ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও শবনম বুবলি জুটির
‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমা দুটো। ক্যারিয়্যারের শুরুতেই ঈদের দুটো সিনেমা
নিয়ে বক্স অফিসে অভিষিক্ত হচ্ছেন এক সময়ের সংবাদ পাঠিকা শবনম বুবলি।
সম্প্রতি নিজের সিনেমা ক্যারিয়্যারের বিভিন্ন বিষয় নিয়ে গ্লিটজের মুখোমুখি হয়েছিলেন তিনি।
গ্লিটজ: ঢাকাই সিনেমার ইতিহাসে এই প্রথমবার ঈদে কোন নবাগত
নায়িকার একই দিনে দুটো সিনেমা মুক্তি পাচ্ছে। এ ব্যাপারে আপনার অনুভুতি
জানতে চাই।
শবনম বুবলি: এক কথায় বলতে গেলে এটা এক অসাধারন অনুভুতি, যা অল্প কথায় প্রকাশ করা সম্ভব নয়। ঈদের মতো এত বড় একটি উৎসবে সিনেমার শিল্পের একজন সুপারস্টারের বিপরীতে আমার অভিনীত দুটো সিনেমা মুক্তি পাচ্ছে- সত্যিই আমি খুবই ভাগ্যবতী। সবকিছু মিলিয়ে অবশ্যই খুবই ভালোলাগা কাজ করছে।
গ্লিটজ: বক্সঅফিসে পরীমণির সঙ্গে আপনার লড়াইকে কিভাবে দেখছেন?
শবনম বুবলি: আমার বিশ্বাস আমার কাজ ভালো হলে অবশ্যই দর্শকরা গ্রহন করবেন। আমি কখনোই কাউকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবি না। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় নিজস্ব অবস্থানে রয়েছে। আমি আমার মতো করে কাজ করছি। অন্য অভিনেত্রী যারা রয়েছেন তারা প্রত্যেকেই নিজস্ব অবস্থানেই রয়েছেন, সারা জীবনই থাকবেন। আমি চাই না কেউ কারো জায়গা থেকে অনুকরন ও অনুসরন করুক কিংবা প্রতিযোগী হয়ে যাক।
গ্লিটজ: সিনেমার মুক্তির আগেই গনমাধ্যমের কল্যাণে তারকাখ্যাতি পেয়েছেন। পরবর্তীতে আপনার কাজের ক্ষেত্রে এই তারকাখ্যাতির জন্য আপনাকে যে ধরনের মানুষিক চাপ সহ্য করতে হবে, তার জন্য কি আপনি প্রস্তুত?
শবনম বুবলি: আমার সিনেমা মুক্তির আগেই দর্শক ও গনমাধ্যম সহ
চারিদিক থেকে যে পরিমানে ইতিবাচক সাড়া ও প্রশংসা পাচ্ছি তা আমার জন্য অনেক
বড় একটি প্রাপ্তি। একইভাবে অনেক বেশি চাপও রয়েছে। কারন কোনো কাজ করতে গেলেই
সবার আগে আমাকে আমার দর্শকদের কথা ভাবতে হচ্ছে। তাদের প্রত্যাশা আমার
প্রত্যাশার তুলনায় অনেক বেশি।এত অল্প সময়েই আমি তাদের ভালোবাসার
জায়গায় ঠাঁই পেয়েছি আমি অবশ্যই এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি। তবে আমি এই
মানসিক চাপটাকে আরো সামনে বয়ে নিয়ে যেতে চাই। কারন যখন একজন মানুষের প্রতি
অন্যের প্রত্যাশা বেড়ে যায় তখন কাজের ক্ষেত্রে অনেক কিছুই চিন্তা করতে হয়।
তাই সেদিক থেকে আমি সবসময় চাই এখনকার চেয়ে আরো বেশি ভালো কাজ যেন করতে
পারি। আমার বিশ্বাস আগামীতে আরও ভালো ভালো কাজ দর্শকরা আমার কাছ থেকে উপহার
পাবেন।
গ্লিটজ: আপনার কি মনে হয়, আপনি শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন বলেই এতো প্রচার পাচ্ছেন?
শবনম বুবলি: শাকিব খানের প্রতি সকলের ভালোবাসা রয়েছে বলেই আমি নতুন হিসেবে কাজ করতে এসেও অনেক ভালোবাসা পেয়েছি। আমার জন্য এটা অনেক বড় প্লাস পয়েন্ট। আমার যা মনে হয়, তা হল এর আগেও অনেক নায়িকা তার সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন, তবে শাকিব খান ছিলেন বলেই কিন্তু সিনেমাগুলোর জন্য অন্যরকমের ক্রেজ কাজ করে। তবে আমার কাছে যেটা মনে হয় তার (শাকিব খান) সঙ্গে একজন নায়িকাকেও তার কাজের জন্য যেন মানুষরা প্রশংসা করেন।
গ্লিটজ: শাকিব খানের নায়িকা হয়েই থাকবেন নাকি অন্য নায়কদের সঙ্গেও কাজ করবেন?
শবনম বুবলি: আমি অবশ্যই অন্যদের কাজ করবো। কারন প্রথমত আমি একজন অভিনয় শিল্পী। আমি যেহেতু এই সিনেমাশিল্পে কাজ শুরু করেছি তাই নায়িকা হিসেবে হোক কিংবা অভিনেত্রী হিসেবে হোক ভালো গল্পের ভালো কাজ হলে আমি অবশ্যই করবো।
যদি গল্প ভালো না হয়, কিন্তু শাকিবের সঙ্গে ঠিকই অভিনয় করছি- সেক্ষেত্রে কিন্তু বিষয়টা দর্শকদের কাছে মোটেও ভালো লাগবে না। আমি অবশ্যই ভালো গল্পে সবার সঙ্গেই কাজ করতে চাই। এছাড়াও আমার গল্প পছন্দ হলে আমি নতুনদের সঙ্গেও কাজ করতে চাই।
যদি কাজের পরিবেশ ভালো থাকে, শতভাগ নিরাপদ থাকে এবং সব দিক থেকে যদি সবকিছু ভালো থাকে তাহলে আমি অবশ্যই কাজ করবো। এখানে আমার কোন বাঁধাধরা নিয়ম নেই। যদি ভবিষতে শাকিব খানের সঙ্গে আমার ভালো গল্পের কাজ হয় তাহলেই কেবল আমি তার সঙ্গে কাজ করবো।
গ্লিটজ: ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমাদুটোতে আমরা কি আপনার নিজস্বতা খুঁজে পাবো নাকি আপনি কেবলই পুতুল নায়িকা?
শবনম বুবলি: ‘বসগিরি’ সিনেমায় আমার অভিনয় দেখলেই বোঝা যাবে সেখানে আমার প্রাধান্য কতটুকু রয়েছে। আমি ব্যক্তিগতভাবে পুতুল নায়িকার বিষয়টি মোটেও সমর্থন করি না। সিনেমায় নায়ক ও নায়িকা উভয়কেই সমানভাবে মর্যাদা দেয়া উচিত।
আমাদের উপমহাদেশীর বিভিন্ন সিনেমাগুলোতে নায়িকাদের মর্যাদা দেওয়ার বিষয়টি লক্ষ্যনীয় না হলেও হলিউডে ঠিকই বেশিরভাগ সিনেমাতে নায়িকাদের মর্যাদা দেওয়া হয়। তবে এই বিষয়টি র্নিভর করে দর্শকদের উপরেও; তারা কিভাবে নায়ক-নায়িকাদের গ্রহণ করছেন, সেটা নিয়েও।
আমার অভিনীত ‘বসগিরি’ দেখার পরেই বোঝা যাবে আমি মোটেও পুতুল নায়িকা ছিলাম না। বাকিটা র্নিভর করছে দর্শকের উপর।
গ্লিটজ: বক্সঅফিসে যদি বুবলি সাড়া না ফেলে তাহলে কি আবারো সংবাদ পাঠে ফিরে যাবেন?
শবনম বুবলি: না, মোটেই তেমনটি হবে না। এখন আমার পুরো ধ্যান শুধুমাত্র সিনেমাকে ঘিরেই। আমি প্রতিনিয়ত সিনেমা নিয়েই ভাবছি।
অনেক মহাতারকার প্রথম সিনেমা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। যদিও আমি চাই না এমন কিছু হোক। তবে আমাদের বিশ্বাস কাজটা ভালো হয়েছে। সেই আত্মবিশ্বাস থেকেই বলছি দর্শকদের আমাদের সিনেমা ভালো লাগবে।
যদি কোন কারনে আমার কাজ ভালো না লাগে তাহলে চেষ্টা করবো যেন আমার পরবর্তী কাজগুলো আরো ভালোমত করতে পারি। সেটা আমার জন্য আরো চ্যালেঞ্জিং হবে। আমি শুধু অভিনয় করতেই চাই; অন্য কোন পেশায় যেতে চাই না।
শবনম বুবলি: এক কথায় বলতে গেলে এটা এক অসাধারন অনুভুতি, যা অল্প কথায় প্রকাশ করা সম্ভব নয়। ঈদের মতো এত বড় একটি উৎসবে সিনেমার শিল্পের একজন সুপারস্টারের বিপরীতে আমার অভিনীত দুটো সিনেমা মুক্তি পাচ্ছে- সত্যিই আমি খুবই ভাগ্যবতী। সবকিছু মিলিয়ে অবশ্যই খুবই ভালোলাগা কাজ করছে।
গ্লিটজ: বক্সঅফিসে পরীমণির সঙ্গে আপনার লড়াইকে কিভাবে দেখছেন?
শবনম বুবলি: আমার বিশ্বাস আমার কাজ ভালো হলে অবশ্যই দর্শকরা গ্রহন করবেন। আমি কখনোই কাউকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবি না। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় নিজস্ব অবস্থানে রয়েছে। আমি আমার মতো করে কাজ করছি। অন্য অভিনেত্রী যারা রয়েছেন তারা প্রত্যেকেই নিজস্ব অবস্থানেই রয়েছেন, সারা জীবনই থাকবেন। আমি চাই না কেউ কারো জায়গা থেকে অনুকরন ও অনুসরন করুক কিংবা প্রতিযোগী হয়ে যাক।
গ্লিটজ: সিনেমার মুক্তির আগেই গনমাধ্যমের কল্যাণে তারকাখ্যাতি পেয়েছেন। পরবর্তীতে আপনার কাজের ক্ষেত্রে এই তারকাখ্যাতির জন্য আপনাকে যে ধরনের মানুষিক চাপ সহ্য করতে হবে, তার জন্য কি আপনি প্রস্তুত?
গ্লিটজ: আপনার কি মনে হয়, আপনি শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন বলেই এতো প্রচার পাচ্ছেন?
শবনম বুবলি: শাকিব খানের প্রতি সকলের ভালোবাসা রয়েছে বলেই আমি নতুন হিসেবে কাজ করতে এসেও অনেক ভালোবাসা পেয়েছি। আমার জন্য এটা অনেক বড় প্লাস পয়েন্ট। আমার যা মনে হয়, তা হল এর আগেও অনেক নায়িকা তার সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন, তবে শাকিব খান ছিলেন বলেই কিন্তু সিনেমাগুলোর জন্য অন্যরকমের ক্রেজ কাজ করে। তবে আমার কাছে যেটা মনে হয় তার (শাকিব খান) সঙ্গে একজন নায়িকাকেও তার কাজের জন্য যেন মানুষরা প্রশংসা করেন।
গ্লিটজ: শাকিব খানের নায়িকা হয়েই থাকবেন নাকি অন্য নায়কদের সঙ্গেও কাজ করবেন?
শবনম বুবলি: আমি অবশ্যই অন্যদের কাজ করবো। কারন প্রথমত আমি একজন অভিনয় শিল্পী। আমি যেহেতু এই সিনেমাশিল্পে কাজ শুরু করেছি তাই নায়িকা হিসেবে হোক কিংবা অভিনেত্রী হিসেবে হোক ভালো গল্পের ভালো কাজ হলে আমি অবশ্যই করবো।
যদি গল্প ভালো না হয়, কিন্তু শাকিবের সঙ্গে ঠিকই অভিনয় করছি- সেক্ষেত্রে কিন্তু বিষয়টা দর্শকদের কাছে মোটেও ভালো লাগবে না। আমি অবশ্যই ভালো গল্পে সবার সঙ্গেই কাজ করতে চাই। এছাড়াও আমার গল্প পছন্দ হলে আমি নতুনদের সঙ্গেও কাজ করতে চাই।
যদি কাজের পরিবেশ ভালো থাকে, শতভাগ নিরাপদ থাকে এবং সব দিক থেকে যদি সবকিছু ভালো থাকে তাহলে আমি অবশ্যই কাজ করবো। এখানে আমার কোন বাঁধাধরা নিয়ম নেই। যদি ভবিষতে শাকিব খানের সঙ্গে আমার ভালো গল্পের কাজ হয় তাহলেই কেবল আমি তার সঙ্গে কাজ করবো।
গ্লিটজ: ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমাদুটোতে আমরা কি আপনার নিজস্বতা খুঁজে পাবো নাকি আপনি কেবলই পুতুল নায়িকা?
শবনম বুবলি: ‘বসগিরি’ সিনেমায় আমার অভিনয় দেখলেই বোঝা যাবে সেখানে আমার প্রাধান্য কতটুকু রয়েছে। আমি ব্যক্তিগতভাবে পুতুল নায়িকার বিষয়টি মোটেও সমর্থন করি না। সিনেমায় নায়ক ও নায়িকা উভয়কেই সমানভাবে মর্যাদা দেয়া উচিত।
আমাদের উপমহাদেশীর বিভিন্ন সিনেমাগুলোতে নায়িকাদের মর্যাদা দেওয়ার বিষয়টি লক্ষ্যনীয় না হলেও হলিউডে ঠিকই বেশিরভাগ সিনেমাতে নায়িকাদের মর্যাদা দেওয়া হয়। তবে এই বিষয়টি র্নিভর করে দর্শকদের উপরেও; তারা কিভাবে নায়ক-নায়িকাদের গ্রহণ করছেন, সেটা নিয়েও।
আমার অভিনীত ‘বসগিরি’ দেখার পরেই বোঝা যাবে আমি মোটেও পুতুল নায়িকা ছিলাম না। বাকিটা র্নিভর করছে দর্শকের উপর।
গ্লিটজ: বক্সঅফিসে যদি বুবলি সাড়া না ফেলে তাহলে কি আবারো সংবাদ পাঠে ফিরে যাবেন?
শবনম বুবলি: না, মোটেই তেমনটি হবে না। এখন আমার পুরো ধ্যান শুধুমাত্র সিনেমাকে ঘিরেই। আমি প্রতিনিয়ত সিনেমা নিয়েই ভাবছি।
অনেক মহাতারকার প্রথম সিনেমা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। যদিও আমি চাই না এমন কিছু হোক। তবে আমাদের বিশ্বাস কাজটা ভালো হয়েছে। সেই আত্মবিশ্বাস থেকেই বলছি দর্শকদের আমাদের সিনেমা ভালো লাগবে।
যদি কোন কারনে আমার কাজ ভালো না লাগে তাহলে চেষ্টা করবো যেন আমার পরবর্তী কাজগুলো আরো ভালোমত করতে পারি। সেটা আমার জন্য আরো চ্যালেঞ্জিং হবে। আমি শুধু অভিনয় করতেই চাই; অন্য কোন পেশায় যেতে চাই না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন