সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুস্তাফিজ !! বিস্তারিত দেখুন..........

 দু-একদিনের মধ্যেই শুরু হচ্ছে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ মিস করবেন বলে কিছুটা আক্ষেপ ঝরে পড়েছে এই বাঁ-হাতি পেসারের কণ্ঠে।

আর কয়েকদিন বাদেই মাঠে গড়াচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। এর পরই আসছে ইংল্যান্ড। চোটের কারেণ ঘরের মাঠে এই দুটি সিরিজের দলে নেই মুস্তাফিজুর রহমান। সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়ে চোটে আক্রান্ত হন, পরে অস্ত্রোপচার করে দেশে ফিরেছেন কাটার-মাস্টার।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ সম্পর্কে সংবাদ মাধ্যমকে মুস্তাফিজ বলেন, ‘এটা ঠিক আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে এই দুটি সিরিজ খুবই মিস করব আমি। অবশ্য জাতীয় দলে যোগ হওয়ার পর থেকেই খেলার মধ্যেই ছিলাম। যখন জাতীয় দলে ছিলাম না, তখন এমন বেকার সময় কাটাতাম।’
ঘরের মাঠে এই দুটি সিরিজে দলে না থাকাটা নিশ্চই কিছুটা কষ্টের। এমন পশ্নের জাবাবে হালের এই বোলিং বিস্ময় বলেন, ‘কষ্ট আর কী? ভালো-খারাপ মিলিয়েই চলছে। তবে বাইরে থেকে সবাই অবশ্য খুব সাপোর্ট দিচ্ছে আমাকে।’

আর পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে মুস্তাফিজ বলেন, ‘পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা আমার আগেরও আছে। এর আগে অনূর্ধ্ব-১৯ দলে থাকার সময় চোটে আক্রান্ত হয়ে র্দীর্ঘ সময় পুনর্বাসনে থাকতে হয়েছিল আমাকে। এর সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত।’
গত মাসে ইংল্যান্ডে কাঁধে অস্ত্রোপচারের পর এখন মুস্তাফিজ সুস্থ হয়ে ওঠার পথে। কয়েকদিনের মধ্যে পুনর্বাসন শুরু হচ্ছে তাঁরা। তাই পাঁচ-ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই বাঁ-হাতি পেসারকে।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার