রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

ছদ্মরুপি মানুষ - Anuj Majumder

আমাদের সমাজে বসবাসরত মানুষের মধ্যে,ছদ্মরূপী অমানুষের একটা বড় অংশ রয়েছে। যারা রাস্তাঘাটে,চায়ের দোকানে নানা ধরনের অসত্য এবং বিভ্রান্তিজনক সমালোচনা করে। আর এই সমালোচনাই মানুষের মনে আতংকের সৃষ্টিকৌশল। এই সমালোচনার কারনেই একটা ভাল মানুষ সহজেই মানুষের কাছে হারাতে বসে তার অর্জন করা স্নেহ,ভালবাসা,শ্রদ্ধা। সত্যিকার অর্থে,ওরাই সমাজের জন্য অভিশাপ,ওরা মানুষের কোন ভাল কাজ-কর্মকে সু-দৃষ্টিতে দেখবে না বরং কুমন্তব্যে, ষড়যন্ত্রে লিপ্ত খাকবে। পৃথিবীতে ওদের জন্মই হয়তো নেতিবাচক কথা বলার জন্য।মনে রাখবেন একটা চির সত্যকথা,-------------------------------------------------------''আমার অবর্তমানে আপনার সামনে যে আমার সমালোচনা করবে- বিশ্বাস রাখতে পারেন, আপনার অবর্তমানে আমার সামনে ঐ অমানুষই আবার আপনার সমালোচনা করবে।--- আসুন ঐ সব মুখোশধারী শয়তান, সমালোচনাকারী,কুমন্ত্রণাদাতাদের প্রত্যাখ্যান করি।
-অনুজ মজুমদার

Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার