রবিবার, ২ অক্টোবর, ২০১৬

পাকিস্তানে সব ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে বিস্তারিত এখনই দেখুন

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পিইিএমআরএ) এই নিষেধাজ্ঞা ১৫ অক্টোবরের পর থেকে কার্যকর হবে। আজ শনিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যম ‘দ্য নেশন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানি জনগণ সব ভারতীয় চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি আস্তানা লক্ষ্য করে ‘সার্জিকাল স্ট্রাইক’ নামে ভারতের অভিযানের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ১৫ অক্টোবরের পর ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধের নির্দেশ অমান্য করা হলে ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ উঠেছে, ভারতে পাকিস্তানি অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে এবং ভারতীয় শিল্পীরা ইসলামাবাদের বিরুদ্ধে নেতিবাচক বার্তা দিয়েছেন। এ কারণে পাকিস্তানি জনগণ ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি তুলেছে।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার