আমি হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ কিংবা খ্রীষ্টান এটাই এখন বর্তমান প্রেক্ষাপটে বড় ব্যাপার হয়ে দাড়িয়েছে।
আমরা মানবজাতি ভুলে গেছি 'মানবধর্ম' বলেও একটা ব্যাপার আছে। সকল ধর্মেই যেটাকে সমান ভাবেই স্থান দেওয়া হয়েছে।
কিন্তুু দুঃখের বেপার, বোঝাতে গেলেনতো ফেঁসে গেলেন!
কে বোঝে কার ব্যাথা;
কে খোঁজে কার কথা!
খুব ছোটবেলায়(তৃতীয়-চতুর্থ শ্রেণী হবে হয়তো) ধর্মীয় পাঠ্যবইয়ে পড়েছিলাম ''স্রষ্টা ও সৃষ্টি" নামক একটা অধ্যায়। যদিও সকল ধর্মের ধর্মীয় পাঠ্যবইয়ের শুরুতেই চ্যাপ্টার টা থাকে।
যেখানে স্রষ্টার সৃষ্টি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসার কথা।
সত্যিইতো, স্রষ্টার সৃষ্টিকে যদি ভালোবাসতে না পারি, সৃষ্টিকর্তাকে কীরুপে ভালোবাসব?
শুধু ভালোবাসি ভালোবাসি বলে লাফালাফি করার ব্যাপারখানা একটু লোক দেখানো হয়ে গেল না? সাবধান, 'ধর্ম' কিন্তুু লোক দেখানোর কোনো চিত্রকল্প নয়, এটা সাধনার ব্যাপার। রক্তারক্তির কোনো শিক্ষা এতে লিপিবদ্ধ নাই। ধর্ম সবচেয়ে পবিত্র, অতি উত্তম।
আগেই বলেছিলাম প্রত্যেক ধর্মেই "মানবধর্ম" নামক একটা কথা আছে, আর এটাই ধর্মের মুলকথা। সমাজকে ভালোবাসতে, সকল ধর্মকে নিজ ধর্মের ন্যায় শ্রদ্ধা করতে, ক্ষুধার্তকে অন্ন দিতে, দুর্গতকে সাহায্য করতে, সত্য ও ন্যায়ের পথে চলতে সকল ধর্মেই বলা হয়েছে।
যা আমাদের চক্ষু আড়ালে 'মানবধর্ম' নামে পরিচিত।
@অনুজ মজুমদার (বিঃদ্রঃ- আমার অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র বিবেক দ্বারা যা বুঝি)
@অনুজ মজুমদার (বিঃদ্রঃ- আমার অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র বিবেক দ্বারা যা বুঝি)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন