন্ত্রের শিকার করা হচ্ছে।
সংবাদমাধ্যমের সামনে ভিডিও টেপ প্রকাশের সময় হাজির ছিলেন মমতা কুলকার্নির আইনি পরামর্শদাতা পারজেজ মেনন, নিউইয়র্কের ড্যানিয়েল আরশাক, কেনিয়ার ক্লিফ আম্বেটা, সুদীপ পাসবোলা এবং প্রাক্তন রাজ্যসভা সদস্য মজিদ মেমন।
আইনজীবীদের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই মমতা কুলকার্নিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তাঁরা বলেন, এই মামলার এক অভিযুক্ত জয় মুখী ইতিমধ্যেই তাঁর বয়ান থেকে পিছু হঠেছেন।
মেমনের দাবি, মামলার সাক্ষ্য খুবই দুর্বল এবং বিচারের পর্যায়েও যাবে না।
উল্লেখ্য, গত বছর ১৮ জুন থানে পুলিশ ২ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করার পর এই মামলায় নাম উঠে আসে মমতা কুলকার্নির। এই মামলায় অন্যতম অভিযুক্ত মমতা কুলকার্নির স্বামী তথা ব্যবসায়িক অংশীদার ভিকি গোস্বামী। থানা পুলিশ এই ঘটনায় সিবিআইয়ের দ্বারস্থ হয় এবং মমতা কুলকার্নি ও ভিকি গোস্বামীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করায়। পুলিশের দাবি, এই মাদক চক্রে মেক্সিকো ও কলম্বিয়ার মাদক পাচারকারীরাও যুক্ত।
- See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2016/09/11/404593#sthash.FTSowSeu.dpuf
আমি নির্দোষ, যোগিনী: মমতা কুলকার্নি

এক সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখন তাঁর নাম উঠেছে মাদক মামলায়। বলিউডের প্রাক্তন ডিভা মমতা কুলকার্নির দাবি তিনি যোগিনী এবং নির্দোষ। বর্তমানে কেনিয়ার মোম্বাসাতে রয়েছেন। সেখান থেকে এক ভিডিও টেপ বার্তায় মমতা কুলকার্নি বলেছেন, আমি একজন যোগিনী। গত ২০ বছর ধরে তিনি আধ্যাত্মিক জগত নিয়েই রয়েছি। আমি নির্দোষ। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে আমি আহত।
ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর কাছে মমতা কুলকার্নি চিঠি লিখে তাঁকে মাদক মামলায় টেনে আনার জন্য মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পাঠানো বার্তায় তিনি বলেছেন, আমি কখনই ভারতীয় আইনের অবমাননা করিনি। আমাকে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ও থানা পুলিশের যড়যন্ত্রের শিকার করা হচ্ছে।
সংবাদমাধ্যমের সামনে ভিডিও টেপ প্রকাশের সময় হাজির ছিলেন মমতা কুলকার্নির আইনি পরামর্শদাতা পারজেজ মেনন, নিউইয়র্কের ড্যানিয়েল আরশাক, কেনিয়ার ক্লিফ আম্বেটা, সুদীপ পাসবোলা এবং প্রাক্তন রাজ্যসভা সদস্য মজিদ মেমন।
আইনজীবীদের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই মমতা কুলকার্নিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তাঁরা বলেন, এই মামলার এক অভিযুক্ত জয় মুখী ইতিমধ্যেই তাঁর বয়ান থেকে পিছু হঠেছেন।
মেমনের দাবি, মামলার সাক্ষ্য খুবই দুর্বল এবং বিচারের পর্যায়েও যাবে না।
উল্লেখ্য, গত বছর ১৮ জুন থানে পুলিশ ২ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করার পর এই মামলায় নাম উঠে আসে মমতা কুলকার্নির। এই মামলায় অন্যতম অভিযুক্ত মমতা কুলকার্নির স্বামী তথা ব্যবসায়িক অংশীদার ভিকি গোস্বামী। থানা পুলিশ এই ঘটনায় সিবিআইয়ের দ্বারস্থ হয় এবং মমতা কুলকার্নি ও ভিকি গোস্বামীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করায়। পুলিশের দাবি, এই মাদক চক্রে মেক্সিকো ও কলম্বিয়ার মাদক পাচারকারীরাও যুক্ত।
- See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2016/09/11/404593#sthash.FTSowSeu.dpuf
এক সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখন তাঁর নাম উঠেছে মাদক মামলায়। বলিউডের প্রাক্তন ডিভা মমতা কুলকার্নির দাবি তিনি যোগিনী এবং নির্দোষ। বর্তমানে কেনিয়ার মোম্বাসাতে রয়েছেন। সেখান থেকে এক ভিডিও টেপ বার্তায় মমতা কুলকার্নি বলেছেন, আমি একজন যোগিনী। গত ২০ বছর ধরে তিনি আধ্যাত্মিক জগত নিয়েই রয়েছি। আমি নির্দোষ। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে আমি আহত।
ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর কাছে মমতা কুলকার্নি চিঠি লিখে তাঁকে মাদক মামলায় টেনে আনার জন্য মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পাঠানো বার্তায় তিনি বলেছেন, আমি কখনই ভারতীয় আইনের অবমাননা করিনি। আমাকে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ও থানা পুলিশের যড়যন্ত্রের শিকার করা হচ্ছে।
সংবাদমাধ্যমের সামনে ভিডিও টেপ প্রকাশের সময় হাজির ছিলেন মমতা কুলকার্নির আইনি পরামর্শদাতা পারজেজ মেনন, নিউইয়র্কের ড্যানিয়েল আরশাক, কেনিয়ার ক্লিফ আম্বেটা, সুদীপ পাসবোলা এবং প্রাক্তন রাজ্যসভা সদস্য মজিদ মেমন।
আইনজীবীদের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই মমতা কুলকার্নিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তাঁরা বলেন, এই মামলার এক অভিযুক্ত জয় মুখী ইতিমধ্যেই তাঁর বয়ান থেকে পিছু হঠেছেন।
মেমনের দাবি, মামলার সাক্ষ্য খুবই দুর্বল এবং বিচারের পর্যায়েও যাবে না।
উল্লেখ্য, গত বছর ১৮ জুন থানে পুলিশ ২ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করার পর এই মামলায় নাম উঠে আসে মমতা কুলকার্নির। এই মামলায় অন্যতম অভিযুক্ত মমতা কুলকার্নির স্বামী তথা ব্যবসায়িক অংশীদার ভিকি গোস্বামী। থানা পুলিশ এই ঘটনায় সিবিআইয়ের দ্বারস্থ হয় এবং মমতা কুলকার্নি ও ভিকি গোস্বামীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করায়। পুলিশের দাবি, এই মাদক চক্রে মেক্সিকো ও কলম্বিয়ার মাদক পাচারকারীরাও যুক্ত।
- See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2016/09/11/404593#sthash.aQStt2JV.dpuf
এক সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখন তাঁর নাম উঠেছে মাদক মামলায়। বলিউডের প্রাক্তন ডিভা মমতা কুলকার্নির দাবি তিনি যোগিনী এবং নির্দোষ। বর্তমানে কেনিয়ার মোম্বাসাতে রয়েছেন। সেখান থেকে এক ভিডিও টেপ বার্তায় মমতা কুলকার্নি বলেছেন, আমি একজন যোগিনী। গত ২০ বছর ধরে তিনি আধ্যাত্মিক জগত নিয়েই রয়েছি। আমি নির্দোষ। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে আমি আহত।
ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর কাছে মমতা কুলকার্নি চিঠি লিখে তাঁকে মাদক মামলায় টেনে আনার জন্য মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পাঠানো বার্তায় তিনি বলেছেন, আমি কখনই ভারতীয় আইনের অবমাননা করিনি। আমাকে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ও থানা পুলিশের যড়যন্ত্রের শিকার করা হচ্ছে।
সংবাদমাধ্যমের সামনে ভিডিও টেপ প্রকাশের সময় হাজির ছিলেন মমতা কুলকার্নির আইনি পরামর্শদাতা পারজেজ মেনন, নিউইয়র্কের ড্যানিয়েল আরশাক, কেনিয়ার ক্লিফ আম্বেটা, সুদীপ পাসবোলা এবং প্রাক্তন রাজ্যসভা সদস্য মজিদ মেমন।
আইনজীবীদের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই মমতা কুলকার্নিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তাঁরা বলেন, এই মামলার এক অভিযুক্ত জয় মুখী ইতিমধ্যেই তাঁর বয়ান থেকে পিছু হঠেছেন।
মেমনের দাবি, মামলার সাক্ষ্য খুবই দুর্বল এবং বিচারের পর্যায়েও যাবে না।
উল্লেখ্য, গত বছর ১৮ জুন থানে পুলিশ ২ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করার পর এই মামলায় নাম উঠে আসে মমতা কুলকার্নির। এই মামলায় অন্যতম অভিযুক্ত মমতা কুলকার্নির স্বামী তথা ব্যবসায়িক অংশীদার ভিকি গোস্বামী। থানা পুলিশ এই ঘটনায় সিবিআইয়ের দ্বারস্থ হয় এবং মমতা কুলকার্নি ও ভিকি গোস্বামীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করায়। পুলিশের দাবি, এই মাদক চক্রে মেক্সিকো ও কলম্বিয়ার মাদক পাচারকারীরাও যুক্ত।
- See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2016/09/11/404593#sthash.aQStt2JV.dpuf
এক সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখন তাঁর নাম উঠেছে মাদক মামলায়। বলিউডের প্রাক্তন ডিভা মমতা কুলকার্নির দাবি তিনি যোগিনী এবং নির্দোষ। বর্তমানে কেনিয়ার মোম্বাসাতে রয়েছেন। সেখান থেকে এক ভিডিও টেপ বার্তায় মমতা কুলকার্নি বলেছেন, আমি একজন যোগিনী। গত ২০ বছর ধরে তিনি আধ্যাত্মিক জগত নিয়েই রয়েছি। আমি নির্দোষ। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে আমি আহত।
ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর কাছে মমতা কুলকার্নি চিঠি লিখে তাঁকে মাদক মামলায় টেনে আনার জন্য মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পাঠানো বার্তায় তিনি বলেছেন, আমি কখনই ভারতীয় আইনের অবমাননা করিনি। আমাকে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ও থানা পুলিশের যড়যন্ত্রের শিকার করা হচ্ছে।
সংবাদমাধ্যমের সামনে ভিডিও টেপ প্রকাশের সময় হাজির ছিলেন মমতা কুলকার্নির আইনি পরামর্শদাতা পারজেজ মেনন, নিউইয়র্কের ড্যানিয়েল আরশাক, কেনিয়ার ক্লিফ আম্বেটা, সুদীপ পাসবোলা এবং প্রাক্তন রাজ্যসভা সদস্য মজিদ মেমন।
আইনজীবীদের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই মমতা কুলকার্নিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তাঁরা বলেন, এই মামলার এক অভিযুক্ত জয় মুখী ইতিমধ্যেই তাঁর বয়ান থেকে পিছু হঠেছেন।
মেমনের দাবি, মামলার সাক্ষ্য খুবই দুর্বল এবং বিচারের পর্যায়েও যাবে না।
উল্লেখ্য, গত বছর ১৮ জুন থানে পুলিশ ২ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করার পর এই মামলায় নাম উঠে আসে মমতা কুলকার্নির। এই মামলায় অন্যতম অভিযুক্ত মমতা কুলকার্নির স্বামী তথা ব্যবসায়িক অংশীদার ভিকি গোস্বামী। থানা পুলিশ এই ঘটনায় সিবিআইয়ের দ্বারস্থ হয় এবং মমতা কুলকার্নি ও ভিকি গোস্বামীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করায়। পুলিশের দাবি, এই মাদক চক্রে মেক্সিকো ও কলম্বিয়ার মাদক পাচারকারীরাও যুক্ত।
- See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2016/09/11/404593#sthash.aQStt2JV.dpuf
এক সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখন তাঁর নাম উঠেছে মাদক মামলায়। বলিউডের প্রাক্তন ডিভা মমতা কুলকার্নির দাবি তিনি যোগিনী এবং নির্দোষ। বর্তমানে কেনিয়ার মোম্বাসাতে রয়েছেন। সেখান থেকে এক ভিডিও টেপ বার্তায় মমতা কুলকার্নি বলেছেন, আমি একজন যোগিনী। গত ২০ বছর ধরে তিনি আধ্যাত্মিক জগত নিয়েই রয়েছি। আমি নির্দোষ। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে আমি আহত।
ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর কাছে মমতা কুলকার্নি চিঠি লিখে তাঁকে মাদক মামলায় টেনে আনার জন্য মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পাঠানো বার্তায় তিনি বলেছেন, আমি কখনই ভারতীয় আইনের অবমাননা করিনি। আমাকে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ও থানা পুলিশের যড়যন্ত্রের শিকার করা হচ্ছে।
সংবাদমাধ্যমের সামনে ভিডিও টেপ প্রকাশের সময় হাজির ছিলেন মমতা কুলকার্নির আইনি পরামর্শদাতা পারজেজ মেনন, নিউইয়র্কের ড্যানিয়েল আরশাক, কেনিয়ার ক্লিফ আম্বেটা, সুদীপ পাসবোলা এবং প্রাক্তন রাজ্যসভা সদস্য মজিদ মেমন।
আইনজীবীদের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই মমতা কুলকার্নিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তাঁরা বলেন, এই মামলার এক অভিযুক্ত জয় মুখী ইতিমধ্যেই তাঁর বয়ান থেকে পিছু হঠেছেন।
মেমনের দাবি, মামলার সাক্ষ্য খুবই দুর্বল এবং বিচারের পর্যায়েও যাবে না।
উল্লেখ্য, গত বছর ১৮ জুন থানে পুলিশ ২ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করার পর এই মামলায় নাম উঠে আসে মমতা কুলকার্নির। এই মামলায় অন্যতম অভিযুক্ত মমতা কুলকার্নির স্বামী তথা ব্যবসায়িক অংশীদার ভিকি গোস্বামী। থানা পুলিশ এই ঘটনায় সিবিআইয়ের দ্বারস্থ হয় এবং মমতা কুলকার্নি ও ভিকি গোস্বামীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করায়। পুলিশের দাবি, এই মাদক চক্রে মেক্সিকো ও কলম্বিয়ার মাদক পাচারকারীরাও যুক্ত।
- See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2016/09/11/404593#sthash.aQStt2JV.dpuf
এক সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখন তাঁর নাম উঠেছে মাদক মামলায়। বলিউডের প্রাক্তন ডিভা মমতা কুলকার্নির দাবি তিনি যোগিনী এবং নির্দোষ। বর্তমানে কেনিয়ার মোম্বাসাতে রয়েছেন। সেখান থেকে এক ভিডিও টেপ বার্তায় মমতা কুলকার্নি বলেছেন, আমি একজন যোগিনী। গত ২০ বছর ধরে তিনি আধ্যাত্মিক জগত নিয়েই রয়েছি। আমি নির্দোষ। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে আমি আহত।
ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর কাছে মমতা কুলকার্নি চিঠি লিখে তাঁকে মাদক মামলায় টেনে আনার জন্য মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পাঠানো বার্তায় তিনি বলেছেন, আমি কখনই ভারতীয় আইনের অবমাননা করিনি। আমাকে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ও থানা পুলিশের যড়যন্ত্রের শিকার করা হচ্ছে।
সংবাদমাধ্যমের সামনে ভিডিও টেপ প্রকাশের সময় হাজির ছিলেন মমতা কুলকার্নির আইনি পরামর্শদাতা পারজেজ মেনন, নিউইয়র্কের ড্যানিয়েল আরশাক, কেনিয়ার ক্লিফ আম্বেটা, সুদীপ পাসবোলা এবং প্রাক্তন রাজ্যসভা সদস্য মজিদ মেমন।
আইনজীবীদের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই মমতা কুলকার্নিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তাঁরা বলেন, এই মামলার এক অভিযুক্ত জয় মুখী ইতিমধ্যেই তাঁর বয়ান থেকে পিছু হঠেছেন।
মেমনের দাবি, মামলার সাক্ষ্য খুবই দুর্বল এবং বিচারের পর্যায়েও যাবে না।
উল্লেখ্য, গত বছর ১৮ জুন থানে পুলিশ ২ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করার পর এই মামলায় নাম উঠে আসে মমতা কুলকার্নির। এই মামলায় অন্যতম অভিযুক্ত মমতা কুলকার্নির স্বামী তথা ব্যবসায়িক অংশীদার ভিকি গোস্বামী। থানা পুলিশ এই ঘটনায় সিবিআইয়ের দ্বারস্থ হয় এবং মমতা কুলকার্নি ও ভিকি গোস্বামীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করায়। পুলিশের দাবি, এই মাদক চক্রে মেক্সিকো ও কলম্বিয়ার মাদক পাচারকারীরাও যুক্ত।
- See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2016/09/11/404593#sthash.aQStt2JV.dpuf
এক সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখন তাঁর নাম উঠেছে মাদক মামলায়। বলিউডের প্রাক্তন ডিভা মমতা কুলকার্নির দাবি তিনি যোগিনী এবং নির্দোষ। বর্তমানে কেনিয়ার মোম্বাসাতে রয়েছেন। সেখান থেকে এক ভিডিও টেপ বার্তায় মমতা কুলকার্নি বলেছেন, আমি একজন যোগিনী। গত ২০ বছর ধরে তিনি আধ্যাত্মিক জগত নিয়েই রয়েছি। আমি নির্দোষ। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে আমি আহত।
ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর কাছে মমতা কুলকার্নি চিঠি লিখে তাঁকে মাদক মামলায় টেনে আনার জন্য মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পাঠানো বার্তায় তিনি বলেছেন, আমি কখনই ভারতীয় আইনের অবমাননা করিনি। আমাকে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ও থানা পুলিশের যড়যন্ত্রের শিকার করা হচ্ছে।
সংবাদমাধ্যমের সামনে ভিডিও টেপ প্রকাশের সময় হাজির ছিলেন মমতা কুলকার্নির আইনি পরামর্শদাতা পারজেজ মেনন, নিউইয়র্কের ড্যানিয়েল আরশাক, কেনিয়ার ক্লিফ আম্বেটা, সুদীপ পাসবোলা এবং প্রাক্তন রাজ্যসভা সদস্য মজিদ মেমন।
আইনজীবীদের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই মমতা কুলকার্নিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তাঁরা বলেন, এই মামলার এক অভিযুক্ত জয় মুখী ইতিমধ্যেই তাঁর বয়ান থেকে পিছু হঠেছেন।
মেমনের দাবি, মামলার সাক্ষ্য খুবই দুর্বল এবং বিচারের পর্যায়েও যাবে না।
উল্লেখ্য, গত বছর ১৮ জুন থানে পুলিশ ২ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করার পর এই মামলায় নাম উঠে আসে মমতা কুলকার্নির। এই মামলায় অন্যতম অভিযুক্ত মমতা কুলকার্নির স্বামী তথা ব্যবসায়িক অংশীদার ভিকি গোস্বামী। থানা পুলিশ এই ঘটনায় সিবিআইয়ের দ্বারস্থ হয় এবং মমতা কুলকার্নি ও ভিকি গোস্বামীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করায়। পুলিশের দাবি, এই মাদক চক্রে মেক্সিকো ও কলম্বিয়ার মাদক পাচারকারীরাও যুক্ত।
- See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2016/09/11/404593#sthash.aQStt2JV.dpuf
Share:

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদনের খবর নিয়ে শোবিজ ওয়ার্ল্ড!!!

শোবিজ দুনিয়ার খবরাখবর নিয়ে তৈরি অনুষ্ঠান ‘শোবিজ ওয়ার্ল্ড’। রুমানা আফরোজের উপস্থাপনা ও পরিচালনায় এতে থাকছে বাংলাদেশসহ সারা বিশ্বে ঘটে যাওয়া মিডিয়ার সাম্প্রতিক ঘটনা, নতুন ছবি, বিশ্ব সংগীতের খোঁজ খবর, তারকাদের জীবনীসহ জানা অজানা তথ্য, গুঞ্জন, মিউজিক ভিডিও, টপচার্ট, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নেপথ্য গল্পসহ অরও অনেক আয়োজন।

মুভি ফ্রিক, মিউজিক ম্যানিয়া, রিভিউ অব ক্ল্যাসিক, স্টার মিরর এবং ফ্লাশব্যাক সেগমেন্ট দিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। মুভি ফ্রিক সেগমেন্টে থাকছে হলিউড ও বলিউড টপচার্টের ছবিগুলো নিয়ে প্রতিবেদন।

মিউজিক ম্যানিয়া সেগমেন্ট সাজানো হয় ওয়ার্ল্ড অ্যালবাম টপচার্টে থাকা অ্যালবাম নিয়ে প্রতিবেদন, ইউএস বিলবোর্ড অ্যালবাম টপচার্টের শীর্ষে থাকা অ্যালবামের পরিচিতি এবং বাংলাদেশি শিল্পীর জনপ্রিয় গানের মিউজিক ভিডিও।

রিভিউ অব ক্ল্যাসিক পর্বে থাকে বিশ্বখ্যাত কোন চলচ্চিত্র নিয়ে কথামালা। এছাড়াও ফ্ল্যাসব্যাকে থাকছে বিনোদন দুনিয়ার সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া খবরাখবর।

অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রতি বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে প্রচার হবে।
Share:

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

অপেক্ষায় আছে ভাবনা বিস্তারিত দেখতে ক্লিক করুন !!!


এ সময়ের দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী ভাবনা। বিজ্ঞাপন, নাটক, টেলিছবি ও মেগা সিরিয়ালে দক্ষতার সঙ্গে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার জানান এরই মধ্যে দিয়েছেন তিনি। পারফরম্যান্স ও গ্ল্যামারের কল্যাণে স্বল্পসময়ে ভাবনা দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। টিভিপর্দার ভুবনে নিজেকে মেলে ধরার পর এখন চিত্রনায়িকার তকমাজুড়ে রুপালি জগতের বাসিন্দা হয়েছেন তিনি। কিছুদিন আগেই অনিমেষ আইচের পরিচালনায় ‘ভয়ংকর সুন্দর’ ছবির কাজ শেষ করেছেন ভাবনা। এটি ভাবনার প্রথম চলচ্চিত্র। এতে তার বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টপাধ্যায়। এ ছবিতে ভাবনা ‘নয়নতারা’ চরিত্রে অভিনয় করেছেন। টিভি পর্দা থেকে চলচ্চিত্রে এসেছেন। আর কিছুদিন পরই রুপালি পর্দায় দেখা মিলবে ভাবনার। সে অপেক্ষাতেই রয়েছেন তিনি। নিজেকে নতুনরূপে পরিচয় করাতে চান ভাবনা। তবে টিভি পর্দা কি চলচ্চিত্রের যে কোনো মাধ্যমে নিজেকে অভিনেত্রী হিসেবেই দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিনয়ের মাধ্যমেই আমি মানুষের হৃদয়ে আসন করে নিতে চাই। সবার হাসি-কান্নার সঙ্গী হতে চাই। এরই মধ্যে চলচ্চিত্র জগতে পথচলা শুরু করেছি। এটি আমার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র। আর সেটাও কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রতর সঙ্গে জুটি বেঁধে। পরিচালনা করছেন আমার পছন্দের নির্মাতা অনিমেষ আইচ। আমি নিজের শতভাগ উজাড় করেই এখানে কাজ করেছি। এখন অপেক্ষায় রয়েছি কবে এটি প্রেক্ষাগৃহে আসবে তার। পরমব্রতের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ভাবনা বলেন, আমি অনেক আগে থেকেই তার দারুণ ভক্ত। তিনি অনেক বড় মাপের একজন অভিনেতা। তার অভিনয়-প্রতিভা নিয়ে বলার সাহস আমার নেই। শুধু বলতে চাই, তিনি অনেক হেল্পফুল। ১৯৯৬ সালে বিটিভিতে ‘নৃত্যের তালে তালে’ অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে টিভি পর্দায় পথচলা শুরু করেন ভাবনা। টিভি অনুষ্ঠান ও স্টেজ শোতে সমানতালে অংশ নিয়েই শৈশবের গণ্ডি পার করেন। এরপর বড় হয়ে মাহফুজ আহমেদের পরিচালনায় জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘আমাদের নুরুল হুদা’য় অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর একে একে অনেক ধারাবাহিক ও খণ্ডনাটকে কাজ করেন। বর্তমানে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় ছোট পর্দার কাজ করছেন না ভাবনা। আগে এ ছবিটির ফলাফল দেখতে চান তিনি। তার পরই পরবর্তী পদক্ষেপ নেবেন এ গ্ল্যামারাস অভিনেত্রী!!
Share:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *