বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

ফরিদপুরে মধ্যরাতে ‘সংঘর্ষ’, নিহত ২

Image result for মধ্যরাতে ‘সংঘর্ষ’, নিহত ২ফরিদপুরের মধুখালী উপজেলায় ‘সংঘর্ষে’ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য ও ডাকাতদের দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, রাতে টহল পুলিশের একটি দল ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পায়। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মহাসড়কের পাশ থেকে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে  কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষনা করেন।
ওসি রুহুল আমিন জানান, ঘটনাস্থল থেকে একটি শুটার গান, একটি বিদেশী পিস্তল, কিছুসংখ্যক গুলি ও কয়েকটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার