উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয়
ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ মঙ্গলবার মাগুরায় পবিত্র ঈদুল আযহার নামাজ
অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত
অনুষ্ঠিত হয়। জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ঈদ জামাতে অংশ নিয়ে
নামাজ আদায় করেন।
এ
ছাড়াও এ সময়ে জেলা প্রশাসক মাহবুবর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ
জেলার সর্বস্তরের মানুষ এখানে নামাজ আদায় করেন। ঈদের নামাজ পরিচালনা করেন
জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. রইস উদ্দিন।
এর
পর একে একে শহরের জজ কোর্ট মসজিদ, ভায়না এতিমখানা, পিটিআই, পূর্বপাড়া,
পরলা, পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী, শিবরামপুর, দরি মাগুরা এতিমখানা, পৌর
গোরস্থান মসজিদ, নতুন বাজার দারুল কোরআন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাতে মুসল্লিরা মানব কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির শান্তি এবং মঙ্গল কমানায় মহান আল্লাহতালার কাছে দু’হাত তুলে মোনাজাত করেন।
ক্রিকেটার
সাকিব আল হাসান কোরবানীর ঈদ করতে স্ত্রী-কন্যাকে নিয়ে মাগুরায় এসেছেন।
নোমানী ময়দানে ঈদের নামাজ পড়ে সাকিব শহরের কেশব মোড়ের বাড়িতে ফিরে পশু
কোবানীতে শরিক হন। সাকিবের বাবা মাসরুর রেজা জানান, সাকিব এবার দুটি গরু
কোরবানী দিয়েছেন। কোরবানীর জন্য কুষ্টিয়া থেকে ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে
দুটি গরু কিনেছে। পাশাপাশি তিনি ৫০ হাজার টাকায় কেনা ৪টি ছাগল কোরবানী
দিয়েছেন।
গত
৯ সেপ্টেম্বর সাকিব স্ত্রী ও কন্যাকে নিয়ে মাগুরায় আসেন। এবার তিনি মাগুরা
শহরের কেশব মোড়ের নিজ বাড়িতে পরিবারের সাথে ঈদ করছেন। বাসস।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন