দেখতে চান সেই নেত্রীকে

আমার দেখা সব থেকে বড় মনের মানুষ বাংলাদেশের প্রাইমিনিস্টার শেখ হাসিনা।

সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

Skype,Viber,Whatsapp,Tango,phone call সব কিছু রেকর্ড করুন High quality তে ছোট্ট একটি অ্যাপ দিয়ে মিস করবেন না

Skype,Viber,Whatsapp,Tango,phone call সব কিছু রেকর্ড করুন High quality তে ছোট্ট একটি অ্যাপ দিয়ে মিস করবেন না(last update 31 Oct 2016)

আপনাদের সামনে আবারো হাজির হয়েছে অত্যন্ত প্রয়োজনীয় একটি অ্যাপ নিয়ে phone, Viber,Tango,WhatsApp,Skype Call রেকর্ড করুন ছোট একটি এন্ড্রয়েড অ্যাপ মাধ্যমে।(last update 31-10-2016) ইন্টারনেট আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে।এখন আমরা টাকা খরচ করে কল না করে ইন্টারনেট থেকেই কল করি।কারণ ও আছে অল্প খরচে অনেক কথা বলা যায়।
কিন্তু আমরা যখন কারো সাথে whatsapp,viber,skype,tango থেকে কথা বলি তখন কিন্তু এই কথা গুলা রেকর্ড করা যায় না।অনেক ঝামেলাই পড়তে হয়।
কিন্তু এখন আপনাদের জন্য এমন এক অ্যাপ নিয়ে এসেছি যা দিয়ে আপনার এই সব কিছুর কথা রেকর্ড করতে পারবেন High quality তে।
App name:Steady call recorder
size:5mb
এই অ্যাপ টি ফোনে অন থাকলে আপনি যখন কারো সাথে phone,whatsapp,viber,skype,tango কথা বলবেন তখন অটোমেটিক কল রেকর্ড হতে থাকবে।ডাউনলোড করে দেখি নিন নিজেই সব কিছু বুঝতে পারবেন।
Download Link: এখানে ক্লিক করুন
কোন ভুল হলে ক্ষমা করবেন।Cover Photo

Share:

ফোনে টাচ না করেই call accept করুন,কানে ধরলেই auto accept হয়ে যাবে মাত্র 400kb size

ফোনে টাচ না করেই call accept করুন,কানে ধরলেই auto accept হয়ে যাবে মাত্র 400kb size

আসসালামু আলাইকুম, সব সময় ভাল কিছু শেয়ার করার চেষ্টায় থাকি আজ ও তার বিপরীত না।২টা প্রয়োজনীয় অ্যাপ নিয়ে এসেছি যা আপনাদের কাজে লাগবে।ভাল লাগলে সংগ্রহ করে নিন। 1.App Name:Air call accept
size:only 400kb
Air call accept download:  click here
আমার কাছে এই app টা খুব ভাল লেগেছে।
প্রযুক্তি তো দিন দিন উন্নত হচ্ছে তাহলে আমরা কেন পিছিয়ে থাকব??
এখন যদি আপনাকে কল দেয় আপনাকে স্ক্রিন এ হাত দিয়ে কল ধরতে হবে না।
এই App ফোনে ইন্সটল থাকলে আপনি জাস্ট ফোন টা কানে ধরেন ফোন রিসিভ হয়ে যাবে অটোমেটিক ।কি দারুন না??
2.App Name:caller name talker
size:only 200kb
এখন আপনাকে যেই কল করুন না কেন বা যেই মেসেজ আসুক না কেন আপনাকে কষ্ট করে পড়তে হবে না।
এই App আপনাকে সব পড়ে শুনাবে।
তাহলে একসাথে ডাউনলোড করে নিন জটিল ২টা App.
Caller name talker:  click here
সবাই ভাল থাকুন।
আল্লাহ হাফেজCover Photo

Share:

বন্ধ সংযোগ চালু করলেই পাচ্ছেন ৬ জিবি ইন্টারনেট


হাতে হাতে থাক সুপার ফাস্ট ইন্টারনেট
কারণ বন্ধ সংযোগ চালু করে পাচ্ছেন ৬ মাসে ৬ জিবি ইন্টারনেট

৬ মাসে ৬জিবি ইন্টারনেট
  • প্রতি মাসে ১জিবি করে ৬ মাসে ৬জিবি পর্যন্ত ইন্টারনেট
  • প্রতি ১জিবি'র মুল্য ৬ টাকা (+ট্যাক্স)
  • প্যাক কিনতে ডায়াল করুন*৮৬৬৬*০৬০#
  • মেয়াদ ৩০ দিন
  • গ্র্রাহক ৩০ দিনে একবারই এই প্যাক কিনতে পারবেন
  • গ্রাহক প্রতিদিন রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্যাক ব্যবহার করতে পারবেন
  • ইন্টারনেট ব্যালান্স চেক করতে ডায়াল *১২৩*৩*৫# অথবা*৮৪৪৪*৮৮#

৩০দিনের জন্য সর্বনিম্ন কলরেট
  • প্রতিবার ১৯ টাকা রিচার্জ করে উপভোগ করুন সর্বনিম্ন কলরেট
        রবি –রবি ২৫প /মি.
        রবি –অন্য লোকাল অপারেটর ৬০প/মি.
  • মেয়াদ ৩০ দিন
  • ব্যবহার করতে পারবেন দিনরাত ২৪ ঘন্টা
  • ১০ সে পালস প্রযোজ্য

১৯ টাকা রিচার্জ ব্যতীত যে কোনো নম্বরে কলরেট ১৯ প /১০সে


বন্ধ সংযোগের জন্য অন্যান্য বিশেষ নির্দেশিকা
  • রবি বন্ধ সংযোগ থেকে যে কোনো চার্জ যোগ্য কার্যক্রম করার ৭২ ঘণ্টার মধ্যেই অফার শুরু হবে
  • এই অফার অব্যবহৃত সকল প্রিপেইড (পোস্টপেইড, উদ্যোক্তা, ইজিলোড ও কর্পোরেট ব্যতীত) সংযোগের জন্য প্রযোজ্য
  • এই অফারটি আপনার বন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা জানতে A <> ০১৮ XXXXXXXX লিখে যে কোনো রবি নম্বর থেকে ফ্রি এসএমএস করুন ৮০৫০ নম্বরে
  • পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অফার প্রযোজ্য থাকবে
  • উপরিউক্ত মূল্যের সাথে ৫% সম্পূরক শুল্ক, ১৫% ভ্যাট ও ১% সারচার্জ প্রযোজ্য

Share:

☞ বাংলালিংকে সকাল ৬ থেকে ১০ টা পর্যন্ত আনলিমিটেড ফ্রী ইন্টারনেট চালান!

বাংলালিংকে সকাল ৬ থেকে ১০ টা পর্যন্ত আনলিমিটেড ফ্রী ইন্টারনেট চালান! আসসালামু আলাইকুম।
Image result for বাংলালিংকে সকাল ৬ থেকে ১০ টা পর্যন্ত আনলিমিটেড ফ্রী ইন্টারনেট চালান! আসসালামু আলাইকুম।

আজ আপনাদের দেখাব কিভাবে আপনি বাংলালিংকে সকাল ৬ থেকে সকাল ১০ পর্যন্ত কিভাবে ৪ ঘন্টা ফ্রী ইন্টারনেট চালাবেন।
অফার টি বন্ধ নতুন সকল প্রকার সীম এই নিতে পারবেন। ইন্টারনেট নিয়ে কিছু কথা: ইন্টারনেট আমাদের জীবনের বর্তমানে এক মৌলিক জিনিসে পরিনত হয়ে গিয়েছে,আমরা কাজে, আনন্দে,সকল সময় ইন্টারনেট ছাড়া থাকতে পারি না।ইন্টারনেট আমাদের বিনোদন এর একটি অন্যতম স্হান। আমরা ইন্টারনেট থেকে যেমন বিনোদন পাই,তেমনও ইন্টারনেট থেকে অনেক শিক্ষা পাই। একসেস টু ইনফরমেশন বা a2i এর মাধ্যমে আমরা ইন্টারনেট এর মাধ্যমে বাংলাদেশ সরকার হতে নানা রকম সুযোগ সুবিধা হাতের নাগালে পাচ্ছি।যেমন আমরা যারা শিক্ষার্থী রয়েছি তারা বিভিন্ন ইবুক সাইট থেকে বা সরকারি ইবুক সাইট থেকে আমাদে নিজ নিক ক্লাসের ই ডাউনলোড করে নিতে পারছি।
ই মেডিসিন এর মাধ্যমে এখন গ্রামে প্রত্যন্ত এলাকায় চিকিৎসক এর মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে।এখন গ্রামে বসেই যেকেই শহরের যেকোন বিশ্ববিদ্যালয় এর ভর্তি ফর্ম সংগ্রহ সহ ভর্তি প্রক্রিয়া করতে পাচ্ছি।
এই ইন্টারনেট এর ব্যবহার এক চরম এবং নতুন মুখ দেখেছে,যখন থেকে দেশে স্মার্টফোন এর প্রবেশ ঘটেছে। এই স্মার্টফোন এর ফলে দেশে যে কেউ গ্রামে গঞ্জে তাদের স্মার্টফো এর মাধ্যমে ইন্টারনেটে এক্সেস করতে পারছে।
আর স্মার্টফোন এর মাধ্যমে এই ইন্টারনেট চালানোর ব্যবস্হা করে দিচ্ছে সরকারি সহ বিভিন্ন বেসরকারি টেলিকম।
যেমন সরকারির ভেতর টেলিটক, বেসকারি : গ্রামীন ফোন, বাংলালিংক ইত্যাদি।
অফারটি নিবেন কিভাবে :
শুধু ডায়াল করুন *৫০০০*১১১# আর কিছুক্ষন পর একটি কনফারমেশন মেসেজ আসবে। এরপর উপভোগ করুন ৪ ঘন্টা ফ্রী ইন্টারনেট।
Share:

এবার প্রযুক্তি নিয়ে আসছে মাইক্রোসফটের ‘সারফেস স্টুডিও’ দেখে নিন

প্রথমবারের মতো অল-ইন-ওয়ান পিসি আনছে টেক জায়ান্ট মাইক্রোসফট। ‘মাইক্রোসফট সারফেস স্টুডিও’ নামে এই পিসিকে একই সঙ্গে নানন্দিক এবং শক্তিশালী করে নির্মাণ করেছে মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এ তথ্য।
অ্যালুমিনিয়াম ধাতুতে গড়া হয়েছে সারফেস স্টুডিওকে। সারফেস স্টুডিওর ২৮ ইঞ্চি পিক্সেলডেন্স টাচস্ক্রিন মনিটরের পুরুত্ব মাত্র ১২ দশমিক ৫ মিলিমিটার। নির্মাতা প্রতিষ্ঠান থেকে দাবি করা হয়েছে, এখন পর্যন্ত নির্মিত সব অল-ইন-ওয়ান এলসিডি মনিটরের মধ্যে সারফেস স্টুডিওরটি সবচেয়ে পাতলা।

অন্যদিকে, মনিটরে ব্যবহৃত হয়েছে গরিলা গ্লাস এবং ৩ : ২ অ্যাসপেক্ট রেশিওর মনিটরে থাকছে এক কোটি ৩৫ লাখ পিক্সেল। পিক্সেলের হিসাবে ফোরকে টিভির চেয়েও ৬৩ শতাংশ বেশি পিক্সেল অন্তর্ভুক্ত থাকবে স্টুডিওর মনিটরে!
শুধু ডিজাইনের দিকেই মনোযোগ দেয়নি মাইক্রোসফট, স্পেসিফিকেশনের দিকেও বেশ খেয়াল রেখেছে তারা। ইন্টেলের সর্বশেষ কোয়াডকোর আই৭ প্রসেসরের সঙ্গে থাকছে ৩২ গিগাবাইট র‍্যাম ও ২ টেরাবাইট হাইব্রিড ড্রাইভ।
গ্রাফিকস কার্ড হিসেবে থাকছে এনভিডিয়ার জিফোর্স ৯৮০এম। ২ দশমিক ১ স্টেরিও ডলবি অডিও স্পিকার থাকছে এখানে। অন্যদিকে, একটি মাইক্রোফোনও যুক্ত আছে স্টুডিওতে কর্টানা ব্যবহারে সুবিধার জন্য। তা ছাড়া রয়েছে এইচডি ওয়েবক্যাম।

অন্যান্য যন্ত্রাংশ হিসেবে থাকছে কিবোর্ড ও মাউস। একই সঙ্গে ডিজিটাল আর্ট ও ডিজাইনের ক্ষেত্রে আরো বেশি স্বাচ্ছন্দ্যের জন্য থাকছে মাইক্রোসফট ডায়াল। তা ছাড়া অন্যান্য টাচস্ক্রিনের মতো এখানেও ব্যবহার করা যাবে স্টাইলাস পেন।
মাইক্রোসফট বর্তমানে অনলাইনে সারফেস স্টুডিওর আগাম অর্ডার নিচ্ছে। খুব দ্রুতই বাজারে আসবে এই অল-ইন-পিসি। প্রাথমিক পর্যায়ে এই সারফেস স্টুডিওর দাম রাখা হয়েছে দুই হাজার ৯৯৯ মার্কিন ডলার।
Share:

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

এ মাসে নতুন ম্যাকবুক নিয়ে আসতে পারে অ্যাপল বিস্তারিত দেখুন


প্রতিবছর নতুন মডেলের আইফোন ও ম্যাকবুক বাজারে ছাড়ে অ্যাপল। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে অ্যাপলপ্রেমীদের জন্য রয়েছে একটি সুসংবাদ। বছর প্রায় শেষ হতে চলেছে, এ বছরেই অ্যাপল আরেকটি নতুন ম্যাকবুক নিয়ে আসতে পারে। প্রযুক্তিবিষয়ক জাপানি ওয়েবসাইট মাকোতারা জানিয়েছে এ খবর।
এ মাসেই নতুন এক ইভেন্টের মাধ্যমে নতুন ম্যাকবুকটি উন্মুক্ত করতে পারে অ্যাপল। নতুন মডেলের এই ম্যাকবুকে থাকতে পারে ইউএসবি টাইপ-এ পোর্ট। নতুন এই ম্যাকবুকে থাকতে পারে ওএলইডি প্যানেল। কিবোর্ডের উল্টোদিকের প্যানেলে থাকবে স্পিকার্স।
মাকোতারার খবরে বলা হয়েছে, ১১ ইঞ্চি ডিসপ্লের ‘ম্যাকবুক এয়ার’-এর বিক্রি ও উৎপাদন বন্ধ করে দিতে যাচ্ছে অ্যাপল। এর বদলে ১৩ ইঞ্চি ডিসপ্লের ‘ম্যাকবুক এয়ার’-এর দিকেই বেশি মনোযোগ দিতে চায় প্রতিষ্ঠানটি।
বাজার গবেষণা করে অ্যাপল দেখেছে, তাদের নির্মিত আইপ্যাডগুলো ব্যবহারকারীরা সাধারণত গড়ে তিন বছর পরপর পরিবর্তন করে থাকেন। অর্থাৎ দীর্ঘ সময় ধরে আইপ্যাড ব্যবহার করেন অ্যাপল পণ্য ব্যবহারকারীরা।
আর সে জন্যই ২০১৩ সালের পর থেকে আইপ্যাডের বিক্রি কমে এসেছে। ক্ষতি পুষিয়ে নিতে তাই ম্যাকবুকের বাজার বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে অ্যাপল। সে কারণেই প্রতিবছর ম্যাকবুকের নতুন মডেল বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এ ছাড়া অ্যাপলের বাজার গবেষণায় আরো দেখা গেছে, গড়ে একজন ব্যবহারকারী ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত একটি আইফোন ব্যবহার করে থাকেন। ২০০৬ সালের মে মাসে বাজারে প্রথম ম্যাকবুক ছেড়েছিল অ্যাপল।
Share:

সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

Bangladesh Premier League (BPL) 2016 All Teams Squad Player List

 BPL 2016-17 Squad
BPL 2016-17 Squad
Barisal Bulls Squad
Rumman Raees, Dilshan Munaweera, Mushfiqur Rahim, Al-Amin Hossain, Taijul Islam, Mohammad Nawaz, Carlos Brathwaite, Shamsur Rahman, Abu Hider, Kamrul Islam Rabbi, Nadif Chowdhury, Josh Cobb, Mahedi Hasan, Monir Hossain Khan, Shahriar Nafees
Chittagong Vikings Squad
Tamim Iqbal, Anamul Haque, Chris Gayle, Dwayne Smith, Shoaib Malik, Mohammad Nabi, Taskin Ahmed, Chaturanga de Silva, Grant Elliott, Imran Khan jnr, Abdur Razzak, Subashis Roy, Jahurul Islam, Nazmul Hossain Milon, Jeevan Mendis, Tymal Mills, Zakir Hasan, Saqlain Sajib, Shahidul Islam, Yasir Ali Chowdhury, Jubair Hossain
Comilla Victorians Squad
Imrul Kayes, Liton Das, Ashar Zaidi, Imad Wasim, Thisara Perera, Mashrafe Mortaza, Sohail Tanvir, Nuwan Kulasekera, Rashid Khan, Rovman Powell, Khalid Latif, Shahzaib Hasan, Al-Amin, Nazmul Hossain Shanto, Nahidul Islam, Mohammad Saifuddin, Jason Holder, Mohammad Sharif, Nabil Samad, Jasimuddin, Saikat Ali, Rasel Al Mamun
Dhaka Dynamites Squad
Evin Lewis, Mahela Jayawardene, Kumar Sangakkara, Shakib Al Hasan, Ravi Bopara, Nasir Hossain, Mosaddek Hossain, Andre Russell, Dwayne Bravo, Seekugge Prasanna, Wayne Parnell, Sanjamul Islam, Alauddin Babu, Suhrawadi Shuvo, Mehedi Maruf, Usama Mir, Mohammad Shahid, Irfan Shukkur, Tanveer Haider
Khulna Titans Squad
Mahmudullah, Nicholas Pooran, Riki Wessels, Kevon Cooper, Mohammad Asghar, Benny Howell, Mosharraf Hossain, Lendl Simmons, Ben Laughlin, Shuvagata Hom, Ariful Haque, Abdul Majid, Alok Kapali, Andre Fletcher, Junaid Khan, Hasanuzzaman, Naeem Islam jnr, Noor Hossain Saddam, Taibur Rahman, Abdul Halim, Shafiul Islam
Rangpur Riders Squad
Soumya Sarkar, Sharjeel Khan, Mohammad Shahzad, Gidron Pope, Mohammad Mithun, Babar Azam, Shahid Afridi, Dasun Shanaka, Arafat Sunny, Richard Gleeson, Nasir Jamshed, Sachithra Senanayake, Rubel Hossain, Sohag Gazi, Ziaur Rahman, Naeem Islam, Gihan Rupasinghe, Elias Sunny, Pinak Ghosh, Muktar Ali, Mehrab Hossain, Shahbaz Chouhan
Rajshahi Kings Squad
Sabbir Rahman, Darren Sammy, Mohammad Sami, Nurul Hasan, Milinda Siriwardana, Upul Tharanga, Mominul Haque, Farhad Reza, Nazmul Islam, Raqibul Hasan, Samit Patel, Abul Hasan, Rony Talukdar, Salman Hossain, Ebadot Hossain, Mehedi Hasan Miraz.
Bangladesh cricket board announced the dates for the 4th edition of the Bangladesh Premier League (BPL T20 2016). It’s an International T20 league hold by BCA and also one of the controversial cricket tournament. This league was started back in January 2012 four years ago. Whereas, There are some top names who played in this league in past. An International player like Chris Gayle, Dwayne Smith, Brad Hodge, and Ahmed Shehzad were part of this league in past. The team squads, schedule, and broadcasting tv channels are listed below.
Bangladesh cricket board revealed the dates of the Bangladesh Premier League 2016. This tournament will kick start on the 4th November and end on 9th December 2016. Total seven teams will be participating in this tournament this year. Comilla Victorians are the defending champions of this year season.

Bangladesh Premier League winners

Dhaka Dynamites and Barisal is the most dominating teams in the BPL history. Dhaka Dynamites won the BPL title for two times. While Barisal Bulls also made their presence in the finals for two times. Dhaka Dynamites are the only team to defend their title in the BPL history.  Comilla Victorians won the title for very first time against Barisal Bulls.
Share:

রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

যে বিপিএল কেলেঙ্কারি ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের ‘লিটল মাস্টার’ মোহাম্মদ আশরাফুলের, সেই বিপিএল দিয়েই নাকি আবার মাঠে ফিরবেন তিনি। আর মাত্র ১২ দিন পর মুক্ত হয়ে যাবেন মোহাম্মদ আশরাফুল

সেই বিপিএল দিয়েই মাঠে ফিরছেন আশরাফুল!
যে বিপিএল কেলেঙ্কারি ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের ‘লিটল মাস্টার’ মোহাম্মদ আশরাফুলের, সেই বিপিএল দিয়েই নাকি আবার মাঠে ফিরবেন তিনি। আর মাত্র ১২ দিন পর মুক্ত হয়ে যাবেন মোহাম্মদ আশরাফুল। ১৬ আগস্ট নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার অনুমতি মিলবে টেস্টে সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ানের। মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছেন আশরাফুলও। আইসিসি ও বিসিবির নিষেধাজ্ঞা উঠে যাওয়াকে সামনে রেখে দুই মাসের বেশি সময় ধরে চলছে তার নিবিড় অনুশীলন। নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্র্রস্তুত করতে মরিয়া আশরাফুল স্কিল ট্রেনিংও চালিয়ে যাচ্ছেন।
ঈদের আগে মাঠে ফেরার প্র্রস্তুতির কথা জানিয়ে আশরাফুল বলেছিলেন, ক্রিকেট আমার ধ্যান-জ্ঞান, ভালবাসা। আমি মাঠের ছেলে। ঘাসের সঙ্গেই আমার নিবিড় সম্পর্ক। ব্যাট-বল, প্যাড ও গ্লাভসই প্রিয় সঙ্গী। মাঠ সব সময় আমাকে টানে। নিষেধাজ্ঞার কারণে বাইরে ছিলাম তিন বছর। আবার মাঠে ফেরার সময় চলে এসেছে। কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ, আমি সেই শুভক্ষণের অপেক্ষায় অধির। সে মুহুর্তর কথা ভেবে আবেগতাড়িৎ হয়ে যাচ্ছি। আর তর সইছে না।’
ধারনা ছিল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দীর্ঘ পরিসরের আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়েই হয়তো আবার মাঠে নামতে পারবেন আশরাফুল। আশরাফুল ভক্ত ও ক্রিকেট অনুরাগীদের ভাবনাও ছিল তেমনই। সবাই ধরেই নিয়েছিলেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে যে বিসিএল শুরু, সেটাই হবে আশরাফুলের মাঠে ফেরার আসর। সে কারণে এবারের বিসিএল ঘিরে একটু বেশিই আগ্রহ জন্মেছিল অনেকের মধ্যে। কিন্তু আশরাফুলের সে আশা পূরণ হচ্ছে না। তার বিসিএল খেলা হবে না। আশরাফুল ভক্তরাও প্রিয় ক্রিকেটারকে বিসিএলে মাঠে পাচ্ছেন না। ভেতরের খবর, বিসিএলে নেই আশরাফুল। তবে কি তার নিষেধাজ্ঞা প্রত্যাহারে কোন নতুন সমস্যা দেখা দিয়েছে? এমন কিছু কি ঘটেছে, যাতে আশরাফুল ১৬ আগস্ট নিষেধাজ্ঞা মুক্ত হবেন না!
তার নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কোন সমস্যা কিংবা জটিলতাও নেই। আশরাফুল পূর্ব ঘোষনা অনুযায়ী ১৬ আগস্টই মুক্ত হবেন। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান তা নিশ্চিত করেছেন। আকরাম খান জানান, আশরাফুল যথা সময়েই মুক্ত হতে যাচ্ছে এবং অতি অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতিও পাবে। এবং খেলতেও পারবে। তবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে যে বিসিএল শুরু হচ্ছে, আকরাম খান এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তা হবে না। ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরামের কথা, আমি যতদুর জানি আশরাফুল বিসিএলে সুযোগ পাবে না। ‘কারণ ওই আসর ফ্র্যাঞ্চাইজি ও বোর্ডের টাকায় চললেও ফ্র্যাঞ্চাইজিদের কথায় ও ইচ্ছেয় দল হয় না। দল সাজিয়ে দেন নির্বাচকরা। এবারও তাই দিবেন। আমি যতটুকু জানি নির্বাচকরা জাতীয় লিগকে মানদন্ড ধরে বিসিএলের জন্য ক্রিকেটার নির্বাচন করেন। যারা জাতীয় লিগে ভাল খেলেছে, কেবল সেই সব ক্রিকেটারকেই বিসিএলে খেলার সুযোগ করে দেয়া হয়। এখন নান্নু ভাই-ই ভাল বলতে পারবেন, আশরাফুলকে নেয়া যায় কি না? কারণ তার ক্ষেত্রে জাতীয় লিগে ভাল বা মন্দ করার কোনই সুযোগ নেই।
নিষেধাজ্ঞার কারণে আশরাফুল গত দুই জাতীয় লিগ খেলতেই পারেনি। এইটুকু বলে প্রধান নির্বাচকের কোর্টে বল ঠেলে কথা শেষ করেন আকরাম খান। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও একই সুরে কথা বলেন। তিনিও জানান, আশরাফুলের পক্ষে বিসিএল খেলা সম্ভব নয়। প্রধান নির্বাচক বলেন, আমিও শুনেছি আশরাফুল এ মাসেই মুক্ত হয়ে যাচ্ছে। তবে বোর্ড এখন পর্যন্ত আমাকে সে ব্যাপারে লিখিত কিছু জানায়নি। বোর্ড আনুষ্ঠানিকভাবে তার নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানালেই না কেবল তাকে নেয়ার প্রশ্ন। আগে আমি বোর্ড সিইওর কাছ থেকে লিখিত অনুমতি বা ছাড়পত্র পাই, তখন আশরাফুলকে বিবেচনায় আনার ক্ষেত্র মিলবে। তবে বর্তমান অবস্থায় আমার তথা নির্বাচকদের পক্ষে এবারের বিসিএলে আশরাফুলকে কোন দলে রাখার অবকাশ নেই।
কারণ হিসেবে প্রধান নির্বাচক বলেন, কারণ আমরা জাতীয় লিগের ভাল পারফরমারদের দীর্ঘ পরিসরের ফ্র্যাঞ্চাইজি আসরে একটা প্লাটফর্ম তৈরী করে দেই। এ কারণেই জাতীয় লিগে নজর কাড়া পারফরমারদের দিয়েই বিসিএলে চার দল সাজানো হয়। যেহেতু আশরাফুল গত জাতীয় লিগ খেলেইনি। তাই তাকে বিবেচনা করার কোন মানদন্ডও আমাদের হাতে নেই। কাজেই তাকে চার দলের খেলোয়াড় তালিকায় রাখারও কোন সুযোগ নেই। সে ক্ষেত্রে তাকে মাঠে ফিরতে অপেক্ষায় থাকতে হবে। আগামী জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ কিংবা বিপিএলের আগে আমিতো কোন সুযোগ দেখছি না। ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আখরাম খান ও মিনহাজুল আবেদিন নান্নুর কথা অনুযায়ী নিষেধাজ্ঞা মুক্ত হবার পরও আশরাফুলকে তিন মাসের বেশি সময় অপেক্ষা করতে হবে। বিসিএল নয়, যে আসরে ম্যাচ পাতানোর অভিযোগে তার ভাগ্যে নেমে এসেছিল দূর্যোগের ঘনঘটা, সেই বিপিএল দিয়েই আবার মাঠে ফেরা হবে আশরাফুলের।
Share:

রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬

কম্পিউটারের হার্ডওয়্যার, সফ্টওয়ার ও অফিস এপ্লিকেশন সম্পর্কিত সমস্যার সমাধান ১০০ পর্বের ৫ম পর্ব দেখুন বাকি ৯৫ পর্ব আসিতেছে খুব শিঘ্রই

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ২য় টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আর কেউ যদি কম্পিউটার নিয়ে সমস্যায় থাকেন তবে এই টিউনটা পড়লে অনেক উপকৃত হবেন আজকের সমস্যার ধরণ: হার্ডওয়্যার ১. আপনার কম্পিউটারের মনিটরে ছবি আসে না তাহলে আপনি দেখতে পারেন. আমাদের সমাধান: যদি মনিটরে কোনো ডিসপ্লে না আসে এবং এর লেড লাইট জ্বলে নিভে তখন বুঝতে হবে গ্রাফিক্স/ভিডিও কার্ডে কোনো সমস্যা বা মনিটরের ক্যাবল কানেকশন লুজ হয়ে গেছে। কানেকশন চেক করুন। অনেকসময় র্যামের স্লট পরিবর্তন করলেও এই সমস্যার সমাধান হয়ে যায়।বায়োস সেটিংস রিসেট করেও দেখতে পারেন। ২. গ্রাফিক্স কার্ডের সমস্যা বোঝার উপায় কি? জেনে নিন এখনই আমাদের সমাধান: যদি মনিটর ও পিসির পাওয়ার সুইচ অন করার পর তিনটি শর্ট বীপ শুনতে পান তাহলে বুঝতে হবে গ্রাফিক্স কার্ডে সমস্যা। আপনার গ্রাফিক্স কার্ডটি খুলে অন্য পিসিতে লাগিয়ে নিশ্চিত হয়ে নিন এটি ঠিক আছে কিনা। আর যদি বিল্টইন গ্রাফিক্স হয় তাহলে আলাদা গ্রাফিক্স কার্ড এজিপি স্লটে লাগিয়ে টেস্ট করতে পারেন।ইন্টিগ্রেটেড এজিপির সমস্যা সমাধানে বায়োস সেটিংস রিসেট করে দেখতে পারেন। ৩. মনিটর ঝাপসা বা ছবি কাঁপলে কি করবেন দেখে নিতে পারেন এখান থেকে আমাদের সমাধান: যদি মনিটর ঝাপসা মনে হয় বা এটি কাঁপতে থাকে তাহলে বুঝতে হবে মনিটর ও গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেটে অসামঞ্জস্য আছে। যদি উইন্ডোজ লোড হওয়াকালীন এই সমস্যা হয় তাহলে বুঝবেন মনিটরের রিফ্রেশ রেট ভুলভাবে সেটিংস করা হয়েছে। এমতাবস্থায় সিস্টেম বুট হবার পর যখন Starting Windows মেসেজটি দেখবেন তখনই কী-বোর্ডের এফ৮ চেপেসেফ মোডে উইন্ডোজ চালু করুন। এর গ্রাফিক্স/ডিসপ্লে প্রোপার্টিজে গিয়েরিফ্রেশ রেট ঠিক করুন।
Share:

শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

কম্পিউটারের হার্ডওয়্যার, সফ্টওয়ার ও অফিস এপ্লিকেশন সম্পর্কিত সমস্যার সমাধান ১০০ পর্বের ৪র্থ পর্ব দেখুন বাকি ৯৬ পর্ব আসিতেছে খুব শিঘ্রই


সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আর কেউ যদি কম্পিউটার নিয়ে সমস্যায় থাকেন তবে এই টিউনটা পড়তে পারেন। আশা করি আপনার অনেক কাজে দিবে তাহলে শুরু করা যাক
আপনার কম্পিউটার কম্পিউটার চালু না হলে করণীয় কি? সমস্যার ধরণ: অন্যান্য হার্ডওয়্যার
আমাদের সমাধান: এটিকে একটি পরিচিত সমস্যা হিসেবেই চিহ্নিত করতে চাই। নিয়মিত কম্পিউটার চালু হয় না এমনটা বললে মনে হয় ভুল বলা হবে না। নতুন ব্যবহারকারীদের কাছে এই সমস্যার একটাই সমাধান। তা হচ্ছে বিক্রেতার শরণাপন্ন হয়ে অযথা পয়সা খরচ। নিচের কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে। আশা করি আপনার চেষ্টা বিফলে যাবে না।
* পাওয়ার সুইচ অন করার পর সিস্টেমের ইন্টারনাল স্পিকার কয়টা আওয়াজ করলো খেয়াল করুন। যদি বীপ সংখ্যা এক হয় তার মানে কম্পিউটার ডিসপ্লে আউটপুট পাচ্ছে না। অথবা কীবোর্ড মাদারবোর্ডের সাথে ঠিকমতো সংযুক্ত না হলেও এমনটা হতে পারে।
# যদি একটি বড় বীপের পর দুটি ছোটো বীপ হয় তারমানে র‌্যাম পাচ্ছে না আপনার মাদারবোর্ড। র‌্যাম পরিবর্তন না স্লট পরিবর্তন করে দেখুন।
#যদি একটি বড় বীপের পর তিনটি ছোট বীপ হয় তাহলে বুঝবেন নিশ্চিতভাবেই ডিসপ্লে বা গ্রাফিক্স আউটপুটের সমস্যা।
# আর যদি একটা বড় বীপ তারপর চারটা ছোট বীপ হয় তারমানে আপনার মাদারবোর্ড বা গুরুত্বপূর্ণ কোন হার্ডওয়ার নষ্ট হয়ে গিয়েছে বা ঠিকমতো কাজ করছে না।
# তবে এর জন্য আপনার পিসিতে ইন্টারনাল স্পীকার কিন্তু থাকতে হবে। অনেক মাদারবোর্ডে ইন্টারনাল স্পীকার বিল্ট-ইন থাকে।অন্যগুলাতে আলাদা লাগাবে হয়।সাধারনত কম্পিউটার কেনার সময় বিক্রেতাই এটি দিয়ে দেয় তবে অনেকসময় ভুলে তা ঠিকমতো লাগানো নাও থাকতে পারে।সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডের বক্সে দেখুন স্পীকার পান কিনা।নইলে সময় করে বিক্রেতার কাছ থেকে নিয়ে আসুন।বুঝতেই পারছেন কেন আমি এটাকে এতো গুরুত্ব দিচ্ছি।
* মনিটরের দিকে তাকান। এটি কি স্লীপ মোডে আছে ? অর্থাৎ এর লেড লাইট কি জ্বলছে নিভছে কিনা খেয়াল করুন। যদি তা না হয় অর্থাৎ লেড লাইট জ্বলেই থাকে এবং মনিটরে কিছু না কিছু দেখা যায় তাহলে আপনাকে অভিনন্দন। আপনার মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড ঠিক আছে।সমস্যাটা ছোটোখাটো।নো টেনশন!
* যদি পাওয়ার অন করাই সম্ভব না হয় তাহলে কেসিং খুলে দেখুন নিঃসন্দেহে আপনার পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা। খোঁজার চেষ্টা করুন সমস্যাটা কোথায়।
* এবারে ধরুন মাদারবোর্ডের পাওয়ার লেড জ্বলছে কিন্তু কেসিংয়ের পাওয়ার বাটন চাপলেও পিসি রেসপন্স করছে না তখন বুঝতে হবে কেসিংয়ের পাওয়ার সাপ্লাইয়ে কোনো সমস্যা হবার কারণে এটি পর্যাপ্ত ভোল্টেজ আউটপুট দিতে পারছে না। এক্ষেত্রে সম্ভব হলে অন্য পাওয়ার সাপ্লাই লাগিয়ে চেষ্টা করে দেখুন।
* এবারেও কাজ হয়নি ? হতে পারে আপনার পাওয়ার সুইচেই সমস্যা। অভিজ্ঞ কাজ জানা ব্যবহারকারীরা সম্ভব হলে মাদারবোর্ডের ম্যানুয়াল দেখে মাদারবোর্ডের পাওয়ার বাটন পিন দুইটি বের করে তা কোনোভাবে কন্টাক্ট করে দেখতে পারেন কাজ হয় কিনা। তবে অনভিজ্ঞরা এই কাজটি না করতেযাওয়াটাই ভালো।
* পাওয়ার সংক্রান্ত সমস্যার আশাকরি সমাধান হলো। এবারও কম্পিউটার চালু হচ্ছে না ? তাহলে বুঝতে হবে র‌্যামের সমস্যা। র‌্যামের স্লট পরিবর্তন করে নতুবা অন্য র‌্যাম লাগিয়ে দেখুন।
* কম্পিউটার বুট হলো ঠিকঠাক কিন্তু উইন্ডোজ লোডিং-এর আগেই আটকে গেছে ? তখন বুঝতে হবে আপনার হার্ডডিস্কের সমস্যা। হার্ডডিস্কের পাওয়ার ও ডাটা ক্যাবলের কানেকশন চেক করুন। সম্ভব হবে মাদারবোর্ডের যে কানেক্টরে ক্যাবলটি লাগানো তা পরিবর্তন করে দেখুন। এছাড়া এমনটি কি হচ্ছে কম্পিউটার ঠিকমতো চালু হচ্ছে হয়তো অপারেটিং সিস্টেমও লোড হচ্ছে তারপর ধুড়ুম করে পিসি বন্ধ হয়ে রিস্টার্ট করছে। এটি সম্ভবত প্রসেসরের কুলিং ফ্যান বা হিটসিংক ও প্রসেসরের কানেকশনের দুর্বলতার কারণে হচ্ছে। চেক করে দেখুন ফ্যান ঠিকমতো ঘুরছে কি-না বা ফ্যানসহ সবকিছু ঠিকমতো টাইট আছে কিনা। পারলে কুলিং ফ্যানসহ হিটসিংক খুলে আবারও লাগান। কুলিং ফ্যান দুইপাশে একসাথে চাপ দিয়ে খুলতে হয়।
আর হঠাৎ করে বন্ধ না হলে মানে একটু সময় নিয়ে সংকেত দিয়ে বন্ধ হওয়া মানে ভাইরাসের আক্রমণের শিকার আপনি।
হঠাৎ বলতে আমি এটা বুঝাচ্ছি যে কম্পিউটার চলার সময় পাওয়ার চলে গেলে যেভাবে বন্ধ হয় সেরকম ঘটনা।
এছাড়াও কোনো না কোনো ক্যাবল লুজ/ নষ্ট হয়ে যাবার কারণেও কম্পিউটার চালু হওয়া বন্ধ হয়ে যেতে পারে। এই ব্যাপারটিও খেয়াল রাখবেন।
Share:

কম্পিউটারের হার্ডওয়্যার, সফ্টওয়ার ও অফিস এপ্লিকেশন সম্পর্কিত সমস্যার সমাধান ১০০ পর্বের ৩য় পর্ব দেখুন বাকি ৯৭ পর্ব আসিতেছে খুব শিঘ্রই


সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আর কেউ যদি কম্পিউটার নিয়ে সমস্যায় থাকেন তবে এই টিউনটা পড়ার পর মনে হয়না তিনি আর সমস্যায় থাকবেন। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের নাম শনাক্তের উপায় জেনে নিন, সমস্যার ধরণ: হার্ডওয়্যার আমাদের সমাধান: কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে ধারণা পেতে হলে আগে আপনাকে কেসিং খুলেতে হবে। এজন্য কেসিং এর পেছনের দুইটি স্ক্রু খুলে ভেতরে তাকান। 1. মূল যে বড় সার্কিট বোর্ডটি দেখছেন তাই মাদারবোর্ড। আর পাওয়ার সাপ্লাই থাকে কেসিং এর উপরে পেছন দিকে। পাওয়ার সাপ্লাই থেকে অনেকগুলো লাল, হলুদ, কালো বা নীল তার বের হয়ে আসে। এর কিছু সংযুক্ত মাদারবোর্ডে আর কিছু সরাসরি অন্য হার্ডওয়্যারে যেমন- সিডি ড্রাইভ, ফ্লপি ড্রাইভ, হার্ডডিস্ক। 2. মাদারবোর্ডে প্রসেসর কোনটি তা বুঝতে এর কুলিং ফ্যান খুঁজে বের করুন। সাধারণত এটি মাদারবোর্ডের উপরে কিছুটা বামে থাকে। প্রসেসর ফ্যানের জন্য সরাসরি দেখা সম্ভব নয়। 3. র্যাম সাধারণ প্রসেসরের ডানপাশে থাকে। মডেলভেদে ২-৪টি স্লট,লম্বাকৃতির। 4. সাউন্ডকার্ড কোনটি বুঝতে হলে খুঁজে বের করুন স্পিকারের ইনপুট জ্যাক কোথায় লাগে সেই ডিভাইসটি। 5. একইভাবে মনিটরের ক্যাবল দিয়ে জানতে পারবেন কোনটি আপনার গ্রাফিক্স কার্ড। 6. একই উপায়ে মডেম (টেলিফোনের তার), ল্যান কার্ড (ব্রন্ডব্যান্ড ইন্টারনেটের তার) খুঁজে বের করতে পারবেন আপনি। 7. চিকন চিকন লাল, হলুদ, কাল বা নীল তারগুলো পাওয়ার ক্যাবল। সাদা বা লাল চওড়া ক্যাবলগুলো ডাটা ক্যাবল। 8. সাধারণ একটি পিসিতে কেসিং-এর পেছনে পাওয়ার কর্ড, মনিটর কর্ড,মাউস ও কী-বোর্ড, স্পিকার ইনপুট এগুলো প্রাথমিক অনুসঙ্গ যা সব পিসিতেই আছে। বিভিন্ন ক্যাবল আলাদা রকমের হওয়াতে সবচেয়ে বড় সুবিধা এক ধরনের কানেকশন আপনি ভুল করে চাইলেও অন্যটিতে লাগাতে পারবেন না।
Share:

কম্পিউটারের হার্ডওয়্যার, সফ্টওয়ার ও অফিস এপ্লিকেশন সম্পর্কিত সমস্যার সমাধান ১০০ পর্বের ২য় পর্ব দেখুন বাকি ৯৮ পর্ব আসিতেছে খুব শিঘ্রই




সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আর কেউ যদি কম্পিউটার নিয়ে সমস্যায় থাকেন তবে এই টিউনটা পড়ার পর মনে হয়না তিনি আর সমস্যায় থাকবেন
১. বাসায় ওয়াই ফাই সেটাপ করতে চান নিজেই, তাহলে আপনার জন্য । সমস্যার ধরণ: ইন্টারনেট কানেক্শন
আমাদের সমাধান: আপনি যদি ল্যাপটপে ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে শুধু একটা ওয়াইফাই রাউটার কিনলেই হবে। আর ডেস্কটপে ব্যবহার করতে চাইলে ডেস্কটপের জন্য আলাদা এডাপ্টার কিনতে হবে। অথবা চাইলে ডেস্কটপে রাউটার থেকে ল্যান ক্যাবল দিয়েও ইন্টারনেট ও নেটওয়ার্কিং এর কাজ করতে পারবেন। বাজারে দুই ধরনের রাউটার পাওয়া যায়। ৫৪এমবিপিএস এবং ৩০০ এমবিপিএস। মোটামুটি ২২০০ টাকার মধ্যেই ৫৪ এমবিপিএস রাউটার পাওয়া সম্ভব। আর রাউটার সেটাপ করা অনেকটা ক্যাবল ইন্টারনেট সেটাপের মতোই। এটা সংশ্লিষ্ট ম্যানুয়াল দেখে সহজেই আপনি করে নিতে পারবেন।

২. গুগল ক্রোমে নেট ব্রাউজিং সমস্যা, সমস্যার ধরণ: ইন্টারনেট ব্রাউজিং
আমাদের সমাধান: আপনার ক্রোমে যদি কোনো থার্ড পার্টি এড অন ইন্সতল করা থাকে তাহলে তা মুছে ফেলুন। ব্রাউজারের হিস্টরি এবং কুকিস মুছেও দেখতে পারেন। এতেও কাজ না হলে ক্রোমের নতুন এবং সর্বশেষ ভার্সন ব্যবহার করুন। ক্রোম সাধারণত প্রতি সপ্তাহেই নতুন নতুন ভার্সন বের করে।

৩. সিডি ড্রাইভের সমস্যা তাহলে আপনার জন্য, সমস্যার ধরণ: সিডি রম
আমাদের সমাধান: যদি সিডি ড্রাইভটি সাটা হয় তাহলে তার পোর্ট পরিবর্তন করে দেখুন। আর সিডি ড্রাইভ বেশি পুরাতন হলে তার হেড পরিস্কার করাটা জরুরি। অথবা আপনি নিজেই খুলে চেষ্টা করে দে;খতে পারেন আর না পারলে অভিজ্ঞ দের পরামর্শ নিতে পারেন
Share:

শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

কম্পিউটারের হার্ডওয়্যার, সফ্টওয়ার ও অফিস এপ্লিকেশন সম্পর্কিত সমস্যার সমাধান ১০০ পর্বের ১ম পর্ব দেখুন বাকি ৯৯ পর্ব আসিতেছে খুব শিঘ্রই



সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আর কেউ যদি কম্পিউটার নিয়ে সমস্যায় থাকেন তবে এই টিউনটা পড়ার পর মনে হয়না তিনি আর সমস্যায় থাকবেন
কম্পিউটারের হার্ডওয়্যার, সফ্টওয়ার ও অফিস এপ্লিকেশন সম্পর্কিত সমস্যার সমাধান ১০০ পর্বের ১ম পর্ব দেখুন বাকি ৯৯ পর্ব আসিতেছে খুব শিঘ্রই। আশা করি সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক ।
 Image result for কম্পিউটার চালু না হওয়ার কারন ও তার সমাধান:
১. পিসি বারবার হ্যাং করছে নিয়ে নিন সমাধান. সমস্যার ধরণ: হার্ডডিস্ক, সিডি রম, RAM
আমাদের সমাধান: বিনা কারণেই যদি পিসি হ্যাং করে বা রিস্টার্ট হয় তখন খেয়াল করবেন র‌্যা স্লটে ঠিকমতো বসানো আছে কিনা। এরপর যদি একাধিক
র‌্যা ব্যবহার করে থাকেন তাহলে খেয়াল করুন সবগুলোই একই বাসস্পিডবিশিষ্ট কিনা। সিস্টেম স্ট্যাবিলিটির জন্য একই বাসস্পিডবিশিষ্ট র‌্যা ব্যবহার করা খুবই জরুরি। এছাড়া ভাইরাসের কারণেও এমনটা হতে পারে।


২. অপারেটিং সিস্টেম লোডিং টাইম. সমস্যার ধরণ: অপারেটিং সিস্টেম
আমাদের সমাধান: সম্ভবত আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত। আপনি কোন ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করে দেখতে পারেন।যদি ঠিক না হয় তবে কমেন্ট করে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব।
৩. কম্পিউটারের কেসিং খুলতে সাহায্য চাই সমস্যার ধরণ: অন্যান্য হার্ডওয়্যার
আমাদের সমাধান: কম্পিউটারের কেসিং খোলার কাজটি খুব সহজ। একটু ভালো করে খেয়াল করলেই আপনি এটি করতে পারবেন। সাধারণত কেসিং-এর পেছনে এটি খোলার +=৪টি স্ক্রু থাকে। কেসিং খোলার আগের পাওয়ার সাপ্লাই অফ করুন। মাদারবোর্ডের পেছন থেকে সব প্লাগ খুলে ফেলুন।
সামনে থেকে কেসিংটাকে দেখলে এর বামপাশের অংশটি খুলতে হয়। এর পেছনে স্ক্রু দুটি খুলতে ভালো চারকোণা স্ক্রু ড্রাইভার লাগবে আপনার। খোলা স্ক্রু সযত্নে রাখুন।
স্ক্রু খোলা হয়ে গেলে কেসিং-এর পাশ থেকে কভারটি আলাদা করে নিন। সাধারণত কভারটি পেছনদিকে কিছুটা স্লাইড করে খুলতে হয়। 
Share:

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

এই প্রথম মেয়েদের অনলাইন প্রতিযোগিতা আপনিও পারবেন অংশ গ্রহন করতে বিস্তরিত দেখুন এখানে


বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার এডা লাভলেসের সম্মানে প্রতিবছর ১১ অক্টোবর পালিত হয় এডা লাভলেস দিবস। দিনটি মেয়েদের বিজ্ঞান-প্রকৌশল-প্রযুক্তি-গণিত শিক্ষা ও কর্মে উৎসাহী করার জন্য নানা আয়োজনে পালিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে ও কোড মার্শালের সহায়তায় মেয়েদের জন্য একটি অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এর আগে গত ৮-১০ অক্টোবর ঢাকার আদাবরে অনুষ্ঠিত হয়েছে বিডিওএসএনের গার্লস প্রোগ্রামিংয়ের নতুন মেন্টরদের ক্যাম্প। ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে ১৪ জন মেন্টর অংশ নেন। ক্যাম্পে ঢাকা ও ঢাকার বাইরে মেয়েদের প্রোগ্রামিংয়ের ব্যাপারে উৎসাহী ও দক্ষ করে তোলার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে নিয়মিত প্রোগ্রামিং কনটেস্ট ও দেশের বিভিন্ন স্থানে মেয়েদের জন্য প্রোগ্রামিং ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ অক্টোবর সকালে মেন্টরদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হয়েছে ক্যাম্প।
সমাপনী পর্বে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। বিডিওএসএন তাদের ‘মিসিং ডটার’ কার্যক্রমের আওতায় এই আয়োজন করছে।
আজ শুক্রবার ওপেন সোর্স নেটওয়ার্কের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৫ অক্টোবর সন্ধ্যা ৭টা কোড মার্শালে (http://algo.codemarshal.org) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে যে কোনো মেয়ে অংশ নিতে পারবেন এবং এর জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে না। সরাসরি প্রতিযোগিতার লিংকে (goo.gl/5OIjnJ) গিয়ে নিবন্ধন করতে পারবেন। অংশগ্রহণকারীদের আগামীতে বিডিওএসএন আয়োজিত গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্পে অংশগ্রহণে অগ্রাধিকার দেওয়া হবে।
Share:

এবারের বিপিএলের নতুন দুই দল খুলনা-রাজশাহী! বিস্তারিত দেখুন এখানে.....

Image result for bpl 2016
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এ বছরের নভেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ
প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগেই জানা গিয়েছিল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই
টি-টোয়েন্টি টুর্নামেন্টের চতুর্থ আসরে বাড়ছে দলসংখ্যা। আর বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন সেই দু’টি দল
হতে পারে রাজশাহী ও খুলনা।
তবে, এখনও ফ্রাঞ্চাইজি সংখ্যা চূড়ান্ত হয়নি নির্ধারণ হয়নি। তবে পরবর্তী
দুই সপ্তাহের দল নির্বাচন করা হবে বলে নাজমুল হাসান পাপন।রোববার পাপন নিজ
বাস ভবনে সংবাদ কর্মীদের জানান, আগের বিপিএলে ছয়টি দল থাকলেও এবার আটটি দল
করার পরিকল্পনা রয়েছে।বললেন, ‘আগামী আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করা হবে। গত বছর
রাজশাহী আবেদন করেছিল, কিন্তু সময় মতো না আসায় আমরা তাদের নিতে পারিনি।
খুলনাও এ বছর আসতে পারে। তবে আমরা যা করি সঠিক নিয়মের মধ্যেই করবো।
নভেম্বর আসতে এখনও হাতে কিছুদিন সময় থাকলেও এখন থেকেই এর কার্যক্রম
এগিয়ে রাখতে চায় বিসিবি। আগামী কয়েকদিনের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি ঠিক করার
জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হবে এবং ১৫ দিনের মধ্যেই আটটি দল চূড়ান্ত করা হবে
 বলে জানান বিসিবি প্রধান।
তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরিই বিজ্ঞাপন দেবো এবং বিপিএল চারের জন্য ১৫
দিনের মধ্যেই নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজে বের করবো। তবে বিসিবির বেঁধে দেওয়া
নিয়মনীতি পালন না করায় এ বছর একটি বা দুটি ফ্র্যাঞ্চাইজি বাদ দেওয়া হতে
পারে। সেক্ষেত্রে তাদের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ করা হবে।
২০১১ সালে ছয়টি দল নিয়ে আয়োজিত হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের
(বিপিএল) প্রথম আসর। পরের বছর আরও একটি বাড়িয়ে সাত দল নিয়ে অনুষ্ঠিত হয়
দ্বিতীয় আসর। তবে নানা অনিয়ম ও অভিযোগের কারণে মাঝে দুই বছর বিপিএল মাঠে
গড়ায়নি। দু’বছর পরে ২০১৫ সালে আবারও বিপিএলের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়।
Share:

চলুন দেখে নিই মানুষের অসাধারন কিছু অভ্যাস এখনই

Image result for যেসব অভ্যাস বজায় রাখা উচিৎ সারা বছর
প্রতি মৌসুমে একটু একটু করে বদলায় আমাদের জীবন চর্চা। বর্ষা এলে ব্যাগে থাকে একটা ছোট্ট ছাতা, গ্রীষ্মে এক জোড়া সানগ্লাস আর শীতে লিপ বাম। কাউকে বলে দিতে হয় না, প্রয়োজনের বশেই তৈরি হয়ে যায় ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো। কিছু কিছু অভ্যাস আছে যা কেবল নির্দিষ্ট মৌসুমে নয়, সারা বছরই কাজে লাগতে পারে। এই গরমকালে রপ্ত করা অভ্যাসগুলো তাই আপনিও বজায় রাখুন সারা বছর জুড়েই। চলুন দেখে নিই এমন অভ্যাসগুলোকে-
১) মৌসুমি ফল ও সবজি খাওয়া
গ্রীষ্মকালের মৌসুমি ফল অনেক মজাদার হয়। সারাবছর ফল না খেলেও এই সময়ে আম-কাঁঠাল সবার বাসাতেই থাকে। এই অভ্যাস সারা বছরই বজায় রাখুন। মৌসুমের ফল টাটকা থাকতে থাকতে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন পরিবারের সবার মাঝে।
২) রোদে সময় কাটানো
গ্রীষ্মের সময়টায় ইচ্ছে না করলেও অনেকটা রোদ পড়ে আমাদের ত্বকে। সারা বছরই শরীরে রোদ লাগানোর চেষ্টা করুন। এটা ঘুমের সমস্যা দূর করা থেকে শুরু করে ভিটামিন ডি এর অভাব পূরণের মতো উপকারগুলো করে।
৩) সানস্ক্রিন ব্যবহার
হ্যাঁ, সারা বছর রোদের আঁচ গ্রীষ্মের মতো অত বেশি থাকে না বটে, কিন্তু তারপরেও নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন। অন্য সময়ে হয়তো ঘাম কম হবে ফলে একাধিক বার সানস্ক্রিন মাখতে হবে না। কিন্তু বাসা থেকে বের হবার সময়ে সানস্ক্রিন দিয়ে বের হওয়াটাই ভালো। এ ছাড়াও ছাতা বা টুপি সাথে রাখতে পারেন সবসময়।
৪) সাথে রাখুন সানগ্লাস
হ্যাঁ, ত্বক নিরাপদ রাখার পাশাপাশি চোখকেও রাখুন সুস্থ। সারা বছরই ব্যবহার করুন সানগ্লাস। এতে ছানি, ম্যাকুলার ডিজেনারেশন এবং চোখের ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব হয়।
৫) যথেষ্ট পরিমাণে পানি পান করুন
গরমে ঘেমে যাবার ফলে তৃষ্ণা বেশি লাগে, ফলে অনেকেই বেশ করে পানি পান করেন গ্রীষ্মে। কিন্তু অন্যান্য মৌসুমে তাদের পানি পানের প্রতি মনোযোগ কমই থাকে। সারা বছর নিয়ম করে প্রয়োজনীয় পরিমাণে পানি পান করুন, তেমন একটা তৃষ্ণা না লাগলেও। এতে হিটস্ট্রোক এবং অন্যান্য শারীরিক সমস্যা এড়ানো সম্ভব হয়।
৬) পোকামাকড় থেকে দূরে থাকুন
গরম ও বৃষ্টির দিনে মশার উপদ্রবটা বেশিই হয়। তাই বলে বছরের বাকি দিনগুলো অসতর্ক থাকলে হবে না। মশারি ব্যবহার করুন সারা বছর। পাশাপাশি বাণিজ্যিক বা ঘরোয়া কীটনাশক ব্যবহার করতে পারেন। বাড়ি ও এর আশেপাশের জায়গা পরিষ্কার রাখুন যাতে পোকামাকড় বাসা বাঁধতে না পারে।


এছাড়াও আরও যা যা করতে পারেন-
বাইরে খেলাধুলার অভ্যাস গড়ে তুলুন
শরীচর্চার অভ্যাস বজায় রাখুন
আরামদায়ক পোশাক পরুন
গ্রিল করে খাবার খান সারা বছরই
Share:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার