দেখতে চান সেই নেত্রীকে

আমার দেখা সব থেকে বড় মনের মানুষ বাংলাদেশের প্রাইমিনিস্টার শেখ হাসিনা।

বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

পিসির কিছু সমস্যা ও সমাধান দেখে নিন এখনই

Image result for পিসির কিছু সমস্যা ও সমাধান পর্ব ১


আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ সবাই কেমন আছেন আপনাদের সামনে হাজির হয়েছি সম্পুর্ন ব্যতিক্রমী একটি টিপস নিয়ে। আশা করি আপনি আজকের পোষ্টের দ্বারা আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। যদি আপনি একজন পিসি বা ল্যাপটপ ইউজার হয়ে থাকেন

অপারেটিং সিস্টেম লোডিং টাইম
আমাদের সমাধান: সম্ভবত আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত আপনি কোন ভালো অ্যান্টিভাইরাস ব্যাবহার করে দেখতে পারেন
সমস্যার ধরণ: অপারেটিং সিস্টেম
পিসি বারবার হ্যাং করছে
আমাদের সমাধান: বিনা কারণেই যদি পিসি হ্যাং করে বা রিস্টার্ট হয় তখন খেয়াল করবেন ্যাম স্লটে ঠিকমতো বসানো আছে কিনা। এরপর যদি একাধিক ্যাম ব্যবহার করে থাকেন তাহলে খেয়াল করুন সবগুলোই একই বাসস্পিডবিশিষ্ট কিনা। সিস্টেম স্ট্যাবিলিটির জন্য একই বাসস্পিডবিশিষ্ট ্যাম ব্যবহার করা খুবই জরুরি। এছাড়া ভাইরাসের কারণেও এমনটা হতে পারে
সমস্যার ধরণ: হার্ডডিস্ক, সিডি রম, RAM
কম্পিউটারের কেসিং খুলতে সাহায্য চাই
আমাদের সমাধান: কম্পিউটারের কেসিং খোলার কাজটি খুব সহজ। একটু ভালো করে খেয়াল করলেই আপনি এটি করতে পারবেন। সাধারণত কেসিং-এর পেছনে এটি খোলার +=৪টি স্ক্রু থাকে। কেসিং খোলার আগের পাওয়ার সাপ্লাই অফ করুন। মাদারবোর্ডের পেছন থেকে সব প্লাগ খুলে ফেলুন
সামনে থেকে কেসিংটাকে দেখলে এর বামপাশের অংশটি খুলতে হয়। এর পেছনে স্ক্রু দুটি খুলতে ভালো চারকোণা স্ক্রু ড্রাইভার লাগবে আপনার। খোলা স্ক্রু সযত্নে রাখুন
স্ক্রু খোলা হয়ে গেলে কেসিং-এর পাশ থেকে কভারটি আলাদা করে নিন। সাধারণত কভারটি পেছনদিকে কিছুটা স্লাইড করে খুলতে হয়
সমস্যার ধরণ: অন্যান্য হার্ডওয়্যার
বাসায় ওয়াই ফাই সেটাপ করতে চাই
আমাদের সমাধান: আপনি যদি ল্যাপটপে ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে শুধু একটা ওয়াইফাই রাউটার কিনলেই হবে। আর ডেস্কটপে ব্যবহার করতে চাইলে ডেস্কটপের জন্য আলাদা এডাপ্টার কিনতে হবে। অথবা চাইলে ডেস্কটপে রাউটার থেকে ল্যান ক্যাবল দিয়েও ইন্টারনেট নেটওয়ার্কিং এর কাজ করতে পারবেন। বাজারে দুই ধরনের রাউটার পাওয়া যায়। ৫৪ এমবিপিএস এবং ৩০০ এমবিপিএস। মোটামুটি ২২০০ টাকার মধ্যেই ৫৪ এমবিপিএস রাউটার পাওয়া সম্ভব। আর রাউটার সেটাপ করা অনেকটা ক্যাবল ইন্টারনেট সেটাপের মতোই। এটা সংশ্লিষ্ট ম্যানুয়াল দেখে সহজেই আপনি করে নিতে পারবেন
সমস্যার ধরণ: ইন্টারনেট
গুগল ক্রোমের সমস্যা
আমাদের সমাধান: আপনার ক্রোমে যদি কোনো থার্ড পার্টি এড অন ইন্সতল করা থাকে তাহলে তা মুছে ফেলুন। ব্রাউজারের হিস্টরি এবং কুকিস মুছেও দেখতে পারেন। এতেও কাজ না হলে ক্রোমের নতুন এবং সর্বশেষ ভার্সন ব্যবহার করুন। ক্রোম সাধারণত প্রতি সপ্তাহেই নতুন নতুন ভার্সন বের করে
সমস্যার ধরণ: ইন্টারনেট
সিডি ড্রাইভের সমস্যা
আমাদের সমাধান: যদি সিডি ড্রাইভটি সাটা হয় তাহলে তার পোর্ট পরিবর্তন করে দেখুন। আর সিডি ড্রাইভ বেশি পুরাতন হলে তার হেড পরিস্কার করাটা জরুরি
সমস্যার ধরণ: হার্ডডিস্ক, সিডি রম, RAM
ভালো থাকুন , সুস্থ্য থাকুন এই কামনা করে শেষ করলাম
এই পোষ্টের প্রথম প্রকাশ নিউপোষ্টবিডি.কম

Share:

সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে অগ্নিদগ্ধ হয়ে আজ ভোরে দুই বোনের মৃত্যু হয়েছে

 Image result for দুই বোনের মৃত্যু হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে অগ্নিদগ্ধ হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আগুনে গুরুতর দগ্ধ হয়েছে একই পরিবারের আরো তিনজন।
আগুনে গুরুতর দগ্ধ তিনজনকে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কেয়া রানী (৩৫) ও স্বর্ণা রানী (২০)।
গুরুতর দগ্ধ তিনজন হলেন পুলিশ সদস্য খরেশ চন্দ্র (৪৫), তাঁর ছেলে নিলয় (১০) ও মেয়ে নাইস (১৫)। তাঁদের প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে জনগাঁও গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যেই বাড়ির পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দগ্ধ হয়ে পাঁচজন হতাহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট। সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রেজওয়ানুল হক বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের সিংহভাগ পুড়ে গেছে।
Share:

রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

এখন থেকে নিজেই খুলুন dot TK সাইট তাও আবার নিজের মোবাইল দিয়ে এখনই দেখে নিন

 Image result for dot tk jpg
দেখে নিন কি করে মোবাইল দিয়ে Dot.tk ডোমাইন
করতে হয় আজ আপনাদের সাথে শেয়ার করবো কি করে মোবাইল
দিয়ে একটা dot.TK ডোমাইন রেজিস্টেশন করা যায়
তো চলুন শুরু করা যাক আমি আমার নোকিয়া C1-01 জাভা ফোন এবং Opera mini
4.2 and 4.4 দিয়ে সফল হয়েছি!! আমি Opera mini 7.0 দিয়েও ট্রই করেছিলাম কিন্তু সফল
হতে পারিনি তাই আপনার 4.2/4.4 দিয়ে ট্রাই করবেন ওপারা মিনি ওপেন করুন এবার নিচের নিয়মে যান

1. Go toTools » Settings » General »Mobile View থেকে টিক চিহ্নটা তুলে দিন এবং Save করূন
2. Go to wapka.dot.tk এবার ফাকা বক্সে আপনার কান্খিত ডোমাইনের নাম লিখুন
EX: Tipstune এবার GO বাটনে ক্লিক করুন

3. এবার Use DNS এ ক্লিক করুন  Than Your Own DNS এ ক্লিক দাও
4. 1st server box এ লিখুন ns1.wapka.mobi এবং 2nd server box এ লিখুন ns2.wapka.mobi IP নামের ঘরে কিছু লেখার দরকার নেই ওটা ফাকা রাখুন 5. রেজিস্টেশন এর মেয়াদ 12 মাস করে দিন 

6. এবার ক্যাপচার ভেতোরে দেখা শব্দগুলা টাইপ করুন Wapka.mobi. Go to Setting » Own Domain » Type your Domain name That you have Created . Well done!! Your Domain is set!!
 বি দ্রঃ পেজ বার বার রিলোড নিবে তাতে ভয় পাবেন না কোন সমস্যা নেই 
7.Sign up এ ক্লিক করুন 
8. এবার পেজ লোড হবার পরে Use email to sign up এক্লিক করুন 
9. এবার ফাকা বক্সে আপনার ইমেইলটা বসান 
10. Next এ ক্লিক করুন 
 11. আপনার username এবং password লিখুন 
12. Creat Accountএ ক্লিক করুন 
13. এবার আপনি আপনার দেয়া মেইলে লগইন করুন দেখুন Dot.tk থেকে একটা মেইল এসেছে যদি inbox এ না পান তাহলে Spam বক্সে চেক করুন  এবার মেইলটা ওপেন করে দেখুন একটা লিন্ক এবং একটা কোড দিয়েছে EX: Wapka.mobi. Go to Setting » Own Domain » Type
your Domain name That you have Created . Well done!! Your Domain is set!! 

বি দ্রঃ পেজ বার বার রিলোড নিবে তাতে ভয় পাবেন
না কোন সমস্যা নেই TK5465465 উপরের মত একটা কোড পাবেন ওটা কোথাও লিখে রাখুন
অথবা মনে রাখুন  এবার ওই লিন্কে ক্লিক করুন দেখূন একটা কোড বক্স এসেছে
ওখানে কোডটা দিয়ে Submit এ ক্লিক করুন ব্যাস আপনার ডোমাইন এখন রেডি ।
Share:

হিজরী সনের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখুন



ওমর (রাঃ) তার খেলাফতকালের চতুর্থ বছর (৬৩৮ খ্রীষ্টাব্দ) হতে হিজরী বর্ষ পদ্ধতিগত গণনার ভিত্তিতে প্রসার ও প্রচলন শুরু করেনএ সময থেকেই ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক এবং আদর্শগত ঐতিহ্যের প্রেক্ষিতে মুসলিমরা মুহাররম মাস দ্বারা বর্ষ গণনা শুরু করেনআমাদের দৈনন্দিন জীবনে ও ধর্মীয় চিন্তা-চেতনায় হিজরী সনের প্রভাব সর্বাধিকএতদসত্ত্বেও দুঃখজনক সত্য হচ্ছে, আমরা অনেকেই অবগত নই যে, মুহাররম মাস ইসলামী নববর্ষ -আনন্দের দিনকেননা ইসলামের ঘটনাবহুল ইতিহাসের একটি অতি তাৎপর্যমণ্ডিত ঘটনাকে স্মরণীয রাখার দিনটি হচ্ছে মুহররম মাসবিশ্বের মুসলিমদের কাছে ইসলামী সন হিসেবে হিজরী সন অতি পবিত্র ও অত্যন্ত মর্যাদাপূর্ণশুধুমাত্র এই একটি সালেই সমগ্র বিশ্বে সর্বত্র সমানভাবে সমাদৃতমুসলিমদের কাছে হিজরি সন বিশেষ তাৎপর্যমণ্ডিত সনআল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুওয়াত দান করলেনতিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেনতখন থেকেই রাসূল (সাঃ) এর একান্ত আপন জনেরা দূরে সরে যেতে লাগলসবাই তার বিরোধীতা করতে লাগলঅল্প কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলগোপনে গোপনে তিন বছর দাওয়াত দিলেনএর পর আল্লাহর নির্দেশে সাফা পাহাড়ে প্রাকশ্যে এক আল্লাহর উপর ঈমান আনয়নের ঘোষণা করে ছিলেনতখন থেকেই আরম্ভ হলো নির্যাতনপথে প্রান্তে তাকে অপমানিত, লাঞ্ছিত করা হতোনামাযরত অবস্থায উটের নাড়ী ভুড়ি তাঁর পিঠের উপর চাপিয়ে দেয়া হতোগমনা-গমনের পথে কাঁটা বিছিয়ে রাখা হতোশিয়াবে আবু তালিব নামক স্থানে দীর্ঘদিন বন্দী করে রাখা হলোএরপর তার সাহাবীদের উপর অমানুষিক নির্যাতন করা হলোকাফেররা নবীজীকে শারীরিক নির্যাতন করে দাওয়াত থেকে বিরত করতে পারল নাতখন তারা মানুষিক নির্যাতন করার জন্য নানা রকম ষড়যন্ত্রের জাল বিস্তার করতে লাগলতারা তাকে পাগল, কবি, জাদুকর ইত্যাদি বলে অপপ্রচার করতে থাকলোকিন্তু কিছুতেই কোন কাজ হলো নাএকদিন তারা নদওয়া নামক তাদের মন্ত্রণাগৃহে একটি বৈঠক করলোসেখানে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ -কে দুনিয়া হতে সরিয়ে দেওয়ারসবাই এই সিদ্ধান্ত সমর্থন করলোমক্কার শক্তিশালী লোকরা একত্রিত হয়ে শপথ নিয়ে বের হল মুহাম্মদ (সাঃ) এর বাড়ি ঘেরাও করে তাকে হত্যা করবেআল্লাহ ইসলাম প্রচারের সুবিধা ও মুসলিমদের কথা ভেবে মক্কা থেকে মদীনায় দেশান্তরিত হবার আদেশ দেনএই দেশান্তরিত হওয়াকেই আরবিতে হিজরত বলেসে দিন ছিল
Share:

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

আপনার পাসওয়ার্ডটি শক্তিশালী করতে চান তাহলে এই পোষ্টটি আপনার জন্যেই!!

Image result for শক্তিশালী পাসওয়ার্ড





আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা প্রত্যেকেই পাসওয়ার্ড শব্দটির সঙ্গে সকলেই পরিচিত। ই-মেইল অ্যাকাউন্ট থেকে শুরু করে সোসাল নেটওয়ার্কিং, সব ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার জন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হয় । এ সব ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার না করলে যে কোন সময় সাইবার ক্রাইমের শিকার হতে পারেন। এ কারনে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং কিছু সতর্কতা অবলম্বন করুন।
পাসওয়ার্ড শক্তিশালী করার কিছু কৌশল:
• পাসওয়ার্ডে কমপক্ষে আটটি অক্ষর বা তার বেশি অক্ষর ব্যবহার করুন।
• ছোট বা বড় অক্ষর, সংখ্যা, চিহ্নের সমন্বয়ে পাসওয়ার্ড তৈরী করুন।
• পাসওয়ার্ডে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করুন যেমন @ # $ % ^ & *
• সম্ভব হলে কিছুদিন পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন।
Image result for শক্তিশালী পাসওয়ার্ড

এই নিয়মটি ব্যবহার করুন
a এর পরিবর্তে  @
s এর পরিবর্তে  $
space এর পরিবর্তে  %
i এর পরিবর্তে !
o এর পরিবর্তে 0
B এর পরিবর্তে 8
যেমন:  Facebook account  এই শব্দ গুলির পরিবর্তে
f@ce800k%@cc0unt
যা করা যাবে না :
• নিজের নাম, জন্ম তারিখ, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, বাড়ির নাম বা 123 এসব ব্যবহার না কারাই ভালো।
• অভিধানে খুজে পাওয়া সম্ভব এমন কোন প্রচলিত শব্দ ব্যবহার করবেন না।
• পাসওয়ার্ডে নিজের বা অন্য কারও ফোন নম্বর ব্যবহার করবেন না।
• খেয়াল রাখুন ইউজার নেম আর পাসওয়ার্ড যেন কখনোই একই না হয়।
• ভিন্ন ভিন্ন একাউন্টের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন।
• ওয়েব ব্রাউজারের ‘রিমেম্বার পাসওয়ার্ড’-এর বিষয়ে সতর্ক থাকুন।
• নিজের পাসওয়ার্ড অনলাইনে বা অন্য কোন ভাবে কারও সাথে শেয়ার করবেন না
ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শেষ করলাম আশা করি আমাদের সাথেই থাকবেন নতুন কিছু জানতে।
Share:

রবিবার, ২ অক্টোবর, ২০১৬

পাকিস্তানে সব ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে বিস্তারিত এখনই দেখুন

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পিইিএমআরএ) এই নিষেধাজ্ঞা ১৫ অক্টোবরের পর থেকে কার্যকর হবে। আজ শনিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যম ‘দ্য নেশন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানি জনগণ সব ভারতীয় চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি আস্তানা লক্ষ্য করে ‘সার্জিকাল স্ট্রাইক’ নামে ভারতের অভিযানের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ১৫ অক্টোবরের পর ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধের নির্দেশ অমান্য করা হলে ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ উঠেছে, ভারতে পাকিস্তানি অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে এবং ভারতীয় শিল্পীরা ইসলামাবাদের বিরুদ্ধে নেতিবাচক বার্তা দিয়েছেন। এ কারণে পাকিস্তানি জনগণ ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি তুলেছে।
Share:

মাঠে ফিরে এসেই আসরাফুলের সেই পুরাতন চমক দেখিয়ে দিলেন দর্শকদের দেখে নিন এখনই,......



বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে ২০১৩ সালের আগস্টে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তাই দীর্ঘ তিন বছর ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে তাঁকে। একসময়কার এই তারকা ক্রিকেটারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত আগস্টে।
এরপর থেকে আশরাফুলের অপেক্ষা শুরু হয় ক্রিকেট মাঠে ফেরার। আজ রোববার জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর হয়ে প্রথম মাঠে নেমেছেন তিনি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দীর্ঘদিন পর মাঠে নেমে বল হাতে বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন। খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচে নিয়েছেন দুই উইকেট।
বিপিএলে ম্যাচ পাতানোয় জড়িয়ে আট বছরের নিষেধাজ্ঞার শাস্তি পান আশরাফুল। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তাতে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে। এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় শাস্তিটা আসলে তিন বছরের। আইসিসি ও বিসিবির শিক্ষা এবং পুনর্বাসন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করায় দুই বছরের নিষেধাজ্ঞা উঠে যায়।
অবশ্য আগের ম্যাচেই ফিরতে পারতেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সে ম্যাচে বৃষ্টির কারণে ১৫ ওভার খেলা হওয়ার পর আর বল মাঠে গড়ায়নি। 
৬১ টেস্ট খেলে ছয়টি শতক ও আটটি অর্ধশতকসহ দুই হাজার ৭৩৭ রান করেছেন আশরাফুল। ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান তিন হাজার ৪৬৮। যার মধ্যে আছে তিনটি শতক ও ২০টি অর্ধশতক।
Share:

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন ২ অক্টোবর করার কথা রয়েছে


ইসির ওয়েবসাইটে দেওয়া স্মার্টকার্ডের প্রতীকি ছবি। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) আগামী ২ অক্টোবর থেকে ১০ কোটি নাগরিকের মধ্যে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করবে। বিদ্যমান লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে ওই কার্ড দেওয়া হবে বলে ইসির বরাতে জানিয়েছে বাসস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার এম শাহ নেওয়াজ জানান, ইসি স্মার্টকার্ড বিতরণের সময় কার্ডধারীদের- ১০ আঙুলের ছাপ এবং বর্ণালি ছবিসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে।
এ ছাড়া মেশিন রিডেবল এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র নকল না করার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা আছে বলেও জানান ওই কর্মকর্তা।
নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু জানান, আগামী ২ অক্টোবর উদ্বোধনের পর স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রথমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। পরে রাজধানী ঢাকার দু’টি সিটি করপোরেশন ও দেশের প্রত্যন্ত অঞ্চল কুড়িগ্রামে বিতরণের কাজ শুরু করা হবে। তারপর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
ইসির কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। আট বছর আগে আট কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ নাগরিকের মধ্যে প্রথমবারের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল। কিন্তু কিছু অসাধু লোক কার্ড ওই পরিচয়পত্র নকল করেছিল। মেশিন রিডেবল স্মার্টকার্ড এই ধরনের জালিয়াতি প্রতিরোধ করবে।
স্মার্টকার্ডের নিরাপত্তা বজায় রাখার জন্য ২৫টি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং মান নিশ্চিত করা হয়েছে। স্মার্টকার্ডের মধ্যে কার্ডধারী একজন নাগরিকের সব তথ্য থাকবে। এ ছাড়া কার্ডধারীরা ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টসহ ২২ ধরনের সেবা পাবেন।
ইসি সূত্র জানান, স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিনামূল্যে দেওয়া হবে। তবে কার্ডধারীর কার্ড হারানো গেলে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তিনি নতুন ভাবে তা সংগ্রহ করতে পারবেন।
Share:

আজ সিরিজ বাঁচাতে আজ তৃতীয় ম্যাচে মাঠে নামছেন মাশরাফিরা।

Image result for লড়াইয়ে নামছে বাংলাদেশ
প্রথম ম্যাচে যথেষ্ট কষ্ট করে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে হেরেই বসেছে মাশরাফির দল। সিরিজ বাঁচাতে আজ তৃতীয় ম্যাচে মাঠে নামছেন মাশরাফিরা।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান।
এর আগে বাংলাদেশ দলে আনা হয়েছে পরিবর্তন। পেসার রুবেল বাদ পড়েছেন। দলে বহু দিন পর ফিরেছেন আরেক রুবেল। তিনি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। স্পেশালিস্ট স্পিনারের অভাব পূরণ করার জন্যই আবার ডাক পেলেন তিনি।
গত বৃহস্পতিবার রুবেল জানালেন, তিনি এ আস্থা কাজে লাগানোর চেষ্টা করবেন। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা করতে চান রুবেল।
মোশাররফ রুবেল আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন। তবে প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না।
সিরিজে এমন হতাশাজনক পারফরম্যান্স ভুলে যেতে চান মাশরাফি। আর এ কারণে চাপমুক্ত হয়ে খেলতে চায় বাংলাদেশ। চাপমুক্ত থেকে আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলবে বাংলাদেশ, এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন তিনি।
এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া আফগানিস্তানও। দলের অন্যতম ব্যাটসম্যান হাশমতুল্লাহ শাহিদি জানান, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পারাটা হবে আফগানিস্তানের ক্রিকেটের সেরা সাফল্য।
গত ডিসেম্বর-জানুয়ারিতে এক সিরিজে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে ৩-২ ব্যবধানে পরাজিত করে আফগানিস্তান। এরপর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত সাফল্য আসে স্তানিকজাইয়ের দলের। 
Share:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *