শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

হজে গিয়ে মৃত্যু বরন করা ৩৩ বাংলাদেশীর নাম ঠিকানা প্রকাশ (স্বজনদের খুজে পেতে শেয়ার করুন)


সৌদি আরবে হজ করতে গিয়ে অসুস্থ হয়ে ৩৩ জন বাংলাদেশির মৃত‌্যু হয়েছে।  শুক্রবার দুপুর পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরো ১৭ জন।
শুক্রবার নিজেদের হজ বুলেটিনে এ তথ্য জানায় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।
যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৪ জন পুরুষ, নয় জন নারী। এদের মধ‌্যে ২৪ জন মক্কায়, আটজন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন।
গত ৪ আগস্ট বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছানোর পর ৭ আগস্ট সেখানে প্রথম বাংলাদেশির মৃত‌্যু হয়।
নাম
জেলা
পাসপোর্ট নম্বর
মারা যাওয়ার তারিখ
ছায়েদুর রহমান (৭৭)
কুমিল্লা
বি এফ ০২৮৪৭৩৬   
৭ সেপ্টেম্বর
মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী (৬৪)
লক্ষ্মীপুর
বি এফ ০০৫৭২১৭
৭ সেপ্টেম্বর
মো. আমিন আলী (৭০)
হবিগঞ্জ
বি কে ০৯৩১৮২১
৬ সেপ্টেম্বর
তাহেরা খানম (৬০)
কুষ্টিয়া
বি কে ০২৪৪৬১২
৬ সেপ্টেম্বর
মো. মকবুল হোসেন (৬৭)
কুষ্টিয়া
বি জে ০৮৯২১০০
৬ সেপ্টেম্বর
আকরিজ উল্লাহ (৭৫)
সিলেট
বি জে ০৮৯৬১৬৯
৫ সেপ্টেম্বর
মো. আইনুদ্দিন মোল্লা (৭৯)
ফরিদপুর
বি এফ ০০০৯১০৬
৫ সেপ্টেম্বর
ওবায়দুল হক (৭৮)
ফেনী
বি কে ০৪৪৪৬৫১
৪ সেপ্টেম্বর
রেজাউল হক (৫৩)
নোয়াখালী
বি জে ০৮২১৪৮৫
৪ সেপ্টেম্বর
আবু বকর সিদ্দিক (৫৯)
মুন্সিগঞ্জ
বি ই ০৭৯১৩২৪
৪ সেপ্টেম্বর
আলী আহমেদ সিকদার (৬৬)
গাজীপুর
বি এইচ ০২৫৪২২০
৪ সেপ্টেম্বর
রমিজা বেগম (৫৭)
টাঙ্গাইল
ও সি ৪১৬০০৪৩
৩ সেপ্টেম্বর
মো. আলাউদ্দিন ফকির (৭৪)
বরিশাল
বি কে ০২৫৯০৩৫
২ সেপ্টেম্বর
মো. নুরচাঁদ মিয়া (৫৬)
নরসিংদী
বি কে ০০৫৪৫০০
১ সেপ্টেম্বর
নাসির আহমেদ (৬৪)
চাঁদপুর
বি জে ০৯০৪৯৯৮
২৯ অগাস্ট
ইসমাইল (৬২)
নোয়াখালী
বি জে ০৯৭১৬৩২
২৯ অগাস্ট
মো. হাবিব উল্লাহ (৮৪)
চাঁদপুর
বি ই ০৪৪১৮৬৪
২৮ অগাস্ট
মো. জমির উদ্দিন (৭৪)
শেরপুর
বি জে ০২৬৮১৮৮
২৬ অগাস্ট
মোছা. সুফিয়া খাতুন (৬২)
কুষ্টিয়া
বি জে ০৭৩৪৮৯৪
২৬ অগাস্ট
মো. ইসমাইল হোসেন (৭১)
রংপুর
বি জে ০৮১০১০৫
২৬ অগাস্ট
মো. আবু তাহের (৮৭)
কুমিল্লা
বি জে ০৬১৩৭৭২
২৫ অগাস্ট
রাশেদা বেগম (৪৮)
শেরপুর
বি জে ০৮৩৩২৬৯
২৫ অগাস্ট
সিরাজুর মুনিরা লাভলী (৫১)
নওগাঁ
বি জে ০৮৮৬১৪৫
২৫ অগাস্ট
এস এম মোফাজ্জল হোসেন (৬৬)
মুন্সিগঞ্জ
বি বি ০৩৮৩৪৫৯
২৫ অগাস্ট
মো. ওয়াকিল উদ্দিন (৬৭)
নেত্রকোণা
বি কে ০২৩৫১৩৯
২৪ অগাস্ট
মোছা. মরিয়ম বেগম (৫১)
বগুড়া
বি জে ০৪৮১৮৮২
২০ অগাস্ট
জোহরা খাতুন (৬১)
ব্রাহ্মণবাড়িয়া
বি জে ০০০২৯৭৫
২০ অগাস্ট
হাবিবা ফেরদৌসী রিক্তা (৪১)
জয়পুরহাট
বি জে ০৭৬৯২৯৯
১৭ অগাস্ট
মো. নুরুজ্জামান কাশেমী (৫৯)
পাবনা
ও সি ৪১৬২৫৩৫
১৭ অগাস্ট
মো. রেহান উদ্দিন (৭৩)
চট্টগ্রাম
বি কে ০২০৪৬৯১
১৬ অগাস্ট
আবুল হাসেম (৭৯)
ব্রাহ্মণবাড়িয়া
বি ই ০০২৫৯৭০
১৪ অগাস্ট
হেলাল উদ্দিন আহমেদ (৬৪)
রংপুর
বি ই ০১৫৪৭১৬
১৪ অগাস্ট
জামিলা আক্তার (৭৯)
গাজীপুর
 বি ই ০১৪৩৯৩২
৭ অগাস্ট
বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৯৯টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ বাংলাদেশের এক লাখ এক হাজার ৮২৯ জন সৌদি আরবে পৌঁছেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার পাঁচ হাজার ১৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৯৫ হাজার ৬১৪ জন রয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের সঙ্গে ১১ সেপ্টেম্বর হজ করবেন তারা।
সৌদি সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন করার সুযোগ পাচ্ছেন।
এ পর্যন্ত বাংলাদেশিদের ৪০৫টি লাগেজ হারানোর অভিযোগ পাওয়া গেছে জানিয়ে বুলেটিনে বলা হয়, এর মধ্যে ২৩৫টি লাগেজ উদ্ধারের পর ১৭৬টি হস্তান্তর করা হয়েছে।
হজ শেষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ‌্যে ফিরতি ফ্লাইটে এই বাংলাদেশিরা দেশে ফিরবেন।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার