দেখতে চান সেই নেত্রীকে

আমার দেখা সব থেকে বড় মনের মানুষ বাংলাদেশের প্রাইমিনিস্টার শেখ হাসিনা।

রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮

শিপিং করপোরেশন ৪০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ


বাংলাদেশ শিপিং করপোরেশন শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আটটি পদে ৪০ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
সহকারী ব্যাবস্থাপক (প্রশাসন/সংস্থাপন/শেয়ার/সেক্রেটারিয়েট/লাইন অ্যান্ড এজেন্সি/চার্টারিং/কার্গো সুপারভিশন/বীমা ও দাবি/হিসাব/নিরীক্ষা/ফাইন্যান্স/নৌ পরিকল্পনা/মার্কেটিং অ্যান্ড রিসার্চ), সহকারী ব্যবস্থাপক (জাহাজ মেরামত/ট্যাংকার/নৌ পরিকল্পনা/নেভিগেশন), সহকারী ব্যবস্থাপক (শপস), সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল), সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অ্যাকাউনটেন্ট, অডিটর, উচ্চমান সহকারী ।
যোগ্যতা
সহকারী ব্যবস্থাপক (প্রশাসন/সংস্থাপন/শেয়ার/সেক্রেটারিয়েট/লাইন অ্যান্ড এজেন্সি/চার্টারিং/কার্গো সুপারভিশন/বিমা ও দাবি/হিসাব/নিরীক্ষা/ফাইন্যান্স/নৌ পরিকল্পনা/মার্কেটিং অ্যান্ড রিসার্চ)
পদটিতে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
সহকারী ব্যবস্থাপক (জাহাজ মেরামত/ট্যাংকার/নৌ পরিকল্পনা/নেভিগেশন)
পদটিতে চারজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
সহকারী ব্যবস্থাপক (শপস)
পদটিতে এক জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল)
পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদটিতে চারজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
অ্যাকাউনটেন্ট
পদটিতে চারজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
অডিটর
পদটিতে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
উচ্চমান সহকারী
পদটিতে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে bsc.teletalk.com.bd- এই ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ৮ ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন : www.bsc.gov.bd
Share:

শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

বাংলালিংক বন্ধ সংযোগ চালু করলেই 10GB ইন্টারনেট একদম ফ্রী!!! তাই সময় থাকতে মিস কইরেন না! ….. by Admin

আসসালামু  আলাইকুম
আশা করি সবাই ভালোই আছেন… আমি ও ভাল আছি।  আপনারা জেনে খুশি হবেন যে….. 
বাংলালিংক বন্ধ সংযোগে অফার
বাংলালিংক-এর বন্ধ সংযোগে ফিরে আসলেই এখন পাবেন দারুণ অফার! ৩৯ টাকা রিচার্জে কথা বলুন স্পেশাল রেটে, আর তার সাথে পান 10GB পর্যন্ত বোনাস ইন্টারনেট!

অফারের বিস্তারিতঃ
অফারটি সেই সব প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য (আই-টপ আপ ছাড়া) যারা ১৫ আগস্ট, ২০১৭ পর্যন্ত বা তার আগে থেকে বাংলালিংক সংযোগটি ব্যবহার করেন নি
গ্রাহকের জন্য এই অফারটি প্রযোজ্য কিনা তা জানতে গ্রাহককে তার নাম্বারটি লিখে পাঠিয়ে দিতে হবে ৪৩৪৩ নাম্বারে (ফ্রি)
অফারটি পেতে গ্রাহককে ৩৯ টাকা রিচার্জ করতে হবে। ৩৯ টাকা প্রথম রিচার্জ হতে হবে। এই টাকাটি মূল অ্যাকাউন্টে জমা হবে
৩৯ টাকা প্রথম রিচার্জ করলেই গ্রাহক পাবেন ০.৫ পয়সা/সেকেন্ড (বাংলালিংক-বাংলালিংক) এবং ১ পয়সা/সেকেন্ড (বাংলালিংক-অন্য অপারেটর) স্পেশাল কলরেট এবং 1GB ইন্টারনেট বোনাস
স্পেশাল কলরেটের মেয়াদ রিচার্জের দিনসহ ৯০ দিন। 1GB ইন্টারনেটের মেয়াদ রিচার্জের দিনসহ ৭ দিন
এছাড়াও গ্রাহক যেকোনো রিচার্জ ভিত্তিক ইন্টারনেট প্যাক কিনলেই পাবেন 1GB বোনাস ইন্টারনেট
বোনাস ইন্টারনেটের মেয়াদ ক্রয়কৃত ইন্টারনেট প্যাকের মেয়াদের সমান হবে। বোনাস ইন্টারনেটের অফারটি সর্বোচ্চ ৯ বার উপভোগ করা যাবে, ৩৯ টাকা রিচার্জের দিনসহ ৯০ দিনের মধ্যে
মেয়াদ থাকাকালীন সময়ে পুনরায় ইন্টারনেট প্যাক কিনলে আগের প্যাকের অব্যবহৃত ইন্টারনেট যোগ হবে এবং নতুন প্যাকের মেয়াদ প্রযোজ্য হবে।
ইন্টারনেট ব্যবহারের সময় প্রথমে বোনাস ইন্টারনেট থেকে খরচ হবে। প্যাকের মেয়াদ থাকাকালীন প্যাকের ভলিউম শেষ হয়ে গেলে ০.০১২১৭৫ টাকা/10KB হারে চার্জ প্রযোজ্য হবে
বোনাস ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *124*5#।
স্পেশাল ট্যারিফ থেকে আনসাবস্ক্রাইব করতে ডায়াল *166*39#।
অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।
VAT, SD ও SC প্রযোজ্য।
Share:

রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭

এন্ড্রোয়েড এ্যাপস সমগ্র [পর্ব-১১] :: হ্যাকিং এর জন্য ব্যবহৃত এ্যাপস।১

আসসালামু’আলাইকুম



পরীক্ষা আর ব্যাক্তিগত কিছু কাজের জন্য নিয়মিত টিউন করা সম্ভব হয়ে ওঠে না। তবুও‌চেষ্টা করব চেইন টিউনটিকে লম্বা করার। আজ আমি নিয়ে এসেছি এন্ড্রোয়েডে হ্যাকিং-এর জন্য ব্যবহৃত কয়েকটি এ্যাপস। এটি এই টিউনের প্রথম খন্ড। এখানে থাকছে ৫টি হ্যাকিং এ্যাপসের তালিকা।
বিঃদ্রঃ বেশিরভাগ এ্যাপস চালানুর জন্য রুট লাগবে। এ্যাপগুলো শুধুমাত্র শিক্ষনীয় ক্ষেত্রে প্রয়োগ করবেন।
  • zAnti
zAnti আমার দেখা সেরা একটি হ্যাকিং এ্যাপ। এটি একটি নির্দিষ্ট নেটওয়্যার্কের(Wi-Fi) এর ভিতর কাজ করতে পারে। Wifi sniffing, Man in the middle attack, Shell lock, Password cracker সহ বহু ধরন টুলস আছে। এটা দিয়ে কি হয় জানতে চান? ধরুন আপনি কারো ওয়াই-ফাই এ আছেন। সে যা ব্রাউজ করবে, যে ইমেইজ দেখবে, যা টাইপ করবে তা সব দেখতে এবং মডিফাই করতে পারবেন। আমার প্রোফাইল এ গিয়ে এটার সম্পর্কে বিস্তারিত একটি টিউন আছে তা দেখতে পারেন।
  • DSploit
Dsploit(Droid Sploit) কে zAnti এর বিকল্প হিসেবে ধরা যায়। zAnti এর মত সব ফিচারই এটাতে আছে। UI টা একটু সাদামাটা তবুও সমান কার্যকরি। নেটওয়্যার্কের মধ্যে থাকা যেকারো ফোনে স্নিফ করতে পারবেন। বদলে দিতে পারবেন যেকোন ওয়েভসাইটের সব ছবি। আমার মতে zAnti ব্যবহারের পর আপনি এটা ব্যব্যহার করলে ভাল বুঝতে পারবেন।
  • Droid Sheep
Droidsheep দিয়ে একই নেটওয়ার্কের ভিতর থাকা যেকোন ডিভাইসের ক্যাস ক্যাপচার(Sniff) করে আপনি যেকারো ফেসবুক, টুইটার ইত্যাদি চালাতে পারবেন। মনে করুন আপনি একটা ক্যাফেতে বসে আছেন এবং ফ্রি ওয়াই-ফাই আছে। আপনি যার একাউন্ট হ্যাক করবেন তাকে এখানে এনে বললেন সে ফ্রি নেট চালাতে পারবে। সে তার ফোনে ফেসবুকে ডুকল, এবং এদিকে আপনি droid Sheep দিয়ে Sniff করে তার ক্যাস নিয়ে নিলেন। এখন আপনি Droid Sheep থেকে তার একাউন্টে ডুকতে পারবেন।
  • WPS connect
Wi-Fi এর পাসওয়ার্ড বের করার জন্য এটি অন্যতম কাজের এ্যাপ। এটি শুধু যেসব ওয়াই-ফাই wps সিকিউরিটি দেয়া সেটা থেকে পাসওয়ার্ড বের করতে পারবে। আমি প্রেক্টিক্যালি এটা ট্রাই করিনি তবে কিছু ভিডিও এবং কয়েকজনের কথা থেকে বুঝলাম যে এটা কাজ করবে।
  • Hackode
এই এ্যাপটি দিয়ে কোন কিছু হ্যাক করা না গেলেও এর মাধ্যমে আপনি হ্যাকিং/Penetration সম্পর্কে কিছু বিষয়ে অবিজ্ঞতা লাভ করতে পারবেন। যেমন: DNS, MX server, Ping, Google dorks, Who is look up ইত্যাদি। Play store এ এ্যাপটি পাওয়া যাবে।
Share:

শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

নিজের একটি ওয়েবসাইট থাকুক কে না চায়? তাই দেরি না করে চলুন এখনি একটি ওয়েবসাইট বানিয়ে ফেলি নিজের জন্য। কী কী করতে হবে

http://ourtechbd.com/wp-content/uploads/2017/04/Google-earth-150x150.jpg


নিজের একটি ওয়েবসাইট থাকুক, কে না চায়? তাই দেরি না করে চলুন এখনি একটি ওয়েবসাইট বানিয়ে ফেলি নিজের জন্য। কী কী করতে হবে?
“”””””””””””””””””
১. একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে।
২. হোস্টিং স্পেস রেজিস্ট্রেশন করতে হবে।
৩. সেটাপ করতে হবে।
ব্যাস, হয়ে গেলো আপনার ওয়েবসাইট।
এবার আসুন সংক্ষিপ্ত বর্ণনায় যাই :
১. ডোমেইন রেজিস্ট্রেশন
””””””””””””””””””””
প্রথমেই একটি ডোমেইন চয়েজ করতে হবে। কী নামে আপনি আপনার ওয়েবসাইট করতে চান, সেটি।
এটা হতে পারে আপনার নিজের নামে, কিংবা আপনার প্রতিষ্ঠানের নামে অথবা আপনার কোনো প্রিয় মানুষের নামে।
তবে ডোমেইন চয়েজ করার সময় যে দিকটা মনে রাখবেন সবচে’ বেশি সেটা হলো, এমন কোনো নাম পছন্দ করুন যেটা সবার খুব সহজেই মনে থাকে, এবং মুখে বললেই অন্যজন বুঝতে পারে।
ডোমেইন নাম বাছাই করার পর, আপনাকে এখন দেখতে হবে, সেই ডোমেইনটি খালি আছে কিনা।
তাহলে আর দেরি নয়। ডোমেইন নেম নির্বাচন এবং রেস্ট্রিশন করতে চলে যান কো.সিসিতে।
এখানে ক্লিক করুন
প্রথমেই এখানে একটা একাউন্ট খুলে ফেলুন। একাউন্ট খুলতে কোনো ফি দিতে হয় না। সম্পূর্ণই ফ্রি।
একাউন্ট খোলার পর লগ-ইন করার পর যে পৃষ্ঠাটি সেখান থেকে Getting A New Domain বাটনে ক্লিক করুন।

খালি বক্সে আপনার চয়েজবল নামটি দিয়ে চেক এভেইলেবিটি বাটনে ক্লিক করুন।

ধরি আপনার পছন্দের নামটি হচ্ছে mywebsiteblog ।
এই সাইটির নাম খালি আছে তাই এটি রেজিস্ট্রেশন করা যাবে। এতে কোনো ফি লাগবে না।

Continue to registration বাটনে ক্লিক করুন।
এবার একটি বার্তা দেখতে পাবেন_ Your new domain has been successfully registered.
ব্যাস, ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেলো। আপাতত এখানের কাজ শেষ। এই উইন্ডোটি বন্ধ করবেন না। এটি এভাবেই রেখেদিন।
২. হোস্টিং রেজিস্ট্রেশন
””””””””””””””””””’
ডোমেইন তো ফ্রিতে পাওয়া গেলো। এবার প্রয়োজন হোস্টিং স্পেস। হোস্টিং হলো যেখানে আমার ওয়েবসাইটের ফাইলগুলো থাকে। কম্পিউটারে যেমন হার্ডডিস্ক, তেমনি অনলাইনের হার্ডডিস্ক হলো হোস্ট স্পেস।
হোস্ট স্পেস ফ্রি পাওয়া এরকম অনেক আছে। তবে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে ফ্রিহোস্টিয়া।
তাদের সিপ্যানেল খুবই সহজ সরল। লগ-ইন করলে আপনার কাছে সহ ক্লিয়ার হয়ে যাবে।
কথা আর না বাড়িয়ে চলুন, ফ্রি হোস্টিয়াতে যাই।
———————————— ফ্রিহোস্টিয়া ——————————-
ফ্রিহোস্টিয়ার চকোলেট প্যাকেজটি ফ্রি। অন্যদুটির জন্য আপনাকে পয়সা দিতে হেব। সুতরাং চকোলেট-ই এখন আমাদের টার্গেট।
চলুন চকোলেট রেজিস্ট্রেশনের ধাপগুলো দেখি।

১. Take a Bite বাটনে ক্লিক করুন।
২. এবার যে পেজটি আসবে, এটি সাইনআপ ফরম। একটু কেয়ার নিয়ে পূরণ করতে হবে।

এখানে আপনার ডোমেইন নেমটি লিখতে হবে। দেখুন লাল চিহ্নিত স্থানগুলো।
৩. ফরম পূরণ শেষ হলে নিচে একটি ওয়ার্ড ভেরিফিকেশন ইমেজ আছে। ইমেজের ঘরে থাকা নম্বর ও অক্ষরগুলো লিখে Continue বাটনে ক্লিক করুন।

৪. লগিন কন্ট্রোল প্যানেল বাটনে দেখতে পাবেন। কিন্তু লগিন করার কোনো দরকার নেই। উইন্ডো ক্লোজ করে দিন।
৫. আপনার ইমেইল ওপেন করুন। ফ্রিহোস্টিয়া থেকে একটি মেইল চলে এসেছে আপনার ইনবক্সে। এই ইমেইলে আছে, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এফটিপি লগিন বিস্তারিত, ডিএনএস ইত্যাদি। বিস্তারিত না বুঝলে সমস্যা নেই।
৬. আপনি আবারও ফ্রিহোস্টিয়া তে চলে যান। ইমেইলে পাওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
৭. লগিন হতে থাক, এই ফাঁকে ডোমেইন কো.সিসি-তে চলুন, যেখানে রেখে গিয়েছিলাম- সেখানে।
৮. সেটাপ বাটনে ক্লিক করুন।

৯. Manage Domain এর সেটাপ অপশনে ক্লিক করুন।

১০. এক নাম্বারে আছে দেখুন Name Server । Name Server-এর রেডিও বাটনে ক্লিক করলে দুটি বক্স আসবে। সেখানে আপনি ইমেইলে পেয়েছিলেন দুটি ডিএনএস ঠিকানা।
dns1.freehostia.com
dns2.freehostia.com
এই ডিএনএস ঠিকানা দুটি ছবির মতো করে লিখে দিয়ে সেটআপ বাটনে ক্লিক করুন

১১. তারপর যে পেজটি আসবে, সেখানে ওকে করে দিন। ব্যাস এখানে আর কোনো কাজ নেই আপনার। এখান থেকে লগ-আউট হয়ে বের হয়ে আসতে পারেন।
এবার চলুন, ফ্রিহোস্টিয়াতে যাই।
১২. ফ্রিহোস্টিয়াতে লগিন করার সাথে সাথে আমার হোস্ট কন্ট্রোল প্যানেলে চলে আসবো আমি। এখানের Site Manager ড্রপডাউন বাটন থেকে Hosted Domains-এ ক্লিক করুন।

১৩. নিচের ছবির মতো করে এখানে আপনার ডোমেইন নামটি লিখে দিন। তারপর Add Domain বাটনে ক্লিক করুন।

১৪. মূলত আপনার কাজ শতকরা ৯০ ভাগ শেষ হয়ে গেছে। বাকী দশ ভাগ কাজ হচ্ছে, আপনার সাইটে আপনি এখন কী রাখবেন, তা ঠিক করা।
১৫. আমি আগে জুমলা ব্যবহার করতাম। বর্তমানে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করি। ওয়ার্ডপ্রেস খুব ভালো লাগে, এটা সহজ এবং কনটেন্ট ব্যবহার করা যায় অতি সহজে।
ফ্রিহোস্টিয়া দিয়ে জুমলা, দ্রুপল কিংবা ওয়ার্ডপ্রেস খুব সহজেই ইনস্টল করে কাজ করা যায়।
ফ্রিহোস্টিয়ার কন্ট্রোল প্যানেলের ওয়েব টুলস ব্যবহার করে মাত্র এক ক্লিকে এসব সিএমস ইনস্টল করা যায়। এজন্য আপনাকে কোনো প্রোগ্রামিং ভাষা জানতে হবে না।
যেকোনো সমস্যায় আমাকে মেইল (bishoshk(এট)yahoo.com) করতে পারেন।
এই টিউটোরিয়ালটি বুঝতে সমস্যা হলে, দয়া করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাকে হেল্প করতে। আমি চেষ্টা করেছি আরও সংক্ষিপ্তাকারে লেখার। কিন্তু পারিনি। আশা করি আপনাদের কাজে লাগবে।
আমার ভুল-ভ্রান্তি হওয়া স্বাভাবিক। যদি এখানে কোনো ভুল হয়ে থাকে দয়া করে জানিয়ে কৃতার্থ করবেন।
————————————————

Ai Site Sell Diboo Call me 01724320432  সবায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ

Share:

শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

গতকাল রাতের ঘটনা, পান্থপথ থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে সিএনজিতে উঠলাম।

Image may contain: 1 personগতকাল রাতের ঘটনা, পান্থপথ থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে সিএনজিতে উঠলাম। সিএনজিতে উঠেই দেখলাম উপরে ফ্যান ঘুরতেছে, ভাবলাম যাক ভালোই হল, আরামে যাওয়া যাবে! কিন্ত আস্তে আস্তে আরও অনেক কিছুই আবিষ্কার করতে থাকলাম, যেমন টিউবলাইট, ছাতা, কাগজ-কলম ইত্যাদি।
সিএনজি চালককে কারন জিজ্ঞেস করতেই এক এক করে সবকিছুই বলতে লাগল।
"মামা, ফ্যানটা আসলে ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ এবং অসুস্থ রোগীর জন্য লাগিয়েছি, জ্যাম আর গরমে অনেকেই অসুস্থ হয়ে যায় কিছুদির পর আরও গরম পড়বে তখন বেশী প্রয়োজন হবে। আর বৃষ্টির মৌসুমতো তাই ছাতা রাখছি।"
এবার একটু কৌতুহলী হয়ে জিজ্ঞাসা করলাম তাহলে এই খাতা-কলম কেনো, বলল অনেক সময় যাত্রীরা মোবাইলে কথা বলার সময় কারও মোবাইল নাম্বার লেখার প্রয়োজন হয়, তখন কিছুই পাওয়া যায় না, তাই রাখছি।
উনি আরও বলল, "মোবাইল, ল্যাপটপ চার্জ দেয়ার ব্যবস্থাও রাখছি।" সত্যি তো, তাকিয়ে দেখি স্মার্ট ডিভাইজগুলো চার্জ দেয়ার একটা সিস্টেম করা আছে তবে ল্যাপটপ চার্জ দেয়ার সিস্টেম ছিল না।
সিএনজির ছাদে লাগানো sun-protected কভার দেখিয়ে বলল, এটা লাগিয়েছি যেন যাত্রীদের রোদের তাপ বেশী না লাগে।
আমি মজা করার জন্য বললাম, এত কিছু করলেন কিন্ত মিউজিক সিষ্টেম নেই কেন? বলল, "গান শোনার দরকার নাই তবে খবর দেখা বা শোনার ব্যবস্থা করতে পারলে ভাল হত, কি বলেন!" আমি তার চিন্তাশক্তি দেখে অবাক হয়ে তাকিয়ে আছি।

গলায় ঝুলানো আইডি কার্ডটা দেখিয়ে বলল, এটা নীলক্ষেত থেকে করেছি, এক'শ টাকা লাগছে। এটাতে আমার নিজের এবং বাসার অন্য সবার মোবাইল নাম্বার দেয়া আছে, যদি কখনও দুর্ঘটনায় পড়ি তাহলে যেন আমার বাসার মানুষ খবরটা পায়, এজন্য এটা করিয়েছি।
আরও জানালো যে, কোন যাত্রী চাইলেই তাকে বিকাশ, ইউক্যাশ কিংবা মোবাইল রিচার্জের মাধ্যমে সিএনজি বিল পরিশোধ করতে পারবে। আবার কারও কাছে টাকা না থাকলে পরে টাকা দেবার কথা বলে মোবাইল নাম্বার রেখে দেন।
"কেউ যদি টাকা মেরে দেয়?" প্রশ্নটা শুনে বলল, "দুবার এরকম হয়েছিল, পরে ফোন করে বলেছিলাম, ভাই টাকা না দিলে আমার কোন ক্ষতি নাই তবে দেশের অনেক ক্ষতি হবে। উত্তরে তারা জিজ্ঞেস করেছিল কেন? আমি বলেছিলাম, আপনি টাকা না দিলে আর কাউকে টাকা না দিয়ে এক পাও এগুতে দিবো না, দেশের অনেক মানুষ আপনার জন্য এই সুবিধা আর পাবে না। এটা বলার পর তারা টাকা দিয়ে দিছে (হাসি)। আর খাইলে কতইবা খাইত একশ, দুইশ বা পাঁচশ।"
উনার ভবিষ্যত পরিকল্পনাও বলল, টাইম দেখার জন্য একটা ঘড়ি আর দিক নির্দেশনার জন্য একটা কম্পাস লাগাবেন শীঘ্রই। সিএনজিটা অন্য মালিকের হলেও পুরো সেটআপ উনি নিজের বুদ্ধি এবং অর্থ খরচ করে করেছেন শুধুমাত্র দেশের মানুষকে সেবা দেয়ার উদ্দেশ্যে।
উনার এই উদ্যোগের প্রশংসা না করে এড়িয়ে যাওয়া কঠিন। সত্যিই একজন সিএনজি চালক দেখিয়ে দিচ্ছে, ইচ্ছা থাকলে যেকোন ভাবেই, যেকোন স্থান থেকেই দেশের আর দেশের মানুষের সেবা করা যায়।
এই লেখা টি Mahfuzar Rahman এর ফেসবুক পোস্ট থেকে নেয়া।
এই ধরনের উদ্যোগকে অবশ্যই উৎসাহিত করা উচিত। তাই যত খুশি শেয়ার করে সবাইকে অনুপ্রেরনা দিন।

Image may contain: outdoor
Image may contain: 1 person
Share:

বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

JSC/JDC Result সবার আগে বিশেষ পদ্ধতিতে রেজাল্ট পেতে ক্লিক করুন

সবার আগে বিশেষ পদ্ধতিতে রেজাল্ট পেতে ক্লিক করুন -
PSC/EBT Result -

If You Have Any Problem To See Your Result! - [Click Here]

মোবাইলে SMS এর মাধমে ফলাফল: ২৯, ডিসেম্বর প্রকাশিত হচ্ছে জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফল - ২০১৬
SMS Method of JSC Result:
JSC<Space>First 3 Letters of Your Board<Space>Roll Number<Space>Passing Year and send SMS 16222

Example: JSC DHA 123456 2016 and send SMS 16222

SMS Method of JDC Result:
JDC<Space>First 3 Letters of Your Board<Space>Roll Number<Space>Passing Year and send SMS 16222

Example: JDC MAD 123456 2016 and send SMS 16222
JSC - Junior School, Junior School Certificate (JSC) 2016 Exam Result, JSC, Result 2016, JSC, JSC Exam 2016, www.educationboardresults.gov.bd, exam result 2016, JSC Junior School exam result 2016 Exam result publish date final result date 2016 JSC exam result 2016, JSC School exam result 2016 Exam result publish date final result date 2016 JSC exam result 2016, JSC School exam result 2016 Exam result publish date final result date 2016 JSC exam result 2016, JSC School exam result 2016 Exam result publish date final result date 2016 JSC exam result 2016, Junior School Certificate exam result 2016 Exam result publish date final result date 2016 JSC exam Result.
JDC - Junior Dakhil Certificate (JDC) exam result 2016 Exam result publish date final result date 2016 JDC exam result 2016, exam result 2016 Exam result publish date final result date 2016 JDC exam result 2016, JDC Madrasah exam result 2016 Exam result publish date final result date 2016 JDC exam result 2016, JDC Madrasah exam result 2016 Exam result publish date final result date 2016 JSC exam result 2016, JDC Madrasah exam result 2016 Exam result publish date final result date 2016 JDC exam result 2016, JDC Madrasah exam result 2016 Exam result publish date final result date 2016 JDC exam result 2016, Junior Dakhil Certificate Exam Madrasah exam Result.
Share:

শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

How to free Verified Your FaceBook Fan Page In 1Hour 100% Working.



(এই কাজগুলা করার সময় সর্বদা Vpn/ip
connected থাকতে হবে)
১. প্রথমে ফোনের জন্য প্লে স্টোর থেকে Hola
vpn ডাউনলোড দুন। পিসির জন্য যেকোন
ভালো vpn বা Hola ও ব্যবহার করতে পারেন।
২. একটি ফেইসবুক আইডি দরকার। যেটা সম্পূর্ণ
USA এর নাম এবং ঠিকানা দিয়ে করতে হবে।
Hola VPN অথবা যেকোন ভালো Vpn
Connected রেখে আইডি বানাতে হবে। USA
এর যেকোন নাম এবং ঠিকানা ব্যবহার করতে
পারেন।
৩. আইডি খোলার পর পেজ বানাতে হবে। পেজ
বানানোর জন্য Create a page এ যাবেন।
Local Business category তে যেকোন নামে
পেজ করবেন এবং অব্যশই পেজের Address
হিসাবে USA এর ঠিকানা ব্যবহার করবেন। ভুল
ঠিকানা না দিয়ে সঠিক ঠিকানা দিতে হবে,
প্রয়োজনে গুগল থেকে ঠিকানা নিতে পারেন।
৪. পেজ করার পর পেজের Profile & cover সেট
করে কয়েকটা পোষ্ট করে রাখবেন ইংরেজি
টাইপের।
৫. আইডিতে মাঝে মাঝে লগইন করবের এবং
অব্যশই Vpn/ip connected রেখে।
৬. ভুলেও USA Vpn/ip ছাড়া লগইন করবেন না
৭. পেজ করার ১ সপ্তাহের মধ্যে পেজের
setting এ গিয়ে Verified Your Page নামে
অপশন পাবেন যদি আপনি উপরের সব নিয়ম
মেনে করে থাকেন।

৮. গ্রে এর জন্য ২ ধরণের পথঃ
* যেই দেশের ঠিকানা পেজে ব্যবহার
করেছেন সেই দেশের ফোন নম্বর (Business
Number হতে হবে) আর নম্বরটি পেজের Info
তে সেট করে রাখবেন।
* Documents (কি ধরণের Documents লাগবে
না Verified with documents এ ক্লিক করলে
দেখতে পারবেন) সেইগুলার মধ্যে যেকোন
একটা বানিয়ে নিবেন। অব্যশই সেই দেশের
কাগজ লাগবে। কাগজ Edit করে নিতে পারেন।
এখন Edited করা কাগজ গ্রহণ হবে কি না সিওর
বলতে পারছি না।
৯. এখন যদি আপনার ফোন নম্বর থাকে তাহলে
ফোন নম্বরটি প্রথম ঘরে দিবেন। Screenshot এ
যেভাবে দেওয়া আছে। দ্বিতীয় ঘর খালি
রেখে দিন। তারপর দেশ select করে Call now
এ ক্লিক করুন।

১০. আপনার নম্বর সঠিক Business নম্বর হলে
কলে আসবে এবং আপনাকে কোড বলে দিবে।
সঠিকভাবে কোড বসিয়ে দিলে আপনার পেজ
verified হয়ে যাবে।

১১. Documents হিসাবে Verified with
documents এ গিয়ে Documents attachment
করে দিন। আপনার পেজ রিভিওতে যাবে আর
রিভিওতে গেলে পেজ verified নিশ্চিত
★ কখনো Vpn/ip ছাড়া আইডি লগইন করবেন
না।
★ অব্যশই সবকিছু USA এর নাম ঠিকানায় হতে
হবে।
★ verified হবার পর ভুলেই নাম,ঠিকানা,Cate
gory বদলাতে যাবেন না।
(কোথায় নম্বর পাবেন,কিভাবে পাবেন, কাগজ
কিভাবে বানাবেন, কোথায় পাবেন সেইগুলা
আমি বলতে পারবো না। পরিচিত দেশের
বাহিরে থাকলে তার নম্বর ব্যবহার করতে
পারেন।)
★ US এর যেকোন দেশের নম্বর দিয়ে হবে তবে
business নম্বর।
Share:

আবারো রবি ফ্রি নেট চালান UC Handler Browser দিয়ে ( ডাউনলোড এবং ব্রাউসিং)

আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহ্‌র রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে   
কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন  আমার টিউন শুরু করছি
গত কাল রাত ৮ টায় post করার কথা ছিল  কিন্তুসময় পাই নি
কথা না বাড়িয়ে কাজে চলে যায়,খেলা দেখতে হবে।
কোন  Setting লাগবে না  ফোনের ডিফল্ট Access point দিয়েই হবে
টাকা বা এম্বি রাখলে কাটবে।
তাই ২ টাকা দিয়ে *8444*4# এ ডায়েল করে ৭ এম্বি নিয়া নিন যাদের নেট এক্টিভ নেই। যাদের নেট Acative করা আছে তাদের পেক টি কিনতে হবে না ।
আরকিছু দেয়া লাগবে না।এখন এখান থেকে আমার দেয়া হেন্ডেলার Uc mini মোডিফাই ভার্সন টি ডাউনলোড করে নিন।
Download  Now (Uc mini মোডিফাই ভার্সন)
  • [N.B Download link এ গিয়ে Free download এ ক্লিক করবেন তারপর ৩০ সেকেন্ড অপেক্ষা করে captcha coad টা দিয়ে creat  Download link এ ক্লিক করবেন পরের পেজে অ্যাপ এর একটি লিং পাবেন  ওটাই ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে]



এর পরে নিছে দেয়া স্ক্রিনশট এর মত করে Uc
হেন্ডেলার টি সেটিং করে নিন
1
proxytype : Real host
Proxy server : http://robi.fonepass.mobi/view/redirect.html?
আর কিছু দেয়ার দরকার নেই এবার ok দিয়ে ভিতরে যান।এর পরে আপনি যেকোনো সাইটে ফ্রি
ভিজিট করতে পারবেন যদি error আসে তাহলে মেনু
টে ডুকে speed mode অন করে নিন নিচের চিএ এর মত করে
2
তার পর যেকোনো সাইটে ডুকে
যেকোনো কিছু
ডাউনলোড দিন আশা করি fail or retry দেখাবে।
ফেইল হলে যা করবেন ডাউনলোড দেয়া ফাইল টিতে
কিছু ক্ষন চেপে ধরে রাখুন।
.
এর পরে Details এ যান দেখবেন ফাইল টির সকল Details এসেছে
আপনি শুধু ডাউনলোড লিংক টি কপি করুন নিচের চিএ এর মত
4
এর পর ভিজিট করুন
  WWW.HIDEIP.CO
সাইটটি তে এবং কপি করা লিংকটি paste করুন একটি
ফাকা বক্স পাবেন অই খানে।এর পরে go to site এ
ক্লিক করুন দেখবেন ডাউনলোড option এসেছে।
5
.
এখন কষ্ট করে ফাইল টির নাম আবার লিখে
ডাউনলোড লিস্টে ফেলে দিন।তাহলেই শুরু হয়ে যাবে
ডাউনলোড…
6
7
যদি কোন ফাইল অরজিনাল নামে আসে তাহলে অই
ফাইলটি ডাউনলোড হবে না। ১০০% এর মধ্যে ৩%
অরিজিনাল আসে।
কিছু কিছু ফাইল ডাউনলোড শুরু
হতে দেরি হতে পারে তাই connecting লেখা ওঠে
থাকতে পারে অইসব ফাইল ডাউনলোড শুরু না হওয়া
পরযন্ত ১৫ সেকেন্ড পর পর পুস রেজুম করেন ১মিনিট এর
মধ্যে শুরু হয়ে যাবে।
যদি এর পরেও ডাউনলোড ফেইল আসে তাহলে সেট টি বন্ধ করে আবার চালু করুন।
মানুষ মাএ ভুল করে তাই কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন

মনে রাখবেন,, আপনি হয়ত পোষ্টটি জানতে পারেন অথবা এই পোস্ট আগেও হতেও পারে > কিন্তু একজন হলেও আছে যে পোষ্টটি সম্পর্কে জানেনা।তার জন্যই এই পোস্ট – সব চেয়ে বড় কথা এই টিপস টি এখনো কাজ করছে ,আর হা,,পোষ্টটি ভাল লাগলে অবশ্যয় কমেন্ট করবেন,আর যদি ভাল না লাগে কমেন্ট বক্স থেকে দূরে থাকুন।কমেন্ট করলেও খারাপ কমেন্ট করবেন না।
ভালো থাকবেন
আল্লাহ হাফেয
Share:

শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

মেয়েরা ছেলেদের কি মনে করে

 Image result for মেয়েরা ছেলেদের কি মনে করে
মোবাইলের ব্যালেন্স শেষ দোকানে গেলাম লোড দিতে।
গিয়ে দেখি আমার আগে দুজন দাড়িয়ে আছে, এর ভিতর একজন মেয়েও আছে।
.
আমি--ভাই একটু জলদি করেন আমার তাড়া আছে।
.
দোকানদার--আপনার আগে ঔ আপা এসেছে উনাকে আগে দিতে হবে।
কি আর করা আমি উদাস মনে দাড়িয়ে আছি।
.
দোকানদার--আপা নাম্বার বলেন।
.
মেয়ে-- 017032 তারপর আমার দিকে আড় চোখে তাকিয়ে বললো
লোড লাগবেনা আমাকে বিশ টাকার কার্ড দিন, দিন কাল ভালো না কাউকে বিশ্বাস নাই।
.
বন্ধুরা বলেন কেমন লাগে? আমার কিজে ইচ্ছা হচ্ছিলো কি বলবো!!! 

দোকানদার কর্মচারীকে কার্ড দিতে বলে আমাকে বললো ভাই আপনার নাম্বারটা বলুন। 
মেয়েটা তখনো আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে,
.
আমি--হ্যা ভাই লিখেন 0172432 না ভাই থাক আমাকে একটা ৫০ টাকার কার্ড দেন দিনকাল ভালো না
চারিদিকে সরল সোজা ছেলেদের ফাদে ফেলার জন্য আলকাতরার মতো ফর্সা মেয়েরা যেভাবে পিছু লাইগা রইছে.............।
.

.
মেয়েটা তখন মাথা নিচু করে চলে গেলো। আর ওদিকে দেখি দোকানদারের মুখে মুচকি হাসি। 

মেয়েরা ছেলেদের কি মনে করে ?
Share:

বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

পরে যাই, চোখের জল মুছে উঠে দাড়াই, আবার ছুঁটে চলি -অনুজ মজুমদার

 আজ এক বন্ধুর হাতের রান্না খেলাম। মাংশতে এত ঝাল দিয়েছে যে, আমার চোখ দিয়ে জল বের হচ্ছিলো।বন্ধুকে বললাম, 'এত ঝাল খাও কেন?' বন্ধুর জবাব টা ছিলো এই রকম, "ছোট বেলায় খুব অভাব ছিলো, প্রায়ই শুধু মরিচ দিয়ে ভাত খেতাম আর সেই থেকে অভ্যাস হয়ে গেছে।" কথাগুলো শোনার পর বন্ধুর দিকে তাকাতে না তাকাতেই আমার কিছুু স্মৃতি আমায় অশ্রুপাত করালো। ভাবতে থাকলাম, আমরা বর্তমান জেনারেশনের বেশির ভাগই সব পেয়েছির দলে। তাই কেউ কেউ চাহিবা মাত্র সব পেয়ে জীবনটাকে বিভিন্ন রং এর সাথে গুলিয়ে ফেলছি। আমাদের কাছে জীবন মানে একটা সেলফি, চেকইন, ডিজে পার্টি, হ্যাং আউট, বারবিকিউ, কিংবা ভার্চুয়াল কিছু অনূভুতি। আমরা কি জানি, বাস্তবটা কতটা কঠিন? হয়তো কেউ কেউ জানি, আর হ্যাঁ, সবাই কেনোই বা জানবো। আসলে একটা স্ট্যাটাস কিংবা দুইটা সেলফি দিয়ে সবকিছু আপডেট রাখা যায় না। বাস্তব জীবনটাকে আপডেট দেওয়ার জন্য প্রতিনিয়তই আমি ছুটছি। ছুটতে গিয়ে হোঁচট খাই, ব্যথা পাই, চোখেও জল আসে। চোখের জল মুছে উঠে দাঁড়াই- আবার ছুটি। নইলে জীবনতো আমাকে খরচের খাতায় ফেলে দিবে আর আমিতো হারিয়ে যাবো বেহিসাবের আবর্জনায়।
Share:

শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

লুকানো প্রতিভাকে বিকষিত করো...

আমাদের প্রত্যেকের মধ্যেই আকাশের মতো বড় সম্ভাবনা রয়েছে। তুমি জিজ্ঞেস করবে-- তাই যদি সত্যি, তাহলে সকলে রবি ঠাকুর, সুভাষ বসু বা বিবেকানন্দ হয় না কেন ?
-
তোমার অনেক টাকা রয়েছে ; কিন্তু সেগুলো তুমি কেবল ব্যাঙ্কে ফেলে রাখলে। তাহলে-- তোমার টাকা থেকেও, তোমার কোন কাজে লাগলো না। কিন্তু তুমি যদি সেই টাকা দিয়ে ভালো জায়গায় পড়াশুনা করতে যাও ; বা সেই টাকায় তুমি যদি বাচ্চাদের জন্য একটা স্কুল বানিয়ে দাও। তাহলে সেই টাকা তোমাকে-- অনেকটা উচ্চতায় নিয়ে যাবে। কোন কিছু থাকলেই তার মূল্য হয়ে যায় না। সেই জিনিসের মূল্য তখনই হয়-- যখন তুমি সেই জিনিসটাকে কোন গঠনমূলক-- কাজে লাগাবে।
-
তোমার মধ্যে আকাশের মতো সম্ভাবনা আছে ; কিন্তু তুমি যদি সেই সম্ভাবনা কাজে না লাগাও-- তাহলে সেই সম্ভাবনার কোন মূল্য নেই। এখন প্রশ্ন-- কি করে তুমি তোমার অন্তর্নিহিত বিশাল সম্ভাবনাকে কাজে লাগাবে ?
-
তোমার অন্তর্নিহিত সম্ভাবনাকে কাজে লাগাতে হলে, আগে জানতে হবে-- তোমার মধ্যে কি সম্ভাবনা আছে ? তা-- তুমি কি করে জানবে ? তার জন্য তোমাকে শান্ত, স্থির আর নিরপেক্ষ ভাবে ভাবতে হবে, যে--
১. তুমি কোন কাজটা করলে, খুব আনন্দ পাও
২. কোন কাজটাতে তোমার কোন ট্রেনিং নেই-- তবুও তুমি এমনি এমনি-- নিজে নিজেই দারুন সুন্দর করো
৩. কোন কাজটা করতে করতে তুমি খাওয়া দাওয়া ঘুমানো ইত্যাদি ভুলে যাও
৪. কোন কাজটা করলে তোমার এতো খুশী হয় যে তুমি স্বত:স্ফূর্ত ভাবে আনন্দে গান গাইতে থাকো
ইত্যাদি।
ধরো তুমি পারো ভীষণ সুন্দর মাটির পুতুল বানাতে-- তুমি পুতুল বানানোর সুযোগ পেলে খাওয়া দাওয়া সব ভুলে যাও। তাহলে তোমাকে জানতে হবে-- তোমার অন্তর্নিহিত শক্তি হলো এই মাটির পুতুল গড়া। তুমি জন্মেছো-- মাটির পুতুল গড়তে।
-
এখন ধরো-- তুমি ভাবলে, মাটির পুতুল তো কুমোরদের কাজ ; এই কাজে করে, কে আর বড় লোক হয়েছে ? তো তুমি দেখলে সকলে MBA পাস করে-- বড় বড় চাকরী পাচ্ছে ; তো তুমিও MBA পাস করে চাকরী করতে শুরু করলে। তাহলে কি হবে ? তুমি যেহেতু কেবল রোজগার করার জন্যই MBA পাস করেছো, আর চাকরী করছো-- তুমি খুব শীঘ্রই তোমার কর্ম জীবনে হাঁপিয়ে উঠবে। ঘুমে থেকে উঠে তোমার অফিসে যেতে ইচ্ছে করবে না। তুমি হয়তো জীবনে খুব তাড়াতাড়ি অবসাদ গ্রস্ত হয়ে পড়বে। তোমার কাছে কর্ম এবং জীবন দুটোই-- দুঃসহ যন্ত্রণা হয়ে উঠবে। তুমি তোমার কর্ম জীবনে ভালো কিছু করতে পারবে না।
-
ব্যাপারটা কি দাঁড়ালো ? তুমি যে পেশা পছন্দ করেছো ; সে তুমি লোভের কারনে পছন্দ করেছো। সে পেশা তুমি ভালোবেসে পছন্দ করো নি। তোমার লোভ-- তোমার আত্মার উপর, জোর করে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। ফলে-- তোমার আত্মা সারা জীবন দগ্ধে দগ্ধে মরবে। এর ফলে তুমি সারা জীবন যন্ত্রণা পাবে।
-
জীবনে যা কিছু করো-- তাকে ভালোবেসে করো। তাহলে জীবনে তুমি বড় সুখী হবে। আর যেহেতু তুমি সেই কাজটা ভালোবেসে করো ; সেহেতু-- তুমি সেই কাজটা দারুন সুন্দর করবে ; আর বেশী করে করবে। ফলে সেই কাজের মধ্য দিয়ে তুমি অনেক সন্মান পাবে। মানুষ যখন সন্মানিত বোধ করে-- তখন সে আরো ভালো কাজ করতে চায় ; আরও বেশী বাঁচতে চায় ; আরও বেশী নিজেকে, আর অন্যকে ভালোবাসতে চায়। সে নিজেকে সুন্দর দেখে ; পৃথিবীকেও সুন্দর দেখে। সে নিজের জীবনে আলো আনে ; আর সেই আলোর রশ্মি দিয়ে অন্যকেও আলোকিত করে। এইরূপ যার জীবন-- সে অবসাদগ্রস্ত হবে না ; বা হীনমন্যতায় ভুগবে না।
-
তুমি যদি বাবা বা মা হও ; তাহলে ছেলে মেয়েদের প্রতি নজর রাখো-- কোন কাজটা তারা স্বত:স্ফূর্ত ভাবে আনন্দের সাথে করে। তাদেরকে সেই কাজে আরও পারদর্শী হতে সাহায্য করো। ধরো-- তোমার ছেলে খেলনা গাড়ি গুলোকে শুধু খুলছে আর আবার নতুন করে গড়ছে। তাহলে তাকে আরও কঠিন ইঞ্জিনের কোন কিছু দাও -- তাকে সেটাও খুলতে আর গড়তে সাহায্য করো। ভবিষ্যতে সে হয়তো বড় কোন ইঞ্জিনিয়ার হবে। তার ভালো লাগে ইঞ্জিনিয়ারিং ; আর তুমি তাকে গুঁতিয়ে গুঁতিয়ে ডাক্তারি পড়ালে। তুমি তার কবর আগে থেকেই খুঁড়ে দিলে। বাচ্চাদেরকে প্রথম জীবনে অনেক কিছু করতে দাও ; আর নজর রাখো সেই অনেক জিনিসের মধ্যে কোনটা সে স্বত:স্ফূর্ত ভাবে ভালো করছে। সে খুব বড় কিছু একটা হবে-- যদি সে তার নেশাকে পেশা হিসাবে গ্রহণ করে। 

Share:

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

মুশফিকদের স্বস্তির জয়

Image result for মুশফিকদের স্বস্তির জয় 
টানা ছয় ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছেন মুশফিকরা। কাল রাজশাহী কিংসকে বরিশাল বুলস হারিয়েছে ১৭ রানে।
টানা হারের পর জয়টা স্বস্তি দিয়েছে। তবে আক্ষেপও আছে বরিশাল বুলস অধিনায়ক মুশফিকের, ‘স্বস্তি তো অবশ্যই। আমরা শেষ চারে যাওয়ার দল ছিলাম, নিজেদের প্রমাণ করার অনেক কিছু ছিল। কিছু খেলোয়াড় ভালোও খেলছিল। শুধু দল হিসেবে ভালো করতে পারিনি। আজ (কাল) সেটা করতে পেরেছি। আর একটা ম্যাচ আছে আমাদের। সেটি ভালোভাবে শেষ করাই লক্ষ্য আমাদের।’ 
মুশফিকদের জয়ে অবশ্য চিন্তা বেড়েছে রাজশাহীর। টানা দুই ম্যাচ হেরে প্লে-অফের হিসাবটা কঠিন হয়ে গেছে তাদের। যদিও ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কাল পর্যন্ত পয়েন্ট তালিকায় চারেই আছে রাজশাহী। তবে তাদের ম্যাচ বাকি আছে আর একটি। আর ঘাড়ে নিশ্বাস ফেলা রংপুর রাইডার্সের এখনো ম্যাচ বাকি দুটি। 
ঢাকায় ফেরার পর প্রায় প্রতিদিনই লো-স্কোরিং ম্যাচ দেখেছে বিপিএল। কাল বরিশালের দেওয়া ১৬১ রান তাই বিশাল বাধা হয়ে গেছে রাজশাহীর। সামিত প্যাটেলের ৫১ বলে ৬২ রান যা একটু আশা জুগিয়েছে তাদের। অবশ্য ১২ বলে ৩৩ রানের সমীকরণটা কঠিন হলেও অসম্ভব ছিল না রাজশাহীর। প্যাটেল তখনো উইকেটে। কিন্তু পেসার রায়াদ এমরিতের করা ১৯তম ওভারেই সব আশা শেষ হয়ে যায় রাজশাহীর। ৪ বলের মধ্যেই ফিরে যান প্যাটেল ও ফরহাদ রেজা। এর আগে এমরিতের শিকার হয়েছেন সাব্বির রহমানও। রাজশাহীর ‘আইকন’ খেলোয়াড় পরশু কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে আউট হয়েছেন ৮ রানে, কালও তাই। সাব্বিরের অনুজ্জ্বল পারফরম্যান্সের প্রভাব যেন পড়েছে পুরো দলেই।
ফজলে মাহমুদ তাঁর ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি খেললেন কাল। নিজের বিপিএল অভিষেকে আউট হয়েছেন শূন্য রানে। কাল রাজশাহীর বিপক্ষেও ফজলের শুরুটা হয়েছে নড়বড়ে। তবে দ্রুত জড়তা কাটিয়ে ব্যাটিংয়ে স্বচ্ছন্দ হয়েছেন বরিশালের এই টপ অর্ডার ব্যাটসম্যান। ডেভিড ম্যালানের সঙ্গে গড়েছেন দারুণ এক জুটি। ম্যালান-ফজলের সুবাদেই বরিশাল পেয়েছে চ্যালেঞ্জিং স্কোর। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে ৭১ বলে ১০০ রানই বরিশাল ইনিংসের উজ্জ্বলতম দিক। মেহেদী হাসান মিরাজের ষষ্ঠ ওভারে দুবার ক্যাচ তুলে দিয়েও বেঁচে গেছেন ফজলে। ৬ ও ১২ রানে ‘জীবন’ পাওয়া বরিশালের ব্যাটসম্যান করেছেন ৪৩ বলে ৪৩ রান। রাজশাহীর বোলারদের ওপর সবচেয়ে বেশি চড়াও হয়েছেন ম্যালান। ইংলিশ ওপেনার করেছেন ৩৩ বলে ৫৬ রান। তবে ম্যালান যেভাবে হেলেদুলে দৌড়ে রানআউট হয়েছেন, সেটি ছিল বেশ দৃষ্টিকটু। শেষ ওভারে বরিশাল তুলেছে ১৭ রান। শেষ পর্যন্ত তারা জিতেছে ১৭ রানেই।
কুমিল্লার মতোই এখন মুশফিকদের জয় মানে বরিশাল সমর্থকদের আফসোস। জিততে থাকা দলটা মাঝে খেই হারিয়ে না ফেললে টুর্নামেন্টে তাদের গল্পটা অন্য রকম হতেই পারত। 
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল বুলস: ২০ ওভারে ১৬১/৪ (মেন্ডিস ৬, ম্যালান ৫৬, ফজলে ৪৩, মুশফিক ৮, পেরেরা ২৯*, শাহরিয়ার ১৬*; সামি ১/১৬, মিরাজ ১/৩৪, ফরহাদ ১/৩২, স্যামি ০/২৮, ফ্র্যাঙ্কলিন ০/২১, নাজমুল ০/২১, প্যাটেল ০/৭)।
রাজশাহী কিংস: ২০ ওভারে ১৪৪/৭ (মুমিনুল ১৬, নুরুল ১২, সাব্বির ৮, প্যাটেল ৬২, রকিবুল ৯, ফ্র্যাঙ্কলিন ১৮, স্যামি ১১*, ফরহাদ ৪, মিরাজ ০*; তাইজুল ০/২৯, কামরুল ১/২৭, মনির ১/১৭, এমরিত ৩/২৭, এনামুল ১/৬, পেরেরা ১/৩৫)।
ফল: বরিশাল বুলস ১৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রায়াদ এমরিত।
Share:

বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬

কালীবাড়ী ট্রাজেডি- মোঃ হাসান তারেক

পিরোজপুর এর প্রাণ কেন্দ্র পুরাতন কাপুড়িয়া পট্টি কালীবাড়ী রোড পিরোজপুর সদর ২৭/১১/২০১৬ তারিখ রাত ১১.৩০ মিনিটে এক অগ্নিকান্ডে প্রায় ১১/১২ টা দোকান পুড়ে ছাই হয়ে যায়। যা সত্যি মর্মান্তিক। আসুন আমরা সবাই তাদের সাহায্যে এগিয়ে আসি। 
-মোঃ হাসান তারেক


Share:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *