মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

আপনার কি বগলে অনেক ঘামে কালো হয়ে গেছে তাহলে নিয়ে নিন তার সমাধান

Image result for বগলের কালো দাগ নিয়ে চিন্তিত
আপনার বগলের কালো দাগ নিয়ে চিন্তিত? চিন্তার কারণ নেই। কিছু উপাদান রয়েছে যেগুলো ব্যবহার বোগলের কালো দাগ সহজেই দূর হবে। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশ করা হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন
Image result for বগলের কালো দাগ নিয়ে চিন্তিত



লেবুর রস
লেবুর রস বগলের কালো দাগ কমাতে সহায়ক। তাই এটিও ব্যবহার করতে পারেন।
নারকেল তেল
নারকেল তেলের সাথে বেকিং সোডা মিশিয়ে বগলে মাখতে পারেন। কালো দাগ দূর করার পাশাপাশি এটি গন্ধও কমাবে।
 বেকিং পাওডার (সোডা)
বেকিং সোডার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটরিয়াল উপাদান। এটি বগলের কালো দাগ দূর করতে সহায়ক। বেকিং সোডার মধ্যে পানি মিশিয়ে পেস্ট করে বোগলে মাখতে পারেন।
টমেটো
টমেটোর মধ্যে রয়েছে ব্লিচিং উপাদান। নিয়মিত এটি বগলে ঘষলে ভালো ফল পাওয়া যায়।
আলু
আলু বগলের কালো দাগ দূর করতে পারে। এটি বেশ নিরাপদও।
ডাল
ডাল বেটে এর মধ্যে দই দিন। বোগলের মধ্যে এটি মাখুন। কয়েক মিনিট ঘষুণ। এরপর ধুয়ে ফেলুন।
কফি
কফি মৃত কোষ দূর করতে কাজ করে; ত্বককে উজ্জ্বল করে। তবে যদি কোনো উপাদান ব্যবহারে আপনার সমস্যা মনে হয়, সেটি এড়িয়ে যাবেন।
অ্যালোভেরা
বগল ওয়্যাক্স করার পর অ্যালোভেরার রস লাগাতে পারেন। এটি ত্বককে নরম করবে এবং কালো দাগ দূর করবে।

 

Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার