সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে অগ্নিদগ্ধ হয়ে আজ ভোরে দুই বোনের মৃত্যু হয়েছে

 Image result for দুই বোনের মৃত্যু হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে অগ্নিদগ্ধ হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আগুনে গুরুতর দগ্ধ হয়েছে একই পরিবারের আরো তিনজন।
আগুনে গুরুতর দগ্ধ তিনজনকে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কেয়া রানী (৩৫) ও স্বর্ণা রানী (২০)।
গুরুতর দগ্ধ তিনজন হলেন পুলিশ সদস্য খরেশ চন্দ্র (৪৫), তাঁর ছেলে নিলয় (১০) ও মেয়ে নাইস (১৫)। তাঁদের প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে জনগাঁও গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যেই বাড়ির পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দগ্ধ হয়ে পাঁচজন হতাহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট। সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রেজওয়ানুল হক বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের সিংহভাগ পুড়ে গেছে।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার