বেশ কিছুদিন ধরে বলিউডের আলোচনার শীর্ষে সঞ্জয় লীলা বানসালির আগামী ছবি ‘পদ্মাবতী’। এই ছবিতে যে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং অভিনয় করছেন, তা তো চূড়ান্ত ছিলই। কিন্তু ছবিতে ‘পদ্মাবতী’র স্বামীর ভূমিকায় কে থাকছেন, তা নিয়ে চলছিল নানা অদল বদল।
এই চরিত্রের জন্য শোনা গিয়েছিল ফাওয়াদ খান ও শাহরুখ খানের নামও। তবে সব জল্পনা সরিয়ে এবার প্রকাশ্যে এল দীপিকার স্বামীর নাম। তিনি ‘উড়তা পাঞ্জাব’ খ্যাত শহীদ কাপুর। শোনা গেছে, বানসালির সঙ্গে শহীদের নাকি চুক্তিও হয়ে গেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন