দেখতে চান সেই নেত্রীকে

আমার দেখা সব থেকে বড় মনের মানুষ বাংলাদেশের প্রাইমিনিস্টার শেখ হাসিনা।

বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬

কালীবাড়ী ট্রাজেডি- মোঃ হাসান তারেক

পিরোজপুর এর প্রাণ কেন্দ্র পুরাতন কাপুড়িয়া পট্টি কালীবাড়ী রোড পিরোজপুর সদর ২৭/১১/২০১৬ তারিখ রাত ১১.৩০ মিনিটে এক অগ্নিকান্ডে প্রায় ১১/১২ টা দোকান পুড়ে ছাই হয়ে যায়। যা সত্যি মর্মান্তিক। আসুন আমরা সবাই তাদের সাহায্যে এগিয়ে আসি। 
-মোঃ হাসান তারেক


Share:

মানবধর্ম আজ আমাদের চক্ষু আড়ালে - অনুজ মজুমদার

আমি হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ কিংবা খ্রীষ্টান এটাই এখন বর্তমান প্রেক্ষাপটে বড় ব্যাপার হয়ে দাড়িয়েছে। আমরা মানবজাতি ভুলে গেছি 'মানবধর্ম' বলেও একটা ব্যাপার আছে। সকল ধর্মেই যেটাকে সমান ভাবেই স্থান দেওয়া হয়েছে। কিন্তুু দুঃখের বেপার, বোঝাতে গেলেনতো ফেঁসে গেলেন! কে বোঝে কার ব্যাথা; কে খোঁজে কার কথা! খুব ছোটবেলায়(তৃতীয়-চতুর্থ শ্রেণী হবে হয়তো) ধর্মীয় পাঠ্যবইয়ে পড়েছিলাম ''স্রষ্টা ও সৃষ্টি" নামক একটা অধ্যায়। যদিও সকল ধর্মের ধর্মীয় পাঠ্যবইয়ের শুরুতেই চ্যাপ্টার টা থাকে। যেখানে স্রষ্টার সৃষ্টি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসার কথা। সত্যিইতো, স্রষ্টার সৃষ্টিকে যদি ভালোবাসতে না পারি, সৃষ্টিকর্তাকে কীরুপে ভালোবাসব? শুধু ভালোবাসি ভালোবাসি বলে লাফালাফি করার ব্যাপারখানা একটু লোক দেখানো হয়ে গেল না? সাবধান, 'ধর্ম' কিন্তুু লোক দেখানোর কোনো চিত্রকল্প নয়, এটা সাধনার ব্যাপার। রক্তারক্তির কোনো শিক্ষা এতে লিপিবদ্ধ নাই। ধর্ম সবচেয়ে পবিত্র, অতি উত্তম। আগেই বলেছিলাম প্রত্যেক ধর্মেই "মানবধর্ম" নামক একটা কথা আছে, আর এটাই ধর্মের মুলকথা। সমাজকে ভালোবাসতে, সকল ধর্মকে নিজ ধর্মের ন্যায় শ্রদ্ধা করতে, ক্ষুধার্তকে অন্ন দিতে, দুর্গতকে সাহায্য করতে, সত্য ও ন্যায়ের পথে চলতে সকল ধর্মেই বলা হয়েছে। যা আমাদের চক্ষু আড়ালে 'মানবধর্ম' নামে পরিচিত।
@অনুজ মজুমদার (বিঃদ্রঃ- আমার অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র বিবেক দ্বারা যা বুঝি)
Share:

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

গ্রামিনফোণে আবারও ৫০০ এমবি মাত্র ৫ টাকায় নিয়ে নিন এখনই

৫০০ এমবি মাত্র ৫ টাকায়

৫০০ এমবি মাত্র ৫ টাকায়
766 রেটিংস
শর্তাবলী:
  • সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য
  • অফার চালু করতে ডায়াল *5000*150#
  • ৫টাকায়(ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ অন্তর্ভুক্ত) 500MB ইন্টারনেট এর মেয়াদ ৭ দিন
  • ২০ জুলাই, ২০১৬ থেকে ইন্টারনেট ব্যবহার না করে থাকা গ্রহকদের জন্য প্রযোজ্য
  • গ্রাহকগণ অফারটি সর্বোচ্চ ৫ বার নিতে পারবেন (সর্বোচ্চ অপ্ট-ইন: ৫)
  • এই ইন্টারনেট অফারটি চলবে ০১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত
  • ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে অতিরিক্ত ব্যবহারে .০১টাকা/10KB রেট প্রযোজ্য হবে (মেয়াদ থাকাকালীন সময়ে, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত)
  • অব্যবহৃত ইন্টারনেট পরবর্তীতে ব্যবহার করা যাবে না
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *121*1*4#
Share:

একটা লঞ্চ দূর্ঘটনায় একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো

একবার একটা লঞ্চ দূর্ঘটনায় পড়লো। লঞ্চের এক দম্পত্তি একটা লাইফবোট পেল। কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠতে পারবে না। লোকটা তার স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে উঠে পড়লো। ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিলো।
শিক্ষক এটুকু বলে থামলেন,
চারদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন,
“তোমাদের কি মনে হয়? কি বলেছিলো মহিলা!”
-“তুমি একটা ইতর, আমি কি অন্ধই না ছিলাম!” অধিকাংশ ছাত্রই এ ধরনের জবাব দিলো।
শিক্ষক খেয়াল করলেন একটা ছেলে পুরোটা সময় ধরেই চুপ, তার মতামত জানতে চাইলে সে বললো, “স্যার, আমার বিশ্বাস, মহিলাটি বলেছিল, আমাদের বাচ্চাটার যত্ন নিও, ওকে দেখে রেখ।”
বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞাসা করলেন, “তুমি এই গল্প আগে শুনেছ, তাই না!”
ছেলেটি মাথা নেড়ে জবাব দিলো, “ আমার মাও অসুখে মারা যাওয়ার পূর্বমূহূর্তে বাবাকে একথাই বলেছিলো।”
শিক্ষক একমত হলেন, তুমিই ঠিক।
লঞ্চটা ডুবে গেলো এবং বাড়ি ফিরে লোকটা একাকী মেয়েকে যত্ন করে বড় করলো।
লোকটি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটি ডায়েরী পেল। সেখানে সে আবিষ্কার করলো, লঞ্চযাত্রায় যাওয়ার আগেই মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিলো, চরম মূহূর্তে তার বাবা তাই বাঁচার একমাত্র উপায়ের সদ্ব্যবহার করেছে।
ডায়েরীতে তার বাবা লিখেছে, “আমারও তোমার সাথে সাগরের তলে ডুবে যেতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই সাগর তলে চিরদিনের জন্য ছেড়ে আসতে হলো।”
গল্প শেষ হলো, ক্লাস একদম চুপ।
শিক্ষক বুঝলেন, ছাত্রেরা গল্পের শিক্ষাটা ধরতে পেরেছে। ভালো এবং মন্দ, পৃথিবীর সব কিছুর পেছনেই অনেক জটিলতা আছে যা সব সময় বোঝা যায় না।
আমাদের কখনোই শুধুমাত্র উপরের তল দেখেই যাচাই করা উচিত না, অন্যকে না বুঝেই বিচার করে ফেলাটা বেশ বোকামি।
যারা খাবারের বিলটা সবসময়ই নিজে দিতে চায়, তার মানে এই নয় যে তার টাকা উপচে পড়ছে, এর কারন সে টাকার চেয়ে বন্ধুত্বকে বড় করে দেখে।
যারা আগে ভাগেই কাজ করে ফেলে, এর মানে সে বোকা না, আসলে তার দায়িত্বজ্ঞান রয়েছে।
যারা ঝগড়া বা বাকবিতন্ডার পরে আগে মাফ চেয়ে নেয়, সেই ভুল ছিলো এমনটা নয়, বরঞ্চ সে চারপাশের মানুষকে মূল্যায়ন করে।
তোমাকে যে সাহায্য করতে চায় সে তোমার কাছে কোন কিছু আশা করে না, বরং একজন প্রকৃত বন্ধু মনে করে।
কেউ আপনাকে প্রায়ই টেক্সট করে তার মানে এটা নয় যে তার কোন কাজ নেই, আসলে আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে।
একদিন আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, কিন্তু আমাদের আচরণ ও ভালোবাসাগুলো মানুষের হৃদয়ে থেকে যাবে। কেউ না কেউ স্মরণ করবে, “ এ হচ্ছে সেই মানুষ যার সাথে আমার জীবনের শ্রেষ্ঠ কিছু সময় কাটিয়েছি।”
Share:

রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

ছদ্মরুপি মানুষ - Anuj Majumder

আমাদের সমাজে বসবাসরত মানুষের মধ্যে,ছদ্মরূপী অমানুষের একটা বড় অংশ রয়েছে। যারা রাস্তাঘাটে,চায়ের দোকানে নানা ধরনের অসত্য এবং বিভ্রান্তিজনক সমালোচনা করে। আর এই সমালোচনাই মানুষের মনে আতংকের সৃষ্টিকৌশল। এই সমালোচনার কারনেই একটা ভাল মানুষ সহজেই মানুষের কাছে হারাতে বসে তার অর্জন করা স্নেহ,ভালবাসা,শ্রদ্ধা। সত্যিকার অর্থে,ওরাই সমাজের জন্য অভিশাপ,ওরা মানুষের কোন ভাল কাজ-কর্মকে সু-দৃষ্টিতে দেখবে না বরং কুমন্তব্যে, ষড়যন্ত্রে লিপ্ত খাকবে। পৃথিবীতে ওদের জন্মই হয়তো নেতিবাচক কথা বলার জন্য।মনে রাখবেন একটা চির সত্যকথা,-------------------------------------------------------''আমার অবর্তমানে আপনার সামনে যে আমার সমালোচনা করবে- বিশ্বাস রাখতে পারেন, আপনার অবর্তমানে আমার সামনে ঐ অমানুষই আবার আপনার সমালোচনা করবে।--- আসুন ঐ সব মুখোশধারী শয়তান, সমালোচনাকারী,কুমন্ত্রণাদাতাদের প্রত্যাখ্যান করি।
-অনুজ মজুমদার

Share:

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

গাছের চূড়ায় রেস্তোরাঁ tree up restora


  রাজশাহীতে পদ্মার সেই হাওয়া এখনো বয়। একদিন রবীন্দ্রনাথের বোটে লেগেছিল। এখনো লাগে রাজশাহী জেলা প্রশাসকের বাংলোয়। জেলার বহু পদস্থ কর্মকর্তার বাসভবন রয়েছে তাই পদ্মার ধারেই। হাওয়া এসে তাঁদেরও প্রাণ জুড়িয়ে দিয়ে যায়। তবে এখন সবার আগে সেই প্রাণ–শীতল করা বাতাস এসে লাগছে একটি রেস্তোরাঁয়। কারণ রেস্তোরাঁটি শূন্যের ওপরে, একটি গাছের ডালে। ভক্তরা যেমন প্রসাদ পেতে হাত পেতে থাকে, তেমনি গাছের ডালটি দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে রয়েছে। যেন পদ্মার হাওয়ার জন্যই হাত পেতে রয়েছে। রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় একেবারে পদ্মার পাড়ের একটি পাকুড়গাছের ডালেই এখন চলছে একটি রেস্তোরাঁ।

 

 
গত বছরের ২৪ জুলাই আনুষ্ঠানিকভাবে এই রেস্তোরাঁর উদ্বোধন করা হয়। এর পরিকল্পনা ও বাস্তবায়ন করেন বিজিবির রাজশাহী সেক্টরের তৎকালীন অধিনায়ক কর্নেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন পিএসসি ও তাঁর স্টাফ অফিসার মেজর আব্দুল হান্নান খান। বিজিবির ৩৭ ব্যাটালিয়ন এখানে সীমান্তে অবকাশ নামে একটি পার্ক তৈরি করেছে। এর ভেতরেই এই রেস্তোরাঁটি চলছে।

 
এক বছরেই এই রেস্তোরাঁ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন সকাল থেকেই এই পার্কে তরুণ-তরুণীদের আনাগোনা শুরু হয়। বিকেলের পর থেকে সব বয়সী মানুষের ভিড় বাড়তে থাকে। তবে গাছের ডালের এই রেস্তোরাঁয় বসার কিছু নিয়মকানুন রয়েছে। নিয়মকানুনের তালিকাটি সিঁড়ির কাছে টাঙিয়ে রাখা হয়েছে। কেউ এই রেস্তোরাঁয় ২৫ মিনিটের বেশি সময় বসে থাকতে পারবেন না। একই সঙ্গে দেওয়া রয়েছে রেস্তোরাঁর খাবারের মূল্যতালিকা।
এক বিকেলে রেস্তোরাঁয় দেখা মেলে রাজশাহী কলেজের শিক্ষার্থী রিপন মাহমুদের সঙ্গে। রিপন মাহমুদ বলেন, ‘কখনো মন খারাপ হলে এখানে এসে বসলে মন ভালো হয়ে যায়। পদ্মার নদী থেকে জলে ভেজা শীতল বাতাস এসে গায়ে লাগে। রেস্তোরাঁটিই যেন একটি প্রশস্ত দক্ষিণের জানালা।’
কথা হয় স্কুলশিক্ষিকা দুলারী খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘বাচ্চাদের নিয়ে এই দিকে এলে তারা গাছের ডালের এই রেস্তোরাঁয় না উঠে ছাড়ে না। এমন একটা জায়গা তৈরি করে রেখেছে, বাচ্চারা দেখলেই ওঠার জন্য বায়না ধরে। ওদের জন্য তখন বাড়তি খাবারের বরাদ্দ দিতে হয়।’
সেখানে পাওয়া যায় নগরের কালুমিস্ত্রির মোড়ের বাসিন্দা আরাফাত রুবেল ও তাঁর স্ত্রী আলিয়া রূপিকে। ছেলে রাফসান আরাফাত ও মেয়ে ইবশার আরাফাতকে নিয়ে বেড়াতে এসেছেন এই দম্পতি। আলিয়া রূপি বলেন, ‘এখানে এসে দাঁড়ালেই পদ্মার শীতল হাওয়ায় প্রাণ জুড়িয়ে যায়। সারা দিনের ক্লান্তি মুছে যায়। কিন্তু ওপরে গাছের ডালের রেস্তোরাঁয় উঠে বসলেই অন্যরকম এক অনুভূতি জাগে। এখান থেকে অনেক দূর পর্যন্ত পদ্মা নদী দেখা যায়। নদীর ওপারে ভারতীয় সীমান্তের অস্পষ্ট গাছপালা চোখে পড়ে। এসব দেখতে দেখতে এক বাটি ফুসকা কখন হাওয়া হয়ে যায় টের পাওয়া যায় না।’

 
বিজিবির ৩৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদুজ্জামান খান বলেন, ‘আসলে রাজশাহীর মানুষের বেড়ানোর তেমন কোনো জায়গা নেই। তাদের সুস্থ বিনোদনের পিপাসা মেটানোর জন্যই বিজিবি সীমান্তে অবকাশ ও সীমান্তে নোঙর নামে দুটি পার্কের ব্যবস্থা করেছে। এখানে যে পরিমাণ বিনিয়োগ করা হয়েছে, সে তুলনায় এখান থেকে খুব সামান্যই আয় হয়।’ তিনি বলেন, ‘গাছের ডালের রেস্তোরাঁ না বলে ট্রি হাউস বললেই ভালো হয়। সেখানে মানুষ গিয়ে বসে। নিচ থেকে তাদের খাবার সরবরাহ করা হয়।’

Share:

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

সরকারি উদ্যোগে দেশজুড়ে চলছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন, আজই ফরম পুরন করুন অনলাইনে।


সরকারি উদ্যোগে সারাদেশে ফ্রিলান্সিং প্রশিক্ষণ
সরকারি উদ্যোগে সারাদেশে ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে এইচএসসি পাশ বেকার যুবক-যুবতীদের। এ প্রশিক্ষণ র্কাযক্রম একযোগে সারাদেশে শুরু হচ্ছে নভেম্বর মাস থেকেই। ৫০ দিনে ২০০ ঘন্টার ফ্রিল্যান্সিং বিষয়ক ওই প্রশিক্ষণের সকল খরচও বহন করবে বাংলাদেশ সরকার। গত বুধবার থেকে ওই প্রশিক্ষণ র্কাযক্রমের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। কমপক্ষে এইচএসসি পাশ যেকোন যুবক-যুবতীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নিতে পারবেন এ প্রশিক্ষণে।

সূত্রে জানা গেছে, ফ্রিল্যান্সিং বিষয়ক এ প্রশিক্ষণের কোর্স সমূহ হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডিজাইন। প্রতিটি কোর্স দুইভাগে ভাগ করা হয়েছে। ১ম ১০০ ঘন্টা বেসিক, পরের ১০০ ঘন্টা অ্যাডভান্স ট্রেইনিং। এর সাথে আবার প্রতি ১০০ ঘন্টার সাথে যুক্ত থাকবে ২৫ ঘন্টার সফট স্কীল কোর্স (আউটসোর্সিং করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের কোর্স)। একজন ব্যক্তি যে কোন একটি কোর্সের জন্যই আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি হলো; (http://ledp.ictd.gov.bd) এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরন করার পরের স্টেপে প্রশ্ন পাবেন, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলে, আপনি রেজিস্ট্রেশনের ১ম ধাপ পূর্ণ করলেন। এরপর আপনি যে জেলা থেকে পূরন করেছেন, সেই এলাকাতে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারাই আপনাকে ১০দিনের মধ্যে ইন্টারভিউতে ডাকবেন। সেই ইন্টারভিউতে পাশ করলেই আপনি এ কোর্সটি করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। বেকার যারা সাবলম্বি হতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কর্মসংস্থানের সুযোগসহ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহন করতে পারেন।

লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট এর আওতায় প্রফেশনাল ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং ট্রেনিং এ ফ্রি কোর্স করার জন্য অনলাইনে সিলেটের যুবদের রেজিস্ট্রেশন করতে নিচের লিঙ্কে ক্লিক করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
http://ledp.ictd.gov.bd/registration
২ মাস (২০০ ঘণ্টা) ব্যাপী যে সব বিষয় এর উপর আপনি ফ্রী কোর্স করতে পারবেন তা হলো~ (যে কোন একটি কোর্স করতে পারবেন ফ্রী)
১. ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট,
২. গ্রাফিক্স ডিজাইন,
৩. ডিজিটাল মার্কেটিং।
প্রতিটা কোর্স দুইভাগে ভাগ করা হয়েছে।
১ম ১০০ ঘন্টা BASIC Training,
পরের ১০০ ঘন্টা Specialization Training (specially for market place).
এর সাথে আবার প্রতি ১০০ ঘন্টার সাথে যুক্ত থাকবে ২৫ ঘন্টার Soft Skill Training (আউটসোর্সিং করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের কোর্স)।
প্রত্যেকে যে কোন একটি কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
ফর্ম পূরণ এর ২/৩ দিনের মধ্যে সিলেট জেলায় লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট এর আওতায় যারা দায়িত্ব প্রাপ্ত আছেন তারা আপনাদের ইন্টারভিউ নেয়ার জন্য আপনাদের সাথে যোগাযোগ করবেন । তাই ফর্ম পুরণ এর সময় সঠিক ভাবে সব তথ্য প্রদান করবেন ।
সেই ইন্টারভিউতে পাশ করলেই আপনি কোর্সটি করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
উল্লেখ্য , কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা HSC পাস হতে হবে এবং ছেলে-মেয়ে উভয় ফর্ম পূরণ করতে পারবেন।
Share:

Tech: Learn & Earn from NFL Stadium Wi-Fi Networks




Stats without analysis and context don't tell you much. It's interesting that the amount of data moved over the Super Bowl host stadium's Wi-Fi network nearly doubled from 3.2 terabytes in 2014 to 6.23 terabytes at SB 49 this past February. But why the huge rise in traffic?
There are the "captain obvious" megatrends such as increasingly powerful mobile devices, social media use is growing and fans are accessing more apps and online information resources. No real shockers there.
But add application analytics and the ability to track them over time (historical perspective), and stadium owners can see what fan uses make up the network traffic (See infographic). This help them optimize their Wi-Fi to handle traffic and to monetize a network often thought of as "plumbing."
"Teams want a share of the experience that comes with photo uploads and video sharing, along with opportunities for game day apps, video services and fantasy football usage," said John Brams, Director of Sports and Entertainment for Extreme Networks.  "But stadiums are not static environments. Clubs are looking at renovations and are constantly changing and evolving their venues."Using Wi-Fi to enhance and expand the fan experience and capabilities also boost engagement, drives marketing efforts and generates new revenue. So knowing that the percent of fans using stadium Wi-Fi networks has increased 10% to 12% annually, according to John Burke, Director and Venue Architect for  Extreme Networks,  is important. The fact that the amount of bandwidth used has soared 50% annually tells you a little bit more - but much more is needed.
Enter Analytics
Extreme's Purview analytics system takes a fairly unique approach to providing intelligence on application use over stadium Wi-Fi networks. It pulls traffic information from chipsets in its hardware devices. This doesn't impact traffic flow but it does TRANSLATE the data into an application-specific view that adds big value to network management systems. This helps stadium owners, and other non-sports customers, put a value on their network that in many cases has been seen as necessary but rarely beyond plumbing by those outside IT.
Specifically, Purview uses a tried-and-true approach called deep packet inspection (DPI) to, as the name implies look inside packets of user traffic to identify the application generating the payload whether it's enterprise apps such as SAP, Microsoft Exchange and Salesforce as well as those likely used by fans (Facebook, Twitter, YouTube, Google, P2P and others). With this specific info on apps and websites, IT and others parts of a NFL business get the sorely needed visibility needed to understand how their network are being used.
The use of analytics here extends to security. They can be used to spot use of buggy browser revs and access to websites that pose threats. The system can restrict use of the former and block access to the latter.
Extreme already has deals with eight NFL clubs for Wi-Fi networks dating back as far as four years, which is a long time when it comes to technology, let alone and football. Recent wins include the Green Bay Packers and Buffalo Bills; both will be using Purview analytics. The New England Patriots were the vendor's first NFL win.
Schools and Education
Extreme's Wi-Fi work with non-sports corporations and higher education pre-dates most of its NFL stadium wins. The company learned much from its experiences from the latter, knowledge it took forward to help with the needs of football clubs.
"With higher education, you have thousands of students bringing in wireless devices and connecting to Wi-Fi networks in a short period of time," explained Burke. "Basically every event in an NFL stadium is back to school for us." This helped drive Extreme to build products specifically for sports venues.
Much of the goal with analytics, Burke and Bram agree, is to get folks beyond IT units to view network infrastructure as much more than just necessary "plumbing" that others don't always see as enabling revenue generation or delivering a return on the cost of installing and advancing a Wi-Fi network.
Extreme's Purview advances that effort by showing users the number of applications, bandwidth consumption, the number of clients in use and the total number of flows.
Back to the Game
By helping NFL teams improve the fan-in-the-stand experience, analytics platforms help NFL teams expand their brand and build business. How you ask? It's pretty simple, social media as in Facebook and Instagram posts build buzz and marketing efforts. It's little surprise that half of all Wi-Fi use at the Super Bowl this past February was social media according to Extreme Networks which performed analytics for the gigantic event. (See infographic).
Stadium Wi-Fi networks can also enable NFL clubs to launch new apps and services for fans – such as game day apps – which improve the fan experience by providing info such as weather forecasts, driving directions, parking updates, seat location, shortest bathroom and concession lines and so on.
And it's no secret that these new offerings, carrying sponsors, generate revenue for the team at the same time, upping the return on your network.
Moving Forward
So what challenges does Extreme's Purview help stadium owners with throughout the year?
-Fan Device Use. Beyond social media, what are fans in the stands up to? Many are running multiple apps at once and they aren't all football related. Case in point; one finding is that during pennant races (where they exist), fans are also using their wireless devices to stream content for Major League Baseball sources such as MLB.com.
Fans accessing data and video frequently for their fantasy football team performance is a given that extend far beyond the end of the MLB season in the early days of next month.
- Not Just Football. Analytics show that the number two use of stadium Wi-Fi networks (behind social media) is smartphones and other devices running operating system/software updates.
- Not a One-and-Done. The days of fans bringing a single wireless device to NFL game are gone. Some already bring multiple smartphones, or a smartphone and a tablet, for example, to games. This phenomenon can accelerate the need to upgrade and/or expand current stadium networks.
- Catch-22. Game day apps and new video services generate additional revenue and help enhance the fan experience. They also, however, require more Wi-Fi network capacity (especially video). Managing this situation is more than a challenge and fuels the move to higher-density systems.
- Expansion Plans.  As business is booming, many teams are looking to expand their stadium footprint or have been breaking ground/cutting the ribbon on new venues altogether (San Francisco 49ers).  Just adding a few luxury suites or a fan lounge means expanded/enhanced Wi-Fi reach.
Historical data from an analytics platform is a core element of the solution. So too are annual (if not more regular) meetings between teams and their Wi-Fi system provider, venue mapping provider such as Yinzcam, and integrators to collectively forge plans to support these efforts.
-Weather or Not. Fans are less likely to use wireless devices in the rain, snow and cold (in outdoor facilities) typically as the season progresses in northern climes. They may choose however to use them from inside suites, clubs and even from concourses.
-Nice Neighbors? As the NFL moves to provide more capabilities to more Wi-Fi users, this group competes for capacity with football operations. All use the same radio frequency spectrum which means you can expect interference from sharing. Big TV production of game casts also requires capacity. This reality is a key driver for growing the Wi-Fi pie so to speak.
The Bottom Line
You can compete with networks, but you can win with analytics on their use. Wired and/or wireless networks have long been viewed by too many of those outside IT as little more necessary plumbing that needs to work. Application analytics change that by letting those with stadium Wi-Fi networks next-level the fan experience (see game day apps), better engage these game goers and generate revenue.
Not bad for plumbing.
Stay tuned!
Share:

গাজীপুরে মেধাবীদের আকর্ষণ রানী বিলাসমনি উচ্চ বিদ্যালয়


গাজীপুরে মেধাবীদের আকর্ষণ রানী বিলাসমনি উচ্চ বিদ্যালয়
ইতিহাস আর ঐতিহ্যের বর্ণিল দীপ্তিতে ভাস্বর এককালের ভাওয়াল পরগনাই বর্তমানে গাজীপুর জেলা। তত্কালীন ভাওয়াল পরগনার কেন্দ্রবিন্দু জয়দেবপুর এখন পরিচিত গাজীপুর জেলা সদর হিসেবে। আর এ জেলা সদর ২০১৩ সালে গাজীপুর মহানগরীতে উন্নীত হয়েছে। আর ভাওয়ালের মহিমা ললাটে ধারণ করে গাজীপুর জেলা সদরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

তত্কালীন ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সহধর্মিণী বিদ্যানুরাগী রাণী বিলাসমণি দেবী নিজ উদ্যোগে ১৯০৫ সালের ৯ নভেম্বর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

রাণী বিলাসমণির বাবার বাড়ি ছিল বরিশালের বানারীপাড়ায়। ১৯০১ সালে ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ রায়ের মৃত্যুর পর রাণী হিসেবে তিনি জমিদারীর কর্তৃত্ব নিজ হাতে তুলে নেন। এ অবস্থায় তিনি একক প্রচেষ্টায় ১৯০৫ সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন ছাত্র সংখ্যা ছিল ১৮৮জন এবং শিক্ষক ছিলেন ১২জন। বিদ্যালয়ে তখন প্রধান শিক্ষক ছিলেন বাবু বিনোদ বিহারী বসু। তিনি ১৯০৫ সালের ৯ নভেম্বর থেকে ১৯০৬ সালের ৩১ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। ওই সময় ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ও রাণী বিলাসমণি দেবীর ছেলে কুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীকে প্রধান করে বিদ্যালয়ের একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়। প্রতিষ্ঠার সময় যে দুটি ভবন নির্মাণ করে পাঠদান শুরু হয় বর্তমানে সে ভবন দুটি ধ্বংস না হলেও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তবে পরবর্তী সময়ে নির্মিত আরেকটি ভবন ধ্বংস হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। ১৯৮৪ সালের ১ জানুয়ারি বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। বিদ্যালয়ের সামনে ছিল বিশাল আকৃতির একটি মাঠ। সরকারিকরণের পর এ মাঠের পশ্চিম ও দক্ষিণ পাশে তিনতলা বিশিষ্ট নতুন দুটি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে দুই শিফট চালু রয়েছে। দুই শিফটে ছাত্র সংখ্যা ১৮৭৬জন। বিদ্যালয়ে প্রধান শিক্ষক একজন থাকলেও দুইজন সহকারী প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে দীর্ঘদিন ধরে। সহকারী শিক্ষক রয়েছেন মোট ৪৯ জন। বর্তমান প্রধান শিক্ষক মাসুদা খানম ২০১৫ সালের ৩ অক্টোবর বিদ্যালয়ে যোগদান করেছেন।

প্রথম থেকেই বিদ্যালয়টি ছাত্ররা ভালো ফলাফল অর্জন করে আসছে। সে ধারা এখনো অব্যাহত রয়েছে। ২০১১ ও ২০১৪ সালে বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ২০১৪ সালে বিদ্যালয় থেকে এ প্লাস পেয়েছে ২৩৫ জন।

বিদ্যালয়টিতে লেখাপড়া করে পরবর্তী সময়ে যারা স্বনামধন্য হয়ে স্বমহিমায় প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের সংখ্যাও অনেক। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন আইসিএস বেনী মাধব, ব্যারিস্টার সুবোধ দত্ত, রায় বাহাদুর সারদাচারণ ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিরিজা শংকর, ড. সুধেন্দু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাস্টিস আব্দুল হাসিব, অবসরপ্রাপ্ত নৌ-বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আমীর আহমদ মুস্তফা, প্রাক্তন আইন সচিব মো. আসাদুজ্জামান, বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রাক্তন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলী, প্রাক্তন মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র অধ্যাপক এমএ মান্নান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাহমুদ হাসান, শিলিগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ক্ষেত্র মোহন দাস, প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল ইসলাম ভাওয়াল রত্ন, হূদরোগ বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন খান প্রমুখ। গত ২০০৫ সালে বিদ্যালয়টি শতবর্ষ পার করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা খানম জানান, বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাব রয়েছে। আধুনিক সুবিধা সম্বলিত মিলনায়তনও নেই। বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ নেই। দুটি সহকারী প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। দুইজনের জায়গায় একজন অফিস সহকারী এবং পাঁচজন চতুর্থ শ্রেণির কর্মচারীর মধ্যেও রয়েছেন মাত্র তিনজন।

বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রাক্তন ছাত্র মো. নুরুল ইসলাম ভাওয়াল রত্ন জানান, বিদ্যালয়ের অতীত ঐতিহ্য কালের বিবর্তনে কিছুটা ম্লান হয়েছে। তবে এখনো বিদ্যালয়টিতে সেরা ছাত্ররা পড়ালেখার সুযোগ পাচ্ছে।
সুত্র- দৈনিক ইত্তেফাক
Share:

ফরিদপুরে মধ্যরাতে ‘সংঘর্ষ’, নিহত ২

Image result for মধ্যরাতে ‘সংঘর্ষ’, নিহত ২ফরিদপুরের মধুখালী উপজেলায় ‘সংঘর্ষে’ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য ও ডাকাতদের দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, রাতে টহল পুলিশের একটি দল ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পায়। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মহাসড়কের পাশ থেকে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে  কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষনা করেন।
ওসি রুহুল আমিন জানান, ঘটনাস্থল থেকে একটি শুটার গান, একটি বিদেশী পিস্তল, কিছুসংখ্যক গুলি ও কয়েকটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে।
Share:

বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় সানি লিওন Sunny Leone


বিবিসির প্রকাশিত পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ১০০ নারীর এ বছরের তালিকায় স্থান করে নিয়েছেন সাবেক পর্নোতারকা এবং বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওন। উদ্যোক্তা, প্রকৌশলী, খেলোয়াড়, ব্যবসায়িক ব্যক্তিত্ব, ফ্যাশন আইকন এবং চিত্রশিল্পীদের নিয়ে তৈরি করা হয়েছে এই তালিকা। এনডিটিভির খবরে জানা গেল, এই তালিকায় সানি লিওন ছাড়াও রয়েছেন আরো চারজন ভারতীয় নারী।
৩৫ বছর বয়স্ক সানি লিওনের প্রকৃত নাম করণজিৎ কৌর ভোরা। কানাডিয়ান-ইন্ডিয়ান বংশোদ্ভুত এই তারকা একসময় নীল ছবির জগতে পরিচয় গড়ে তোলেন। পরে এই ক্যারিয়ারকে বিদায় জানিয়ে ২০১২ সালে ভাট ক্যাম্পের ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বন’-এর ২০১১ সালের মৌসুম দিয়েই বলিউডে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল তাঁর।
এরই মধ্যে সানি লিওন অংশ নিয়েছেন জ্যাকপট, এক পহেলি লীলা, হেইট স্টোরি ২, সিং ইজ ব্লিং, কুচ কুচ লোচা হ্যায়, ওয়ান নাইট স্ট্যান্ডসহ আরো কিছু ছবিতে। অভিনয়শিল্পীর চেয়ে আইটেম গার্ল হিসেবেই সফল প্রতিষ্ঠা পেয়েছেন তিনি। সম্প্রতি বিগ বসের একটি পর্বে ‘বিশেষ বিচারক’ হিসেবেও অংশ নিয়েছেন তিনি।
এর আগে ২০১৫ সালে গুগলে ‘সবচেয়ে বেশি খোঁজা’ ভারতীয় তারকাদের তালিকায় সবাইকে পেছনে ফেলে শীর্ষে আসেন সানি লিওন। এ বছরে পেলেন বিবিসির বিশেষ স্বীকৃতি।
বেশ কয়েক মাস আগে একটি টেলিভিশন অনুষ্ঠানে সানি লিওনকে সরাসরি কিছু বিব্রতকর প্রশ্ন করা হয়। তবে এসব প্রশ্নের জবাব স্পষ্ট এবং সাহসীভাবে দেওয়ার কারণে প্রশংসিত হন তিনি। আমির খানের মতো তারকাও সানির প্রশংসা করে জানান, সানির সঙ্গে অভিনয় করতে মোটেও আপত্তি নেই তাঁর।
সানি লিওন ছাড়াও অন্য কিছু ক্যাটাগরিতে এই তালিকায় স্থান পেয়েছেন চারজন ভারতীয় নারী—গৌরি চিন্দরকার, নেহা সিং, মল্লিকা শ্রীনিবাসন এবং সালুমারাদা থিম্মাকালা।
আগামী বছরের শুরুতে শাহরুখ খানের বহুল আলোচিত ‘রইস’ ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে সানি লিওনকে। এ ছাড়া বরুণ ধাওয়ান-আলিয়া ভাটের সঙ্গে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিতেও দেখা যাবে এই তারকাকে
Share:

সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

BPL 2016 Points Table & Today Match Result

Image result for BPL 2016 

BPL 2016 Points Table & Today Match Result

TEAMS
M
W L Tie N/R Pts NRR
Khulna Titans
6
5 1 0 0 10 -0.237
Dhaka Dynamites
7
4 3 0 0 8 -0.983
Rangpur Riders
5
4 1 0 0 8 +0.808
Barisal Bulls
6
3 3 0 0 6 -0.371
Chittagong Vikings
6
2 4 0 0 4 -0.171
Rajshahi Kings
6
2 4 0 0 4 -0.327
Comilla Victorians
6
1 5 0 0 2 -0.684

BRB BPL T20 Team Name Short Form
Chittagong Vikings = CHV

Khulna Titans = KHT
Barisal Bulls = BB
Rangpur Riders = RR
Rajshahi Kings = RK
Comilla Victorians = CV

Share:

রবিবার, ২০ নভেম্বর, ২০১৬

কেন শৈশবকে হারালাম? - Anuj Majumder

✔কোন এক সময় একা স্কুলে যেতে ভয় পেতাম, আজ একা একাই সর্বত্র ঘুরে বেড়াই।কোন একদিন ক্লাসে প্রথম হওয়ার জন্য বই পড়তাম, আর আজ পেটের দায়ে ছুটে বেড়াই।আগে একটু আঘাতেই কেঁদে ফেলতাম,আজ শত দুঃখ-কষ্টের মাঝেও হাসি। আগে বন্ধুর জন্য প্রান দেওয়ার প্রতিজ্ঞা করতাম,আজ জীবন যুদ্ধে বন্ধুর কথা মনে নাই।আগে একটুতেই ঝগড়া আর মিলতাল হতো,আর আজ একটুতেই সম্পর্ক শেষ।বড় হওয়ার স্বপ্নে শৈশবকে কাটিয়ে দিলাম,আর আজ একটাই দুঃখ- কেন শৈশবকে হারালাম।
-Anuj Majumder
Share:

শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

হিংসা আর বিদ্বেষ কি?

যখন তুমি দেখবে ফুল তুমি ভালোবাসো না, গান তুমি শুনতে চাও না, নদীর প্রবাহে তুমি নদীর নৃত্য খুঁজে পাও না, নারীর কোমল সৌন্দর্য্য তুমি পূজা করো না-- তখন তুমি বুঝবে, জীবনের যাত্রাপথে তুমি মানুষ থেকে পশু হয়ে গেছো। -কেউ যদি তা হয়, তাতে ক্ষতি কি ? তোমার আত্মা একদিন বলবে-- আমি আহত, একটু থামো, বিশ্রাম করো ; তুমি তা শুনতে পাবে না।  তোমার ছেলে বলবে-- বাবা, আমার আজ বড় কষ্ট; তুমি তা শুনতে পাবে না।  তোমার স্ত্রী নিঃশব্দে, অস্ফুটে বলবে-- আজ আমি আহত, আজ আমায় একটু আদর করো ; তুমি তা শুনতে পাবে না। ধরিত্রী একদিন আর্তস্বরে কাঁদবে, আর বলবে-- আমি  রক্তাক্ত, আমাকে একটু শান্তি দে ; তুমি তা-ও শুনতে পাবে না। -কারন-- তুমি একজন হিংস্র পশু হয়ে গেছো ; তুমি কোমল অনুভূতি বুঝতে পারো না ; তুমি আর্ত হৃদয়ের ক্রন্দন শুনতে পাও না। এর ফলে তুমি নিজেকে কষ্ট দেবে, তোমার ছেলেকে কষ্ট দেবে, তোমার স্ত্রীকে কষ্ট দেবে, মাতা ধরিত্রীকে কষ্ট দেবে।  তুমি তোমার নিজের যন্ত্রণার কারন হবে, তুমি তোমার চারপাশের মানুষের যন্ত্রণার কারন হবে। -যারা-- বাবা-মা, শিক্ষক, ধর্ম গুরু, সমাজ নেতা-- তারা সাবধান। তোমরা যদি ছোট ছোট ছেলেমেয়েদের এখন থেকে ঘৃণা, আর বিদ্বেষ শেখাও, তাহলে তোমরা তাদেরকে সেই পশুত্বের দিকে, রাতারাতি ঠেলে দেবে। তখন পৃথিবীর চেহারাটা দেখতে কেমন হবে ? তুমি যদি একটা বড় খাঁচার মধ্যে, কতকগুলো চিতা বাঘ, হায়না আর ভল্লুক রেখে দাও, তাহলে খাঁচার অবস্থা যা হবে, পৃথিবীর অবস্থাও ঠিক তাই হবে। -যে সমস্ত রাজনৈতিক, ধর্মীয়, বা সামাজিক নেতারা-- ছোট ছোট বাচ্চাদের প্ররোচিত করে, তাদেরকে দিন দিন হিংস্র পশু করে তুলছে, তাদের হয়তো কোন ধারণাই নেই, যে-- তারা মানবজাতির কি ভয়ানক সর্ব্বনাশ করছে। -ধরো-- এই পৃথিবীটা, কোন একটা মাত্র-- দেশ, বা রাজনৈতিক দল, বা ধর্মীয় দলের কব্জায় চলে এলো।  কিন্তু তারপর ? মানুষ কি সুখী হবে ? যারা এটা চেয়েছিলো সেই তাবড় তাবড় নেতারা কি সুখী হবে ? কি করে হবে ? পৃথিবী তো তখন চিতা বাঘ, হায়না আর ভল্লুকে ভরে গেছে।  কাজেই মানুষ তখনও পরস্পরের-- রক্ত আর মাংসে, তাদের ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার করবে। -তোমরা সকলে শান্ত ভাবে ভাবো-- হিংসা আর বিদ্বেষ কি ভয়ঙ্কর জিনিস ! একে অপরকে বুঝুন, সকলের-- নিজত্বকে শ্রদ্ধা করুন। অন্যের চিন্তা আর বিশ্বাসকে শ্রদ্ধা না করলে, সহাবস্থান সম্ভব নয়। এই পৃথিবীতে অনেক জায়গা। সকলের-- ভালো ভাবে খেয়ে, পরে, মেখেও-- অনেক জায়গা। কাউকে বঞ্চিত করার দরকার নেই। 

Share:

বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

Bangladesh Navy Job Circular 2016

Bangladesh Navy Job circular again Found on my website and Daily Newspaper Bangladesh Pratidin. Navy jobs is and attractive job in Bangladesh. For Apply Navy job you have to read carefully below the original circular today !

Bangladesh Navy Job Circular 2016

Job Published Date : 09 November 2016
Source : Bangladesh Pratidin
Application last Date : See The Circular
Total Post : 74
Age Limit: 30
See below this Original circular for full details…
Bangladesh Navy
Must See : Another Navy Circular in Bangladesh. This application also available now.
Share:

বিয়ের আগে মেয়েরা দৈহিক সম্পর্ক করার জন্য পাগল হয় যে কারণে

 Image result for বিয়ের আগে মেয়েরা দৈহিক সম্পর্ক করার জন্য পাগল হয় যে কারণে


ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সিন্ডি মেস্টন এবং ইভোল্যুশনারি সাইকোলজিস্ট ডেভিড বাস পৃথিবীর বিভিন্ন প্রান্তের ১০০৬ জন নারীর সাক্ষাৎকার নিয়েছেন তাদের যৌন প্রেষণার বিষয়ে। আর মাত্র ১০০৬ জন নারীর কাছ থেকেই বেরিয়ে এসেছে যৌনতার ২৩৭ টি আলাদা আলাদা কারণ। যদিও অনেকগুলো কারণের ব্যাপারে প্রায় সবাই একমত, আবার অনেকগুলো কারণ কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ। তো দেখা যাক, কারণ গুলো কী কী? মেস্টন ও বাস নারীদের যৌন-প্রেষণা গুলোকে স্বাভাবিকভাবেই তিন ক্যাটাগরিতে বিভক্ত করেছেন: শারিরীক, আবেগীয় এবং বস্তুবাদী কারণ। প্রেষণার মধ্যে যেমন রয়েছে, নিজের আত্মবিশ্বাস বাড়ানো, সেল্ফ এস্টিম বৃদ্ধিকরা, প্রেমিককে ধরে রাখা, তেমনি রয়েছে জোর-জবরদস্তির শিকার হওয়া পর্যন্ত। বাস এবং মেস্টনকে প্রেষণার বিচিত্রতা অবাক করেছে। এর মধ্যে যেমন রয়েছে সম্পূর্ণ পরোপকারী উদ্দেশ্য, তেমনি সম্পূর্ণ বদ মতলব। যেমন, কাউকে এস. টি.ডি তে আক্রান্ত করা.
১. আনন্দ লাভের জন্য: অবভিয়াস! কিন্তু গবেষণার ফলাফল “মেয়েদের যৌনতা ভালবাসা তাড়িত, আর ছেলেদের যৌনতা ইন্দ্রিয়সুখ তাড়িত”, পশ্চিমা সমাজেপ্রচলিত এই মিথকে উড়িয়েদেয়। অর্ধেকেরও বেশি সংখ্যক নারীর কোন ধরণের রোমান্টিক রিলেশনশিপ না থাকা অবস্থায় শুধুইন্দ্রিয় সুখের জন্য সেক্স করতে আপত্তি নেই, বরং আগ্রহী। তবে কারো সাথে রোমান্টিক রিলেশনথাকা অবস্থায় ইন্দ্রিয় সুখের জন্য অন্য কারো সাথে সেক্স করার ব্যাপারে প্রায় ৮০ শতাংস নারীর ঘোরতর আপত্তি রয়েছে। অর্থাৎ সিঙ্গেল অবস্থায় রোমান্স বিহীন সেক্সে অনেকেই আগ্রহী হলেও পার্টনারের সাথে চিটিং কে তারা সমর্থন করেন না।
২. রোমান্স: এটাও অবভিয়াস। প্রেমে পড়লে আবেগতাড়িত হয়ে প্রেমলীলায় মত্ত হয়নি এরকমজুটি খুঁজে পাওয়া দুস্কর।
৩. পার্টনারকে ধরে রাখার জন্য: অনেক সময়ই নিজের আবেগের চেয়ে বড় হয়ে দাড়ায় পার্টনারকে ধরে রাখার প্রচেষ্টা। পার্টনারের আবেদনে সাড়া না দিলে সে ছেড়ে চলে যেতে পারে, এইধারণা থেকে অনেক সময়ই অনিচ্ছা সত্ত্বেও সাড়া দেয় ।
৪. অন্যের প্রেমিককে ছিনিয়ে আনার জন্য: অনেকে অন্য নারীর সাথে প্রকাশ্য রোমান্টিক সম্পর্ক থাকা সত্ত্বেও পুরুষদের আবেদনে সাড়া দেয় এই উদ্দেশ্যে যে পুরুষটি তার ‘পারফরমেন্সে সন্তুষ্টহয়ে’ বা অন্য কোন কারণে তার রোমান্টিক পার্টনারকে ত্যাগ করে নতুন নারীকে স্বীকৃতি দিবে। পুরুষাঙ্গ আকার বড় করার সহজ উপায়
৫. দায়িত্ববোধ হতে: অনেক নারীই তাদের সঙ্গীদের সকল ধরণের যৌন চাহিদা মেটানো দায়িত্ববলে মনে করে। সেক্ষেত্রে আবেগতাড়িত না হয়েও বা পার্টনার চলে যাওয়ার সম্ভাবণা না থাকাসত্ত্বেও সে দায়িত্ববোধ থেকে সাড়া দেয়।
Share:

যারা নতুন ওয়েব হোস্টিং কিনার কথা ভাবছেন তাদের জন্য এই টিউন টি

আস্সালামু আলাইকুম,
যারা নতুন ওয়েব হোস্টিং কিনার কথা ভাবছেন তাদের জন্য এই টিউন টি। চলুন দেখে নেওয়া যাক নতুন ওয়েব হোস্টিং কিনার আগে যে সব বিসয় খেয়াল করতে হয়।

১. Hosting কেনার জন্য যে বিষয় গুলো মনে রাখতে হবে তার প্রথম বিষয় টি হল অবশয় তা একটা ভাল কোম্পানি হতে হবে। কিছু কোম্পানি আছে খুব ভাল সার্ভিস দেয় আবার কিছু আছে বাজে অবস্থা। বাজে গুলো কে এড়িয়ে চলেন। কেনার আগে অবশ্যয় খোজ নিবেন।
২. সার্ভার টাইপ: আপনি কোন টাইপ এর সার্ভার নিতে চাচ্ছেন তা আগে ঠিক করতে হবে। বিভিন্ন টাইপ এর সার্ভার যেমন Shered hosting, VPS hosting, Dedicated hosting, WordPress hosting etc.
৩. সার্ভার স্পিড: আপনি সব সময় চাইবেন আপনার শখের ওয়েবসাইট টি যেন তারাতারি লোড হয় এবং ভিসিটর যাতে কোনো রকম বিরক্ত না হয়। সেজন্ন আপনার দরকার হবে over load মুক্ত সার্ভার। যাতে ওয়েবসাইট তারাতারি লোড হয় এবং সার্ভার ডাউন না হয়।
৪. হোস্টিং কেনার আগে USA সার্ভার দেখে কিনার চেষ্টা করবেন। USA সার্ভার একটু ভাল সার্ভিস দেয়।
৫. হোস্টিং স্পেস: স্পেস একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্পেস এর উপর নির্ভর করবে আপনি আপানর ওয়েবসাইট এ কত পরিমান ফাইল হোস্ট করতে পারবেন। যত বেশি স্পেস কিনবেন তত বেশি ফাইল হোস্ট করতে পারবেন।
৬. ব্যান্ডউইথ: ধরুন আপনি ১GB ব্যান্ডউইথ এর একটি হোস্টিং প্যাকেজ কিনেছেন। আপনার ওয়েবসাইট এর হোম পেজ এর সাইজ ১০০KB। কেউ যদি আপনার ওয়েবসাইট এর হোম পেজ একবার ভিসিট করে তাহলে আপনার ১GB ব্যান্ডউইথ থেকে ১০০KB খরচ হয়ে যাবে। তাই বেশি ভিসিটর হলে অবশ্যই আপনাকে বেশি ব্যান্ডউইথ এর প্যাকেজ কিনতে হবে.
৭. অপারেটিং সিস্টেম : এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত ২ ধরনের OS সার্ভার পাওয়া যায়। windows and linux। বেশি বেবহার করা হয় লিনাক্স। তবে windows সার্ভার এর দাম লিনাক্স থেকে বেশি।
==================================================
Recommendation
I think eshost.com is the cheap and best web hosting company in bangladesh
==================================================
EasyHost.com স্পেস: ১GB, ব্যান্ডউইথ Unlimited, ইমেইল Unlimited = ৪৪০ টাকা।
স্পেস: ২GB, ব্যান্ডউইথ Unlimited, ইমেইল Unlimited = ৬০০ টাকা।
স্পেস: ৫GB, ব্যান্ডউইথ Unlimited, ইমেইল Unlimited = ১০০০ টাকা।
স্পেস: ১০GB, ব্যান্ডউইথ Unlimited, ইমেইল Unlimited = ২০০০ টাকা।
Payment: bKash, bank deposit, paypal, card
সবাই ভাল থাকবেন, আর দয়া করে কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Share:

আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Payoneer Master Card ফ্রিতে আপনি ঘরে বসে পেতে পারেন তাও আবার 25 ডলার বোনাস সহ

আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Payoneer Master Card ফ্রিতে আপনি ঘরে বসে পেতে পারেন? তাও আবার 25 ডলার বোনাস সহ। Payoneer Master Card কি কাজে লাগে বা এটা কিসের তা আশা করি বলতে হবে না, তারপরও সংক্ষেপে বলি, Payoneer হল একটি WorldWide ফ্রী মাস্টারকার্ড প্রদানকারি প্রতিষ্ঠান। Payoneer এর Prepaid ডেবিট MasteCard এর মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানি থেকে Payment Receive করতে পারবেন। যেমনঃ Upwork, Freelancer.com, Infolinks etc.
Payoneer এর মাধ্যমে আপনি যেসব সুবিধা পাবেনঃ
  • একটি Worldwide গ্রহণযোগ্য ফ্রী মাস্টারকার্ড পাবেন।
  • আমেরিকার একটি Virtual ব্যাংক Account পাবেন।
  • US Payment Service এর মাধ্যমে Paypal, Moneybookers, Google Addsence সহ বিভিন্ন কোম্পানি থেকে Payment গ্রহন করতে পারবেন।
  • Payoneer এর Virtual US Bank Account দিয়ে Paypal Account Verify করতে পারবেন।
  • Payoneer এর Master Card দিয়ে পৃথিবীর যেকোনো দেশের MASTERCARD Supported ATM Booth থেকে Dollar উত্তোলন করতে পারবেন।
Signup:
প্রথমেই নিচের লিঙ্কে প্রবেশ করে Signup করে নিনঃ
https://share.payoneer.com/nav/PznUb2Ps8w9Gw-FmHWF_7XP58uFTr0HqQlTWyiDfPnL0uxOfSRPmFH5DgBf4sElBRmLhzc0mIK9e1Q516gztrQ2
(এইখান থেকে Signup করলে আপনি পাবেন ২৫ ডলার ফ্রী)ফলে আপনি ২৫ ডলার দিয়ে কার্ড এক্টিভ করতে পারবেন।
নাম, জন্ম তারিখ অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে মিল রেখে দিবেন, যাতে কোন ভুল না হয়। তারপর আপনার ইমেইল, আপনার ঠিকানা, postal code, মোবাইল নম্বর সঠিকভাবে দিন।
আশা করি ০৫ থেকে ১০ দিনের মধ্যে কার্ড পাবেন। আমি ০৫ দিনের মধ্যে পেয়েছি।
রেফারেল লিংক ছাড়া কার্ড পাওয়ার সম্ভবনা অনেক অনেক কম।
Share:

বাংলাদেশি হোস্টিং কম্পানি বলেতেই আমরা বুঝে থাকি মেনুয়াল সার্ভিস অ্যাক্টিভেশন , অফলাইন পেমেন্ট , বাজে সার্ভিস এবং সাপোর্ট

বাংলাদেশি হোস্টিং কম্পানি বলেতেই আমরা বুঝে থাকি মেনুয়াল সার্ভিস অ্যাক্টিভেশন , অফলাইন পেমেন্ট , বাজে সার্ভিস এবং সাপোর্ট। এসকল ক্ষেত্রে, হোস্টিং সার্ভিসের কোনো সমস্যা দেখা দিলে অনেক সময় তাদের খুঁজে পাওয়া দুস্কর হয়ে ওঠে । যার ফলে দেশীয় হোস্টিং কম্পানি থেকে হোস্টিং এন্ড ডোমেইন অর্ডার দিতে আগ্রহী হয় না অনেকেই। অনেকের ধারনা দেশীয় হোস্টিং কম্পানি মানেই ১-৫ জিবি স্পেসের মধ্যে সীমাবদ্ধ থাকা।
আপনাদের এই ধারনাকে মুছে দিতে Host The Website এর ৬ জন এক্সপার্ট মেম্বার কাজ করে যাচ্ছে গত ১ বছর ধরে এরই মাঝে এই প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে গিয়েছে। বাংলাদেশে নিয়ে এসেছে আনলিমিটেড স্পেস অ্যান্ড ব্যান্ডঊডথ সহ আনলিমিটেড হোস্টিং প্যাকেজ , যা আপনি অন্যান্য বিদেশী নামকরা হোস্টিং কম্পানী থেকেও অনেক কম মূল্যে পাবেন। নিয়ে এসেছে ১৮-২২ ঘন্টা লাইভ চ্যাট সাপোর্ট এবিং ২৪/৭ টিকেট সাপোর্ট। উন্নত কন্ট্রোল পেনেলের মাধ্যমে থাকছে আপনার সার্ভিস মেনেজ করার সুযোগ। থাকছে  অনলাইন পেমেন্টের মাধ্যমে ইনস্ট্যান্ট পেমেন্ট এবং ইনস্ট্যান্ট সার্ভিস সেটাপ। পেমেন্ট করার পর আপনার প্যাকেজ অ্যাক্টিভিশনের জন্য আপনাদের কোনো ওয়েট করতে হবে না ।

একনজরে হোস্ট দ্যা ওয়েবসাইটের উন্নত সার্ভিসের বৈশিষ্ট্যঃ 

১. দিনে ১২-১৮ ঘন্টা  লাইভ চ্যাট সাপোর্ট।
২. ২৪/৭ টিকেট সাপোর্ট (১৫ মিনিট এভারেজ রেস্পন্স টাইম)
৩. ১০০% সম্পুর্ণ কন্ট্রোল পেনেল
৪. বিকাশ, ডাচ বাংলা নেক্সাস , ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং, ইউক্যাশ, লোকাল ভিসা মাস্টার কার্ড (বাংলাদেশি ব্যাংক ), প্যাপাল  এর মাধ্যমে ১০০% অনলাইন পেমেন্টের ব্যবস্থা ।
৫. ইন্সট্যান্ট সেটাপ, আপনার পেমেন্ট সাক্সেস্ফুল হয়ার সাথে সাথে আমাদের সিস্টেম আপনার প্যাকেজ অটো অ্যাক্টিভ হয়ে যাবে।
৬. ফ্রী হোস্টিং ট্রান্সফার । আপনি অন্য হোস্টিং কম্পানি তে আপনার হোস্টিং প্যাকেজ কিনে থাকলে হোস্ট দ্যা ওয়েবসাইটি আপনাদেরকে ৬-২৪ ঘন্টার মধ্যে ফ্রী হোস্টিং ট্রান্সফার করে দিবে।
৭.রিসোর্স সম্পূর্ন নলেজবেস। কাস্টমারদের সাহায্যের জন্য ইউটিঊব  ভিডিও চ্যানেল। যেখানে হোস্টিং সাপোর্ট রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধানের জন্য নিয়মিত ভিডিও আপলোড করা হয়

Host The Website এর মূল ঊদ্দেশ্য বাংলাদেশে ডোমেইন এবং হোস্টিং এর সর্বোচ্চ সেবা প্রদান করা,  বাংলাদেশে  Godaddy , Namecheap , Bluehost এর মত সাপোর্ট এবং সার্ভিস প্রদান করা। এই চ্যালেঞ্জের প্রতিযোগিতায়  Host The Website অনেক দূর এগিয়ে গিয়েছে তারা। তাদের  লাইভ চ্যাট সাপোর্ট এবং টিকেট সাপোর্টে সেবা দেয়ার জন্য কর্মরত রয়েছে ৪ সদস্যের সাপোর্ট টীম , বিলিং ডিপার্ট্মেন্টে সকল ধরনের সেবা দেয়ার জন্য রয়েছে ২ জন এক্সপার্ট মেম্বার।
এই ভিডিও তে সুনিয়ন্ত্রিত কন্ট্রোল পেনেল  এবং অনলাইন অর্ডার সিস্টেম এবং পেমেন্ট সিস্টেম দেখানো হয়েছে।
হোস্টিং কম্পানির এক বছর পূর্তিতে ৫০-৩০% পর্যন্ত ফ্ল্যাশ ডিস্কাউন্ট চলছে। এই সময়ের মাঝে যেসকল কাস্টমার রেজিষ্ট্রেশন করে প্যাকেজ অর্ডার দিবে, তারা লাইফটাইম ওই প্যাকেজে এই মূল্য উপভোগ করবে।

এক নজরে ডিস্কাউন্টেড প্যাকেজসমূহঃ  

  • স্টার্টার– ১ জিবি স্পেস , ১০ জিবি ব্যান্ডউডথ , ২ অ্যাডন ডোমেইন – ০০টাকা
  • স্পেশাল– আনলিমিটেড স্পেস , আনলিমিটেড ব্যান্ডউডথ , ০ আডোন ডোমেইন – ১৬৬০ টাকা
  • বিজনেস– আনলিমিটেড স্পেস , আনলিমিটেড ব্যান্ডউডথ , ৪ আডোন ডোমেইন – ২১৬০ টাকা
  • প্রিমিয়াম– আনলিমিটেড স্পেস , আনলিমিটেড ব্যান্ডউডথ , আনলিমিটেড আডোন ডোমেইন – ৩৩২০ টাকা
  • ওয়েবসাইট স্পেশালঃ বেসিক ওয়েবসাইট ডিজাইন করুন ২৯৯৯ টাকায়
 930-main-1

যোগাযোগঃ

Host The Website
ইমেইলঃ contact@hostthewebsite.com
ফোন নাম্বারঃ 01724320432
হোস্টিং সম্পর্কে যেকোনো তথ্য জানতে 01724320432 এই নাম্বারে কল দিন অথবা আমাদের লাইভ চ্যাট সার্ভিস এবং টিকেট সার্ভিসে যোগাযোগ করুন ।
Share:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার