আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা প্রত্যেকেই পাসওয়ার্ড শব্দটির
সঙ্গে সকলেই পরিচিত। ই-মেইল অ্যাকাউন্ট থেকে শুরু করে সোসাল নেটওয়ার্কিং, সব
ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার জন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হয় । এ সব
ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার না করলে যে কোন সময় সাইবার ক্রাইমের
শিকার হতে পারেন। এ কারনে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং কিছু
সতর্কতা অবলম্বন করুন।
পাসওয়ার্ড শক্তিশালী করার কিছু কৌশল:
• পাসওয়ার্ডে কমপক্ষে আটটি অক্ষর বা তার বেশি অক্ষর ব্যবহার করুন।
• ছোট বা বড় অক্ষর, সংখ্যা, চিহ্নের সমন্বয়ে পাসওয়ার্ড তৈরী করুন।
• পাসওয়ার্ডে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করুন যেমন @ # $ % ^ & *
• সম্ভব হলে কিছুদিন পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন।
এই নিয়মটি ব্যবহার করুন
a এর পরিবর্তে @
s এর পরিবর্তে $
space এর পরিবর্তে %
i এর পরিবর্তে !
o এর পরিবর্তে 0
B এর পরিবর্তে 8
যেমন: Facebook account এই শব্দ গুলির পরিবর্তে
f@ce800k%@cc0unt
যা করা যাবে না :
• নিজের নাম, জন্ম তারিখ, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, বাড়ির নাম বা 123 এসব ব্যবহার না কারাই ভালো।
• অভিধানে খুজে পাওয়া সম্ভব এমন কোন প্রচলিত শব্দ ব্যবহার করবেন না।
• পাসওয়ার্ডে নিজের বা অন্য কারও ফোন নম্বর ব্যবহার করবেন না।
• খেয়াল রাখুন ইউজার নেম আর পাসওয়ার্ড যেন কখনোই একই না হয়।
• ভিন্ন ভিন্ন একাউন্টের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন।
• ওয়েব ব্রাউজারের ‘রিমেম্বার পাসওয়ার্ড’-এর বিষয়ে সতর্ক থাকুন।
• নিজের পাসওয়ার্ড অনলাইনে বা অন্য কোন ভাবে কারও সাথে শেয়ার করবেন না
ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শেষ করলাম আশা করি আমাদের সাথেই থাকবেন নতুন কিছু জানতে।
পাসওয়ার্ড শক্তিশালী করার কিছু কৌশল:
• পাসওয়ার্ডে কমপক্ষে আটটি অক্ষর বা তার বেশি অক্ষর ব্যবহার করুন।
• ছোট বা বড় অক্ষর, সংখ্যা, চিহ্নের সমন্বয়ে পাসওয়ার্ড তৈরী করুন।
• পাসওয়ার্ডে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করুন যেমন @ # $ % ^ & *
• সম্ভব হলে কিছুদিন পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন।
এই নিয়মটি ব্যবহার করুন
a এর পরিবর্তে @
s এর পরিবর্তে $
space এর পরিবর্তে %
i এর পরিবর্তে !
o এর পরিবর্তে 0
B এর পরিবর্তে 8
যেমন: Facebook account এই শব্দ গুলির পরিবর্তে
f@ce800k%@cc0unt
যা করা যাবে না :
• নিজের নাম, জন্ম তারিখ, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, বাড়ির নাম বা 123 এসব ব্যবহার না কারাই ভালো।
• অভিধানে খুজে পাওয়া সম্ভব এমন কোন প্রচলিত শব্দ ব্যবহার করবেন না।
• পাসওয়ার্ডে নিজের বা অন্য কারও ফোন নম্বর ব্যবহার করবেন না।
• খেয়াল রাখুন ইউজার নেম আর পাসওয়ার্ড যেন কখনোই একই না হয়।
• ভিন্ন ভিন্ন একাউন্টের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন।
• ওয়েব ব্রাউজারের ‘রিমেম্বার পাসওয়ার্ড’-এর বিষয়ে সতর্ক থাকুন।
• নিজের পাসওয়ার্ড অনলাইনে বা অন্য কোন ভাবে কারও সাথে শেয়ার করবেন না
ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শেষ করলাম আশা করি আমাদের সাথেই থাকবেন নতুন কিছু জানতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন