মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬

পর্ন হিসাবে বিক্রি হচ্ছে রাধিকার যৌনদৃশ্য!


কদিন আগে অনলাইনে ছবিটিতে রাধিকার অভিনীতেএকটি যৌনদৃশ্য ফাঁস হয়ে ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, এবার বাজারে সেই সিনেমার পাইরেটেড ভার্সনও পাওয়া যাচ্ছে। পর্ন হিসাবে এসব ভিডিও কলকাতায় ৯০ রুপিতে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিষয়টি নিশ্চিত করেছেন রাধিকার সহ অভিনেতা আদিল হোসেনই।
তিনি বলেন, “আমি গতকাল গুগলের মাধ্যমে ব্যাপারটি জেনেছি। এটা খুবই দুঃখজনক। আমাদের দেশে যৌন ব্যাপারগুলো নিয়ে খুবই লুকাছাপা করে মানুষ, পর্ন নিয়েও বাড়াবাড়ি করা হয়। আর সেক্স টেপটি রাধিকার নামে ছড়ানো হচ্ছে, আমার নামে না। মেয়েদের এই সমস্যায় সবসময়ই পড়তে হয়।”
কদিন আগে এই প্রসঙ্গে কথা বলেছিলেন রাধিকা। তিনি জানিয়েছিলেন, কাহিনীর প্রয়োজনেই এমন দৃশ্যে অভিনয় করেছিলেন। রাধিকা ছাড়াও এই ছবির বিতর্ক নিয়ে মিডিয়াতে কথা বলেন এই ছবির অন্যান্য অভিনেতারাও।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার