ওমর (রাঃ) তার খেলাফতকালের চতুর্থ বছর (৬৩৮ খ্রীষ্টাব্দ) হতে হিজরী বর্ষ পদ্ধতিগত গণনার ভিত্তিতে প্রসার ও প্রচলন শুরু করেনএ সময থেকেই ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক এবং আদর্শগত ঐতিহ্যের প্রেক্ষিতে মুসলিমরা মুহাররম মাস দ্বারা বর্ষ গণনা শুরু করেনআমাদের দৈনন্দিন জীবনে ও ধর্মীয় চিন্তা-চেতনায় হিজরী সনের প্রভাব সর্বাধিকএতদসত্ত্বেও দুঃখজনক সত্য হচ্ছে, আমরা অনেকেই অবগত নই যে, মুহাররম মাস ইসলামী নববর্ষ -আনন্দের দিনকেননা ইসলামের ঘটনাবহুল ইতিহাসের একটি অতি তাৎপর্যমণ্ডিত ঘটনাকে স্মরণীয রাখার দিনটি হচ্ছে মুহররম মাসবিশ্বের মুসলিমদের কাছে ইসলামী সন হিসেবে হিজরী সন অতি পবিত্র ও অত্যন্ত মর্যাদাপূর্ণশুধুমাত্র এই একটি সালেই সমগ্র বিশ্বে সর্বত্র সমানভাবে সমাদৃতমুসলিমদের কাছে হিজরি সন বিশেষ তাৎপর্যমণ্ডিত সনআল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুওয়াত দান করলেনতিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেনতখন থেকেই রাসূল (সাঃ) এর একান্ত আপন জনেরা দূরে সরে যেতে লাগলসবাই তার বিরোধীতা করতে লাগলঅল্প কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলগোপনে গোপনে তিন বছর দাওয়াত দিলেনএর পর আল্লাহর নির্দেশে সাফা পাহাড়ে প্রাকশ্যে এক আল্লাহর উপর ঈমান আনয়নের ঘোষণা করে ছিলেনতখন থেকেই আরম্ভ হলো নির্যাতনপথে প্রান্তে তাকে অপমানিত, লাঞ্ছিত করা হতোনামাযরত অবস্থায উটের নাড়ী ভুড়ি তাঁর পিঠের উপর চাপিয়ে দেয়া হতোগমনা-গমনের পথে কাঁটা বিছিয়ে রাখা হতোশিয়াবে আবু তালিব নামক স্থানে দীর্ঘদিন বন্দী করে রাখা হলোএরপর তার সাহাবীদের উপর অমানুষিক নির্যাতন করা হলোকাফেররা নবীজীকে শারীরিক নির্যাতন করে দাওয়াত থেকে বিরত করতে পারল নাতখন তারা মানুষিক নির্যাতন করার জন্য নানা রকম ষড়যন্ত্রের জাল বিস্তার করতে লাগলতারা তাকে পাগল, কবি, জাদুকর ইত্যাদি বলে অপপ্রচার করতে থাকলোকিন্তু কিছুতেই কোন কাজ হলো নাএকদিন তারা নদওয়া নামক তাদের মন্ত্রণাগৃহে একটি বৈঠক করলোসেখানে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ -কে দুনিয়া হতে সরিয়ে দেওয়ারসবাই এই সিদ্ধান্ত সমর্থন করলোমক্কার শক্তিশালী লোকরা একত্রিত হয়ে শপথ নিয়ে বের হল মুহাম্মদ (সাঃ) এর বাড়ি ঘেরাও করে তাকে হত্যা করবেআল্লাহ ইসলাম প্রচারের সুবিধা ও মুসলিমদের কথা ভেবে মক্কা থেকে মদীনায় দেশান্তরিত হবার আদেশ দেনএই দেশান্তরিত হওয়াকেই আরবিতে হিজরত বলেসে দিন ছিল
রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
Home »
Islamic News
» হিজরী সনের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখুন
হিজরী সনের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখুন
ওমর (রাঃ) তার খেলাফতকালের চতুর্থ বছর (৬৩৮ খ্রীষ্টাব্দ) হতে হিজরী বর্ষ পদ্ধতিগত গণনার ভিত্তিতে প্রসার ও প্রচলন শুরু করেনএ সময থেকেই ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক এবং আদর্শগত ঐতিহ্যের প্রেক্ষিতে মুসলিমরা মুহাররম মাস দ্বারা বর্ষ গণনা শুরু করেনআমাদের দৈনন্দিন জীবনে ও ধর্মীয় চিন্তা-চেতনায় হিজরী সনের প্রভাব সর্বাধিকএতদসত্ত্বেও দুঃখজনক সত্য হচ্ছে, আমরা অনেকেই অবগত নই যে, মুহাররম মাস ইসলামী নববর্ষ -আনন্দের দিনকেননা ইসলামের ঘটনাবহুল ইতিহাসের একটি অতি তাৎপর্যমণ্ডিত ঘটনাকে স্মরণীয রাখার দিনটি হচ্ছে মুহররম মাসবিশ্বের মুসলিমদের কাছে ইসলামী সন হিসেবে হিজরী সন অতি পবিত্র ও অত্যন্ত মর্যাদাপূর্ণশুধুমাত্র এই একটি সালেই সমগ্র বিশ্বে সর্বত্র সমানভাবে সমাদৃতমুসলিমদের কাছে হিজরি সন বিশেষ তাৎপর্যমণ্ডিত সনআল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুওয়াত দান করলেনতিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেনতখন থেকেই রাসূল (সাঃ) এর একান্ত আপন জনেরা দূরে সরে যেতে লাগলসবাই তার বিরোধীতা করতে লাগলঅল্প কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলগোপনে গোপনে তিন বছর দাওয়াত দিলেনএর পর আল্লাহর নির্দেশে সাফা পাহাড়ে প্রাকশ্যে এক আল্লাহর উপর ঈমান আনয়নের ঘোষণা করে ছিলেনতখন থেকেই আরম্ভ হলো নির্যাতনপথে প্রান্তে তাকে অপমানিত, লাঞ্ছিত করা হতোনামাযরত অবস্থায উটের নাড়ী ভুড়ি তাঁর পিঠের উপর চাপিয়ে দেয়া হতোগমনা-গমনের পথে কাঁটা বিছিয়ে রাখা হতোশিয়াবে আবু তালিব নামক স্থানে দীর্ঘদিন বন্দী করে রাখা হলোএরপর তার সাহাবীদের উপর অমানুষিক নির্যাতন করা হলোকাফেররা নবীজীকে শারীরিক নির্যাতন করে দাওয়াত থেকে বিরত করতে পারল নাতখন তারা মানুষিক নির্যাতন করার জন্য নানা রকম ষড়যন্ত্রের জাল বিস্তার করতে লাগলতারা তাকে পাগল, কবি, জাদুকর ইত্যাদি বলে অপপ্রচার করতে থাকলোকিন্তু কিছুতেই কোন কাজ হলো নাএকদিন তারা নদওয়া নামক তাদের মন্ত্রণাগৃহে একটি বৈঠক করলোসেখানে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ -কে দুনিয়া হতে সরিয়ে দেওয়ারসবাই এই সিদ্ধান্ত সমর্থন করলোমক্কার শক্তিশালী লোকরা একত্রিত হয়ে শপথ নিয়ে বের হল মুহাম্মদ (সাঃ) এর বাড়ি ঘেরাও করে তাকে হত্যা করবেআল্লাহ ইসলাম প্রচারের সুবিধা ও মুসলিমদের কথা ভেবে মক্কা থেকে মদীনায় দেশান্তরিত হবার আদেশ দেনএই দেশান্তরিত হওয়াকেই আরবিতে হিজরত বলেসে দিন ছিল
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন