বলিউডি অভিনেতা রণবীর কাপুর এবং
অভিনেত্রী দীপিকা পাড়–কনের খোলামেলা সম্পর্কের ইতি টানার পর সেটি টিনসেলে
বেশ আলোচনার ঝড় তুলেছিল। সব চেয়ে বেশি আলোচিত হয়েছিল দীপিকার প্রতি রণবীরের
মা নিতু কাপুরের নেতিবাচক মনোভাবের বিষয়টি। তবে তার এমন মনোভাবের আসল কারণ
নিশ্চিভাবে কারও জানা ছিল না। খবর জি মিডিয়া ব্যুরোর।
সম্প্রতি সংবাদমাধ্যমটি এক সূত্রে জানায়, রণবীর-দীপিকার সম্পর্ক চলাকালে
দীপিকা প্রতিনিয়ত কাপুরদের বাড়িতে যাওয়া-আসা করতেন। এমনকি রণবীরের
অনুপস্থিতিতেও তার বাড়িতে থাকতেন তিনি। আর বাড়ির কর্মচারীদের প্রতি তার
ব্যবহারে কর্তৃত্ব ফুটে উঠত। সেটি কোনোভাবেই মেনে নিতে পারতেন না নিতু।
তাই
রণবীর-দীপিকা তাদের সম্পর্কের ইতি টানার পর যেন হাঁফ ছেড়ে বাঁচেন নিতু।
বর্তমানে তাদের দুজনের শুধু বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অবশ্য তেমন আপত্তি নেই
তার। এখন দীপিকার সঙ্গে দেখা হলে হাসি মুখেই কথা বলে থাকেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন