রবিবার, ২০ নভেম্বর, ২০১৬

কেন শৈশবকে হারালাম? - Anuj Majumder

✔কোন এক সময় একা স্কুলে যেতে ভয় পেতাম, আজ একা একাই সর্বত্র ঘুরে বেড়াই।কোন একদিন ক্লাসে প্রথম হওয়ার জন্য বই পড়তাম, আর আজ পেটের দায়ে ছুটে বেড়াই।আগে একটু আঘাতেই কেঁদে ফেলতাম,আজ শত দুঃখ-কষ্টের মাঝেও হাসি। আগে বন্ধুর জন্য প্রান দেওয়ার প্রতিজ্ঞা করতাম,আজ জীবন যুদ্ধে বন্ধুর কথা মনে নাই।আগে একটুতেই ঝগড়া আর মিলতাল হতো,আর আজ একটুতেই সম্পর্ক শেষ।বড় হওয়ার স্বপ্নে শৈশবকে কাটিয়ে দিলাম,আর আজ একটাই দুঃখ- কেন শৈশবকে হারালাম।
-Anuj Majumder
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার