মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

স্বপ্ন ও বাস্তবতা


স্বপ্ন আর বাস্তবতা সত্যিই আজব এক জিনিস।
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় আর। বাস্তবতা মানুষকে কাঁদতে সাহায্য করে।
কি অদ্ভুত জীবন আমাদের। তবুও আমরা এই স্বপ্ন দেখি, নতুন করে বাচার আশায়।
সত্যিই জীবন বড় কঠিন, আর ভাগ্য বড়ই নিঠুর।
মানুষ যখন ভূল বুঝে সময়ও তখন দোষ খুঁজে বেড়ায়।
এটাই কি পৃথিবীর নিয়ম, নাকি নিয়তির নিষ্ঠুর আচরণ?
তখন বোঝা যায় জীবনটা বাস্তবতার কাছে কত অসহায়।
পৃথিবীতে সবচেয়ে বেইমান হল সময়। যা একবার চলে গেলে, আর ফিরে আসে না।
পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হল সুখ। যা হঠাৎ করে ভেসে আসা মেঘের
মতো হ্রদয়ে একটু উকি দিয়ে, আবার হাড়িয়ে যায় অজানার পথে।
পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হল ভালোবাসা। যা শুধু মানুষকে একা থাকতে সাহায্য করে।
পৃথিবীতে সবচেয়ে আপন হল দুঃখ। যা একবার এলে আর যেতে চায় না। জীবনকে আক্রে ধরে আজীবন ধরে।
Share:

1 মন্তব্য(গুলি):

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার